প্রচ্ছদঅর্থনীতিসাভারে বনগাঁ ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
সাভারে বনগাঁ ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
বিপ্লব, সাভারঃ সাভারে বনগাঁ ইউনিয়নে হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
৩মে সোমবার বিকালে সাভারের বনগাঁ ইউনিয়নের সাদাপুর, কাজীপাড়া এলাকায়, গরীব অসহায় ও দুস্থ, প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় খাদ্য সামগ্রী বিতরণ করেন হারুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বনগাঁ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম আমান।
এসময় তিনি বলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এর অনুপ্রেরনায় হারুন ফাউন্ডেশনের উদ্যোগে করোনার শুরু থেকেই বনগাঁও ইউনিয়নে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন সহ নানা কর্মসূচি পালন করে আসছি , এই বনগাঁ ইউনিয়নে গরীব অসহায়দের মাঝে এমন খাদ্য বিতরণ কর্মসূচি সহ সকল কার্যক্রম অব্যাহত থাকবে ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন সাভার থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ-আল-রাজি, বনগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বর সমসের আলী, ১ ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহেনা খাতুন সহ উক্ত ইউনিয়নে গন্যমান্য ব্যক্তিবর্গ।