সিংগাইরে আজ থেকে জলাতঙ্ক রোধে কুকুরকে টিকা দেওয়া কর্মসূচি শুরু
এফ এম ফজলু সিংগাইর প্রতিনিধিঃ সিংগাইর ১১ টি ইউনিয়ন ও পৌরসভায় আজ থেকে কুকুর ধরে ভ্যাকসিন ( টিকা) দেওয়া কর্মসূচি পালন চলছে, প্রতি ইউনিয়নে এলাকা ভাগ করে ৫ দিন টিকা দেওয়া হবে।
জয়মন্টপ ইউনিয়ন এর সুপারভাইজার এ কে এম ওবাইদুর রহমান জানায় আমরা সিংগাইর উপজেলায় ৫৬ জন দক্ষ ডগ- ক্যাচার দিয়ে কাজ শুরু করবো।
এ কর্মসূচি মানিকগঞ্জ সদর দৌলতপুর ও সিংগাইরে ভ্যাকসিন দিবো।
আমরা সরকারি ভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচী, রোগ নিয়ন্ত্রণ শাখা, সিডিসি,স্বাস্থ্য অধিদপ্তর হতে এসেছি। প্রতিটি প্রাণীরই গতিসীমা আছে।
এলাকায় কোন কোন স্থানে কুকুর বেশি জমায়েত ও চলাফেরা করে তার একটি তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন হতে ৫ দিনের তালিকা তৈরি করে টিকা দেওয়া চলছে।
জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচী পালনে স্বাস্থ্য অধিদপ্তর এক সময় কুকুরকে টিকা দিয়ে মেরে ফেলানো হতো, মৃত্যু কুকুর গুলো নির্দিষ্ট স্থানে মাটির নিচে পুঁতে রেখে গণ কবরের মতো দেওয়া হতো।