সাভার হেমায়েতপুরে চাঁদার টাকা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর ও বাড়িঘর ভাংচুর। ভিডিও সহ।

নিজস্ব প্রতিবেদক ঃ সাভারে হেমায়েতপুর আলম নগর এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও বাড়িঘর ভাংচুর করেছে সন্ত্রাসীরা।
এসময় পরিবারের লোকজন বাঁধা দিতে সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর স্ত্রীকেও মারধর করে। এছাড়া ভাংচুর করা ঘরগুলোতে থাকা ভাড়াটিয়াদের মারধর ও লুটপাট করে তারিয়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

সাভারের হেমায়েতপুর আলমনগর এলাকার নিজ বাড়িতে এ হামলা, মারধর ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী সবব্জি ব্যবসায়ী কামাল হোসেন অভিযোগ করেন, এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দ্বীন ইসলাম বেশ কিছুদিন ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। কিন্তু চাঁদার টাকা দিতে অস্বীকার করায় দ্বীন ইসলাম দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে প্রায় অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে আমার বাড়িতে হামলা ও ভাংচুর করে। এসময় তারা আমার বাড়ির ভাড়াটিয়াদের মারধর করে তারিয়ে দেয় এবং ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটপাট করে।
এদিকে বাড়িঘরে হামলা এবং ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছে সাভার চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এমারত হোসেন।