সাভার উপজেলা স্বাস্থ্য কমপেক্সের এক ডাক্তার করোনা পজেটিভ হওয়ায় তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে(ভিডিও)

বিপ্লব,সাভার ঃ গতকাল রাত ১১টার দিকে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপেক্স থেকে কুুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

এর আগে রাত ১০ টার দিকে তার নমুনার পজেটিভ ফলাফল জানা যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল­াহ আল মাহফুজ জানান, গত কয়েক দিন ধরে ওই চিকিৎসকের মধ্যে করোনার উপসর্গ থাকায় আজ পরীক্ষার জন্য নমুনা ঢাকা পাঠানো হলে রাতে ঢাকা থেকে জানানো হয়, ওই চিকিৎসক করোনা পজেটিভ।

এরপরই তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। এই চিকিৎসক সারা দিন রোগীদের চিকিৎসা দিয়েছেন জানিয়ে আব্দুল­াহ আল মাহফুজ আরো জানান, ওই চিকিৎসক রাজধানীর শ্যামলীতে থাকতেন। সেখান থেকেই সাভার হাসপাতালে এসে দায়িত্ব পালন করতেন।
এদিকে, এই ঘটনার পর পরবর্তী সিদ্ধান্ত সিভিল সার্জন ও জেলা প্রশাসক নিবে বলে জানানো হয়েছে।

আন্যদিকে, করোনা ভাইরাস মহামারি রুপ নেওয়ায় রাজধানীর উপকষ্ঠ শিল্প এলাকা সাভার লকডাউন ঘোষনা করা হয়েছে। গতকাল থেকে এ উপজেলায় কেউ বাহির হতে এবং প্রবেশ করতে পারবে না। বিষয়টি নিশিচত করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমান জুমন লকডাউনে সাভারবাসীকে ঘরে থাকার আহবান জানিয়েছেন।