মাগুরায় ১৫ শ’ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন
আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা জেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও নিম্ন আয়ের ১৫’শ পরিবারের মধ্যে ৭ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেব সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন মাগুরা জোন শাখা ।
বুধবার দুপুরে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে এ আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় জাগরণী চক্র ফাউন্ডেশনের মাগুরা জোনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ওবাইদুল্লাহ, পারনান্দুয়ালী শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও মাগুরা সদর শাখা ব্যবস্থাপক পংকজ শীল প্রমুখ ।
জাগরনী চক্র ফাউন্ডেশনের মাগুরা জোনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে জেলায় কর্মহীন মানুষের সহযোগিতায় কাজ করছে জাগরণী চক্র ফাউন্ডেশন।
বুধবার একযোগে মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরে ১৫’শ কর্মহীন মানুষের মাঝে ৭ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হলো। করোনায় দুস্থ মানুষের পাশে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।