সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন চেয়ারম্যানের গণ সংবর্ধনা অনুষ্ঠিত

Loading

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদের পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জি.শাহাদাৎ হোসেনের গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২০ নভেম্বর) রাতে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়নবাসী এ সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে জয়মন্টপ ইউপির চেয়ারম্যান ও সকল সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

মমতাজ বেগম তার বক্তব্যে বলেন, ইউপি নির্বাচনে বিএনপি অংশ নিলে নির্বাচন এতো কঠিন হতো না। আওয়ামী লীগের একটা গ্রূপ নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বিজয়ী হয়েছেন। এটি আমার নিজের ইউনিয়ন হওয়ায় এখানে বেশি ষড়যন্ত্র হয়েছে। কারণ এই ইউনিয়নে নৌকাকে হারানো মানে আমাকে হারানো। যারা নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাদের আগামী সম্মেলনে উচিৎ জবাব দেওয়া হবে। নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সকলের কাছে চিহ্নিত হয়েছেন।

গণ সংবর্ধনা কমিটির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কুদ্দুসুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার প্রমুখ।

এসময় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি(ইউপি চেয়ারম্যান) রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সায়েদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, আব্দুল হালিম রাজু, জাহিদুল ইসলাম ভূইয়া, জেলা পরিষদের সদস্য কোহিনূর ইসলাম সানি, আব্দুল আলিম, নবনির্বাচিত চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, দেওয়ান রিপনসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন ব্যান্ডের সুমিসহ দেশ বরণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।