মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাইতে ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি গঠিত।
নন্দ গোপাল সেনকে আহবায়ক ও রনজিত কুমার পাল (বাবু) কে সদস্য- সচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি গঠিত।
১৬ই আগষ্ট বিকাল- ৪ ঘটিকার সময় ঐতিহ্যবাহী ধামরাই কায়েতপাড়াস্হ যশোমাধব অঙ্গনে শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভা
ড: অজিত কুমার মজুমদার (সিনিয়র সহ- সভাপতি- অত্র মন্দির কমিটি) এর সভাপতিত্বে ও নন্দ গোপাল সেনের সঞ্চালনায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জাতির জনকের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্নার শান্তি কল্পে সভায় উপস্হিত সকল সদস্যগন প্রার্থনা সহ এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় আলোচ্যসূচী— অনুয়ায়ী যশোমাধব দেবের রথ উৎসব – ২০১৯ এর হিসাব দাখিল করেন মন্দির কমিটির কোষাধ্যক্ষ ও সহ- সভাপতি যথাক্রমে রতন পাল ও জগদীশ সরকার।
উপস্হাপিত হিসাবটি সভায় বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় উপস্হিত সকল সদস্যদের সর্বসম্মত সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
সভায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে সভায় বিষদ আলোচনান্তে শ্রী নন্দ গোপাল সেনকে আহবায়ক ও শ্রী রনজিত কুমার পাল( বাবু)কে সদস্য- সচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি সভায় উপস্হিত সকল সদস্যদের সর্বসম্মত সম্মতিক্রমে গঠিত হয়।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন— মন্দির কমিটির সহ- সভাপতি- মন্ডলী যথাক্রমে ড: অজিত কুমার মজুমদার, ডা: অজিত কুমার বসাক, দেবেশ রায় মৌলিক,জগদীশ সরকার,
যুগ্ন- সাঃ সম্পাদকবৃন্দ যথাক্রমে নন্দ গোপাল সেন, এডভোকেট বিমল চন্দ্র ঘোষ, সুজিৎ সরকার,দপ্তর সম্পাদক- রনজিত কুমার পাল (বাবু),নির্বাহী সদস্য সুব্রত পাল, নির্বাহী সদস্য আশীষ কুমার মজুমদার ও দীনেশ পাল,
সমাজ সেবা সম্পাদক- খগেশ রাজবংশী,নির্বাহী সদস্য চন্দন সরকার,প্রচার সম্পাদক- দীপক চন্দ্র পাল,নির্বাহী সদস্য স্বপন কুমার পাল (কালা)
এ’সময় আরো উপস্হিত ছিলেন কমিটির উপদেষ্টা যোগেশ চন্দ্র পাল ও দীলিপ সরকার (বাবুল),সাংগঠনিক সম্পাদক প্রাণ গোপাল পাল,সহ- সাংগঠনিক সম্পাদক- সমীর বরন সরকার,সহ- সমাজসেবা সম্পাদক- ভজন সূত্রধর,সহ- কোষাধ্যক্ষ দয়াল সরকার,
সহ- প্রচার সম্পাদক স্বর্ণ কমল ধর,
নির্বাহী সদস্য— ড: রঘুনাথ ভট্টাচার্য, প্রণব নারায়ণ রায় মৌলিক,অশোক কুমার পাল (ভম্বল),উত্তম বণিক,পরিতোষ পাল,দুলাল সরকার সহ এতদ্ অঞ্চলের বিভিন্ন মন্দির কমিটির কর্মকর্তাগন ও ভক্তবৃন্দ।