সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের বাস্তা বাস স্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা (ভিডিও)

Loading

নিজস্ব প্রতিবেদক : সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের বাস্তা বাস স্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা ।

তুচ্ছ ঘটনার জের ধরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ডে নাসির উদ্দিন নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

গতকাল ৯জুন আনুমানিক দিবাগত রাত সোয়া ৮টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল রাতেই সিংগাইর থানার পুলিশ ২জনকে আটক করতে সক্ষম হন ।

বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যা । নিহত নাসির উদ্দিন বাস্তা গ্রামের মো. ইসহাকের ছেলে তিনি এক মেয়ে সন্তানের বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার ঘটনার আগের দিন মঙ্গলবার (৮ জুন) বিকালে তুচ্ছ ঘটনার জের ধরে একই গ্রামের হাজি সফর ও নাসির উদ্দিনের পরিবারের মধ্যে কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে হাজি সফরের ছেলে লাবু চাইনিজ কুড়াল দিয়ে নাসিরকে কুপিয়ে আহত করে মানিকগঞ্জ সিংগাইর আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশের খাদে ফেলে দেয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নাসিরের পরিবারের লোকজনের পাল্টা মারধরে ঘটনার মূল হোতা মামলার ১ নং আসামী লাবু আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে পুলিশ সূত্রে জানা যায় ।

পুলিশের এএসপি (সিংগাইর সার্কেল) রেজাউল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।