১৭ ঘন্টা পরেও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবরি দল। ভিডিও সহ।

বিপ্লব সাভার : সাভারের আমিনবাজার সালেহপুর ব্রীজে তুরাগ নদীতে প্রাইভেট কার পড়ে যাওয়ার ১৭ ঘন্টা পরেও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবরি দল। প্রাইভেট কার উদ্ধারে তুরাগ নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও নৌ পুলিশ।

ফায়ার সার্ভিস জানায় গতকাল রাত আট টার দিকে সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হলুদ রঙের একটি প্রাইভেট কার ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রীজে পৌছেলে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। এঘটনায় প্রাইভেট কার উদ্ধারে রাত থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও নৌ পুলিশ নদীতে তল্লাশী চালাচ্ছে।
নদীতে অনেক স্রত থাকায় উদ্ধার কাজ ব্যহৃত হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাইভেট কারটি এখনো উদ্ধার করা যায়নি। এদিকে প্রাইভেট কারে কত জন যাত্রী ছিলো তা জানাতে পারেনি পুলিশ।
এবিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিএডি আনোয়ারুল হক জানান প্রাইভেট কার উদ্ধারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে ঘটনাস্থলে র‌্যাব ও পুলিশ সদস্যরা রয়েছে।