সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও সংবর্ধনা প্রদান ।

Loading

বামনডাঙ্গা আইটি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদপত্র প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ওঞ সেন্টারে বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ একাডেমী বামনডাঙ্গা আইটি সেন্টারের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের কে সনদপত্র প্রদান করেন ঘাঘট চাইল্ড কেয়ার প্রী ক্যাডেট স্কুলের পরিচালক, মাসুদ রানা ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বামনডাঙ্গা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, আবুল হোসেন।

উক্ত সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের সত্ত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম,বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সভাপতি শরিফুল ইসলাম লিটন,বিশিষ্ট সাংবাদিক শেখ মামুন-উর রশিদ, ঘাঘট চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মাসুদুর রহমান মাসুদ, বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৌমেন্দ্র নাথ চক্রবর্তী মিঠু, টেকনিক্যাল ডাইরেক্টর বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের মোঃজাহিদ হাসান (বিএসসি), দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজ এর সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি বাপ্পি রাম রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সনদ প্রাপ্ত ছাএ/ছাএীদের মাঝে বক্তব্য রাখেন আয়েশা সিদ্দিকা।

অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্য রাখেন বামনডাঙ্গা আইটি সেন্টারের পরিচালক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম বাদল।
পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন।