প্রচ্ছদ অর্থনীতি রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈলে, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ চলমান করোনা ভাইরাস রোধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে লকডাউনের ২য় দিন ১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে দোকান পাট খোলা রাখা ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে জরিমানা করা হয় ।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

এদিন পৌর শহরের ইসমাইল হোসেনকে ও মিজানুর রহমান নামে দুই দোকানদারকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সাথে মাস্ক ব্যবহার না করায় ফরিদ হোসেন নামে পথচারিকে কে ২০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গরীর ,অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝ বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ইউএনও স্টিভ কবির।

এ সময় ইউএনও অফিসের কর্মচারি, গ্রাম্য পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।