প্রচ্ছদ ছবি সাভারে বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিনের জন্ম দিন পালন।

সাভারে বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিনের জন্ম দিন পালন।

বিপ্লব সাভার ঃ যায়যায়দিনের  ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে সাভারে বর্ণাঢ্য আয়োজনে  কেক কাটা,আলোচনাসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সাভার উপজেলার পৌরসভা কার্য্যলয় এ অনুষ্ঠান হয়। বহুল প্রচারিত যায়যায়দিন পত্রিকা ১৪ পেরিয়ে ১৫ তে পা রাখল। পত্রিকার আনন্দগণ এ অনুষ্ঠানে প্রথমে কেক কেটে পরে আলোচনাসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি সাভার পৌরসভা চওÍর থেকে শুরু হয়ে আরিচা-মহাসড়ক ঘুরে ফের একই স্থানে এসে শেষ হয়।
যায়যায়দিনের সাভার প্রতিনিধি আরজু মীরের সভাপতিত্বে এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণি, ঢাকা জেলা উওর ডিবির ওসি শেখ আবুল বাশার, সাভার উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মিঠুন সরকার, এশিয়ান টিভির আহসান উল্লাহ, মোহনা টিভির জিয়া উদ্দিন, বাংলা ভিশন টিভির নজমুস শাহিন,প্যানেল মেয়র সেলিম মিয়া, সিএনএন বাংলা টিভির মবিনূর রহমান রবিন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।