![]()
প্রচ্ছদ অপরাধ সাভারের রাজফুলবাড়ীয়া এলাকার, হারান নগর ,বাইতুল জান্নাত জামে মসজিদে বিএনপির সন্ত্রাসী হামলায়...
![]()
শুক্রবার ( ২৩ জুলাই) দুপুর, জুম্মার মামাজের সময় সাভারের রাজফুলবাড়ীয়া এলাকার হারান নগর বায়তুল জান্নাত জামে মসজিদে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুম্মার নামাজের আগে গোলাম হোসেনের ছোট ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে, ক্ষিপ্ত হয়ে নামাজ শেষে, মাজেদ কাজীর সাথে হাতাহাতি সৃষ্টি হয় । এলাকাবাসী বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান দিলেও । তার দু এক ঘন্টা পর মাজেদ কাজী , গোলাম হোসেনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়, অতর্কিতভাবে গোলাম হোসেনের ছেলে, ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ ও মামুন ধারালো অস্ত্র নিয়ে মাজেদ কাজী ও তার ছেলে আবু সাঈদ,কাশেম, ফাহাদের উপর হামলা চালায়।