সুস্থ ভোট হলে মহাজোটই ক্ষমতায় আসবে: ফিরোজ রশীদ

ঢাকা-৬ আসনে মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হলে মহাজোট আবারও ক্ষমতায় আসবে। কারণ মহাজোট সরকার দেশে যে উন্নয়ন করেছে, তার জন্য মানুষ আবার ভোট দেবে।

ফিরোজ রশীদ বলেন, মনে রাখতে হবে মহাজোটের পরাজয় মানে দেশের উন্নয়ন ও অগ্রগতির পরাজয়। দেশবিরোধী শক্তি চায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হোক। তাই মহাজোট ও নির্বাচন নিয়ে নানান ধরনের কুৎসা রটাচ্ছে। এসব প্রতিহত করেই সারাদেশে মহজোটের প্রার্থীদের বিজয়ের জন্য কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মহানগর অ‍াওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল ইসলাম স্বপন প্রমুখ।