সাভার উপজেলার দুই’শ ৮৯ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

Loading

সাভার উপজেলার দুই’শ ৮৯ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। শনিবার সকাল থেকে সাভারের ঐহিত্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় বলে জানিয়েছে সাভার উপজেলা সহকারী রিটার্ণিং কর্মকর্তা শেখ রাসেল হাসান।
তিনি জানান সাভার উপজেলার ঢাকা ১৯ আসনে ৭ লক্ষ ৪৭ হাজার ৩ শো’ পাঁচ জন ভোটার আগামীকাল তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন এনিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে নির্বাচন উপলক্ষে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহনী নিরাপত্তা চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালাচ্ছে।
এছাড়া আগামীকাল বহুল প্রত্যাশীত একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় সাভারে ভোটারদের মাঝে উৎসব মুখর আমেজ বিরাজ করছে।