সাভারে কোয়ারেন্টাইন না মানায় এক ইতালী প্রবাসীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
বিপ্লব,সাভার:সাভারে কোয়ারেন্টাইন না মেনে অবাধে ঘোরাফেরায় আতাউর রহমান নামের এক ইতালী প্রবাসীকে পনেরো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।আজ বিকেলে অবাধে ঘুরে বেড়াচ্ছেন করোনা ঝুঁকিপূর্ণ দেশ ইতালী থেকে আসা এক প্রবাসী । এমন সংবাদের ভিত্তিতে সাভারের আতাউর রহমান পিতা আব্দুস সাত্তার ,সাভার ব্যাংক কলোনী , ৫ নং ওয়ার্ড এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পনেরো হাজার টাকা জরিমানা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমান জুম্মন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান,প্রবাসীরা যা করছেন তা দু:খজনক। নিয়ম মেনে কোয়ারেন্টাইনে না থেকে তারা অন্যদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলেছেন।
বিদেশ ফেরত ব্যক্তি অবাধে এলাকায় চলা ফেরা করে বলে অভিযোগ করেছে এলাকাবাসীরা।
অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী।