প্রচ্ছদঅর্থনীতিসাভারে বিএসটিআই এর অভিযানে ৩টি প্রতিষ্ঠান কে নগদ দুই লাখ ৭৫ হাজার...
সাভারে বিএসটিআই এর অভিযানে ৩টি প্রতিষ্ঠান কে নগদ দুই লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ( ভিডিও)
বিপ্লব,সাভার ঃ সাভারে বিএসটিআই এর অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট দুই লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
এদের মধ্যে কাটগড়া বাজারে ডুকাটি রোড নিউ প্রেমা চানাচুর এর বিএসটি আই না থাকায় ৭৫ হাজার টাকা ,সাভারের নামাবাজারে কালী সাহা মিষ্টান্ন ভান্ডার এর মালিক প্রলয় সাহা কে এক লক্ষ ২৫ হাজার টাকা ও লোকনাথ সুইটমিট এর মালিক হারাধন ঘোষকে নগদ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বি,এস,টি,আই এর ফিল্ড অফিসার সেকেন্দার মোহাম্মদ ও মেজর আদনান এর উপস্থিতিতে এ জরিমানা করা হয় , এ সময় মেজর আদনান বলেন আমাদের এই অভিযান চলমান থাকবে ।