সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের শুরু হলো তিন দিনব্যাপী, এক মিনিটের ঈদের বাজার।
বিপ্লব,সাভারঃকরোনা মহামারীতে কর্মহীন অসহায় ও দুস্থ মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাভারে ব্যতিক্রমী ১ মিনিটের ঈদ বাজার চালু করা হয়েছে ।
মঙ্গলবার সাকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবে বাসভবনের সামনে ৩ দিন ব্যাপী বিনা মুল্যে এ ঈদ বাজারের আয়োজন করা হয়েছে ।
প্রতিবছরের ন্যায় এ বছরও ১ মিনিটে ঈদ বাজারের উদ্বোবধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর আয়োজনে এ ঈদ বাজার আজ থেকে চলবে আগমী তিন দিন ।
এক মিনিটের ঈদ বাজার নামে অস্থায়ী বিভিন্ন স্টল থেকে শিশুকিশোর সহ নানা বয়সী মানুষরা বিনামূল্যে সংগ্রহ করছেন ঈদের নতুন জামা কাপড়। বৃদ্ধরাও শার্ট, শাড়ি লুঙ্গি,জুতা সহ পাচ্ছেন খাদ্য সামগ্রী এখানে।
এসময় ইউপি চেয়ারম্যান জানান, করোনা ভাইরাসের কারণে মানুষের হাতে অর্থ নেই। তাদের খাবার দেবার পাশাপাশি মুখে হাসি তুলে দেওয়ার জন্য বিনামূল্যে এই আয়োজন।
বিনামূলে ঈদের জামা কাপড় পেয়ে খুশী সমাজের নানা বয়সী অসহায়রা।
আজ প্রথম দিন ৭০০ শত পরিবার মাঝে নতুন জামা কাপড় সহ ঈদের জন্য সকল বাজার দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ,আওয়ামী লীগ, যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ, হকার্স লীগ সহ, স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ।