প্রচ্ছদ অপরাধ সিংগাইরে ৫ কেজি গাঁজা সহ লিটন মোল্লা আটক-১

সিংগাইরে ৫ কেজি গাঁজা সহ লিটন মোল্লা আটক-১

Loading

আবুল কালাম আজাদ (বিপ্লব): মানিকগঞ্জের সিংগাইরে ৫ কেজি গাঁজা সহ মোঃ লিটন মোল্লা নামের এক মাদক কারবারিকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ।

বুধবার (২১ মে ) রাত আনুমানিক ১১:১৫ মিনিটের দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় এলাকা- তার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ লিটন মোল্লা সিংগাইর উপজেলার জয়মন্ডপ ইউনিয়নের ঢোনখালপাড় গ্রামের
ঝুমুর উদ্দিন মোল্লার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, মাদক কারবারি সন্দেহ মোঃ লিটন মোল্লা র্দীঘদিন যাবৎ নজর দারিতে রেখে ছিল পুলিশ ।

এর মধ্যে বুধবার দিবাগত রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারে মোঃ লিটন মোল্লা একটি গাঁজার চালান নিজ বসতবাড়িতে রেখে দিয়েছে।

তাৎক্ষনিক মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোছাঃ ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম এর সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগীতায়, ‘সিংগাইর থানার এসআই(নিঃ) পার্থ শেখর ঘোষ, অফিসার সহ ,সঙ্গীয় ফোর্স নিয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ লিটন মোল্লাকে ৫ কেজি গাজা সহ আটক করতে সক্ষম হন। যার আনুমানিক বাজার মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।

এ ব‍্যাপারে সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী
মোঃ লিটন মোল্লার বিরুদ্ধে থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(খ) মামলা দিয়ে তাকে আদালতে সোপোর্দ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।