মাগুরার শ্রীপুরে বীরমুক্তিযোদ্ধা বিশ্বাস আব্দুল কুদ্দুস বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস আব্দুল কুদ্দুস (৯০) বার্ধক্য জনিত কারণে গতকাল রবিবার দুপুর ১২টা সময় মদনপুরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ………………. রাজিউন)। শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি গোয়ালপাড়াতে বিকাল ৫ ঘটিকার সময় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র,৩ কন্যা,নাতী-নাতনী,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।