সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

Loading

স্টাফ রিপোর্টার: সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট উপস্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজারুল ইসলাম ।

বাজেট অনুষ্ঠানে অর্থবছরের আয় ধরা হয়েছে , রাজস্ব প্রাপ্তি, ১৮ লক্ষ ৮১ হাজার ৮৪০ টাকা ও উন্নয়ন আয় ৮ কোটি ৪৮ লক্ষ ৬৬ হাজার ৪০০ টাকা । পরিচালন ব্যয় ১ কোটি ৫৭ লক্ষ ৭৫ হাজার টাকা ।

এ বছর ২০২৩-২০২৪ সালের মোট বাজেট ঘোষনা হয় ১০কোটি ৬ লক্ষ ৪১ হাজার ৪০০ টাকা। যা গেল ২০২২-২০২৩ বছর মোট বাজেট ছিল ৮ কোটি ৬৮ লক্ষ ৬৯ হাজার টাকা।
উক্ত বাজেটে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ড্রেন, যোগাযোগ, রাস্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

বাজেট আলোচনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারন জনগন উপস্থিত থেকে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য ফিরোজ কাজল,শাহ আলম,নিজামুদ্দিন নিজাম,মিন্টু আহমেদ, ইয়াকুব আলী পলাশ,নাজমুল সহ মহিলা মেম্বারগণ ।