সাভারে বনগাঁ ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Loading

বিপ্লব, সাভারঃ সাভারে বনগাঁ ইউনিয়নে হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

৩মে সোমবার বিকালে সাভারের বনগাঁ ইউনিয়নের সাদাপুর, কাজীপাড়া এলাকায়, গরীব অসহায় ও দুস্থ, প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় খাদ্য সামগ্রী বিতরণ করেন হারুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বনগাঁ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম আমান।

এসময় তিনি বলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এর অনুপ্রেরনায় হারুন ফাউন্ডেশনের উদ্যোগে করোনার শুরু থেকেই বনগাঁও ইউনিয়নে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন সহ নানা কর্মসূচি পালন করে আসছি , এই বনগাঁ ইউনিয়নে গরীব অসহায়দের মাঝে এমন খাদ্য বিতরণ কর্মসূচি সহ সকল কার্যক্রম অব্যাহত থাকবে ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন সাভার থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ-আল-রাজি, বনগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বর সমসের আলী, ১ ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহেনা খাতুন সহ উক্ত ইউনিয়নে গন্যমান্য ব্যক্তিবর্গ।