স্টাফ রিপোর্টার:সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
এছাড় আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। মঙ্গলবার ১৬ই আগস্ট বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা ও ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করে তবারক বিতরণ করা হয় ।