সৈয়দ রুবেল ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে স্কুলছাত্রীকে উত্যক্তকরায় এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।০৪/০২/২০২০ইং তারিখ মঙ্গলবার বিকেলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার এ দন্ড দিয়েছেন।
দন্ডিত যুবক মাসুম হাওলাদার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন এর সইলা বুনিয়া গ্রামের আবুল হোসেন হাওলাদারের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছিলো ওই যুবক।
গত রোববার বিকেলে ঘরে কেউ না থাকার সুযোগে ছাত্রীটির বাড়িতে গিয়েও উত্যক্ত করে মাসুম।
এ সময় মেয়েটির ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটে মাসুম পালিয়ে যেতে সক্ষম হয় ।
মঙ্গলবার এলাকাবাসী মাসুমকে ধরে প্রথমে থানায় সোপর্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করলে যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় দন্ড দেয়া হয়।