সাভারে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মাস্ক না পরার দায়ে তিন জনকে জরিমানা(ভিডিও)

Loading

বিপ্লব,সাভার ঃ সাভারে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে মাস্ক না পরার দায়ে তিন জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে সাভারের হেমায়েতপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত করে সাভার আমিন বাজার সার্কেলের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্টেট হ্যাপী দাস।

এসময় মাস্ক না পরায় তিন জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাচশত টাকা করে জরিমানা করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্টেট হ্যাপী দাস বলেন, করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় সরকার প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার নির্দেশনা দিয়েছে। কিন্তু তিনজন কাচামাল ব্যাবসায়ী সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক পরিধান করা ছাড়াই বেচা বিক্রি করছিল।

তাই তাদের প্রত্যেককে দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।