সাভার ও ঢাকার ধামরাই থেকে পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Loading

বিপ্লব,সাভার ঃ পুলিশ জানায় সকালে সাভারের বিসিক শিল্প নগরী ট্যানারির পাশে হরিণধরা এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ের একটি ডোবা থেকে অজ্ঞাত (২২) এক যুবকের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

গত দুই মাস আগে ওই যুবককে দুর্বৃওরা হত্যা করে লাশ ওই ডোবায় ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ। অন্যদিকে সাভারের উত্তর রাজাশন এলাকায় একটি বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এছাড়া ঢাকার ধামরাইয়ের বাথুলী এলাকার একটি বাড়ি থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে ময়না তদন্তের পরে জানাযাবে তাদের কিভাবে মৃত্যু হয়েছে। এঘটনায় সংশ্রিষ্ট থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।