মাগুরার শ্রীপুরে হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন এর নবগঠিত কমিটির পরিচিতি সভা
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : গতকাল শনিবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা হিউমান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন এর নবগঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে এক আলোচনা সভা প্রতিষ্ঠানের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মির্জা মিজানুর রহমান নওরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা হিউমান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন এর সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমানসহ শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।পরিচিতি সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা জেলা হিউমান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন এর সাধারন সম্পাদক এইচ, এন কামরুল ইসলাম ও সিরাজুল ইসলাম টোকন । মির্জা মিজানুর রহমান নওরোজকে সভাপতি ও মোঃ সিরাজুল ইসলাম টোকনকে সাধারন সম্পাদক ও আবু মুসা খান পিকুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী ৫ বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।