২য় বারের মত কুমিল্লার ৫৬ করোনা জয়ী পুলিশ সদস্য স্বেচ্ছায় ডোনেট প্লাজমা দান

Loading

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ “এগিয়ে আসছে করোনা জয়ী ,পুলিশ প্লাজমায়, বাঁচুক অন্যের জীবন ,জাগ্রত মানবতায় ,দৃঢ় হোক পুলিশ-জনতা বন্ধন।”ওই শ্লোগানকে সামনে রেখে ,

শনিবার সকালে জেলা পুলিশ লাইনে সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম বিপিএম(বার)পিপিএম’র ডাকে সাড়া দিয়ে জেলার ১৭ টি উপজেলার করোনা আক্রান্ত ৫৬ জন পুলিশ সদস্য যারা করোনা যোদ্ধে জয়লাভ করেছেন এবং পূর্ন সুস্থ আছেন তারা নিজ স্বেচ্ছায় মানবতার পাশে ২ য় বারের মত কুমিল্লা জেলা পুলিশ সদস্যদের মধ্যে থেকে প্লাজমায় ডোনেট দানে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ- ব্লাড ব্যাংকে।

জেলা পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম, ২৫- ০৭-২০ইং তারিখ দুপুরে মোঠোফোনে জানতে তিনি বলেন মাবতার সেবায় আজ জেলার ৫৬ জন করোনা জয়ী পুলিশ সদস্য নিজ স্বেচ্ছায় প্লাজমায় ডোনেট দানে বাংলাদেশ পুলিশ-ব্লাড ব্যাংকে যাচ্ছেন।

গত -০৯- ০৭-২০ইং তারিখে প্রথম বারের মত ২৭ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট দান করেছিলেন কুমিল্লা থেকে, প্লাজমা ডোনেট দান করার পর পূর্বের ২৭ জন সদস্য কেমন আছেন ? জানতে চাইলে তিনি বলেন- সবাই সুস্থ ও ভালো আছেন।

বৈশ্বিক মহামারী করোনায় যেমনটা ক্ষতি করছে তেমনি মানবতার সেবায় মানবধরদী ‘মানুষ’ মানুষের পাশে দাড়িয়েছে। মানবতার ভালোবাসার জয়ে জয়ী হউক করোনা আক্রান্ত মানুষ।

ওই মহৎ উদ্যোগকে হৃদয় ভরে গ্রহন করে জেলার সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম ২য় বারের মত ৫৬ জন প্লাজমা ডোনেট দানকারী পুলিশ সদস্য কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

ওই সময় ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।