সাভারে তুরাগ নদীর নৌন্দর্য বিলিন করে ড্রেজার দিয়ে বালু ভরাটের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করেছে আশুলিয়া নৌ পুলিশ

Loading

সাভার প্রতিনিধি ঃ  সাভারে তুরাগ নদীর নৌন্দর্য বিলিন করে ড্রেজার দিয়ে বালু ভরাটের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করেছে আশুলিয়া নৌ পুলিশ।

সকালে সাভারের কাউন্দিয়া ও আশুলিয়ার মড়াগাং এলাকার তুরাগ নদীতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার জব্দ করা হয়।

আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি শরীফ উদ্দিন নেয়াজী বলেন,দীর্ঘ দিন ধরে সাভারের কাউন্দিয়া ও আশুলিয়ার মড়াগাং এলাকার তুরাগ নদীতে কতিপয় কিছু ব্যক্তি নদীর সৌন্দর্য বিলিন করে অবৈধ ভাবে একটি বলগেড থেকে অন্য বলগেডে বালু ভরাট করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ ভাবে বালু ভরাটের অভিযোগ তিনটি ড্রেজার জব্দ করা হয়। এসময় ড্রেজার তিনটির মালিক

রুবেল,যুবায়ের,রাজ্জাক ও রফিকুল ইসলামের নামে পেনালকোড আইন অনুযায়ী আশুলিয়া ও সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আশুলিয়া থানায় মামলা নং ৬ ও সাভার মডেল থানার মামলা নং ৭। এঘটনায়র পর থেকে ড্রেজার তিনটির মালিক পলাতক রয়েছে। এসময় ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন,অবৈধ ভাবে কেউ নদী দখল করে বালু ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী বলছে, নদী পথে আগে অনেক সময় ডাকাতের আতঙ্ক থাকলেও বর্তমানে নৌ পুলিশের নানা পদক্ষেপে এখন ডাকাতি নেই বললেই চলে।

সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন,মামলার আসামীদের আটকের প্রক্রিয়া চলছে।