সারা দেশে আজ থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ।

Loading

সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

প্রায় আড়াই কোটি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

৬ মাস বয়সী শিশু থেকে শুরু করে ৫৯ মাস বয়সী শিশুদেরকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।
এই কারণে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী, ভিটামিন ‘এ’ এর অভাব পূরণে বছরে দুই বার সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্নস্থানে মোট ১ লাখ ২০ হাজার কেন্দ্র থেকে এই সেবা দেয়া হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুরা খাবে নীল ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা খাবে লাল রঙের ক্যাপসুল। যে ক্যাপসুল খাওয়ানো হবে তা সম্পূর্ণ নিরাপদ বলে জানানো হয় । এর আগে ১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের কথা থাকলেও মান নিয়ে শঙ্কা থাকায় তা স্থগিত করা হয় ।