নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরের সাব-রেজিস্ট্রি অফিসে জমি ক্রেতা ও গ্রহীতা যেন ভোগান্তির শেষ নেই। দিনের বেলা অফিস না করে রাতে অফিস করেন সাব-রেজিস্ট্রার।
রবিবার (২৯ শে ডিসেম্বর) রাত ৯ টার দিকে সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা যায়, পুরোদমে চলছে জমি রেজিস্ট্রির কার্যক্রম। রয়েছে দালাল চক্রের ছড়াছড়ি। এসময় সংবাদকর্মীরা সাব-রেজিস্ট্রি অফিসের ফুটেজ নিতে গেলে সংবাদকর্মীদের উপর চটে যান সিংগাইর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নুরুল ইসলাম। এ সময় তিনি সংবাদকর্মীদের মোবাইল ফোন কেড়ে নেন।
জানা যায়, দলিল লেখক নুরুল ইসলাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে সাব-রেজিস্ট্রি অফিস নিজের নিয়ন্ত্রণে রেখেছেন।
স্থানীয়রা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই কয়েকজনকে সঙ্গে নিয়ে সিন্ডিকেট তৈরি করে সাব-রেজিস্ট্রি অফিসে রাজত্ব গড়ে তুলেছেন দলিল লেখক নুরুল ইসলাম।
ভুক্তভোগীরা জানিয়েছেন, কেউ সকাল ৯টা আবার কেউবা সকাল ১০ টায় আসলেও সেবা পাচ্ছেন না তারা। ফলে রাতের বেলা জমি রেজিস্ট্রির কাজ করতে বাধ্য হচ্ছেন তারা।
গাবতলী থেকে আসা জহুরা খাতুন তার বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে বলেন, এত রাত পর্যন্ত এভাবে বসিয়ে রেখে রেজিস্ট্রি করাটা হয়রানি ছাড়া আর কিছুই নয়।
ঢাকার মিরপুর থেকে আসা ওমর ফারুক নামের একজন ভুক্তভোগী জানান, এত রাত পর্যন্ত বসিয়ে রেখে রেজিস্ট্রি করা যুক্তিসঙ্গত নয়। বর্তমানে তারা হয়রানি শিকার হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
সিংগাইর উপজেলা সাব-রেজিষ্ট্রার মামুনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, আলোচনাসভা, বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা, আহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারদের সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
পরে অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৮ টায় পতাকা উত্তোলন, বিজয় মেলা উদ্বোধন, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা এবং পুরুস্কার বিতরণ করা হয়েছে। এছাড়াও বীরমুক্তিযোদ্ধার হাতে সন্মাণনা ক্রেষ্ট তুলে দেয়া হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান শিশিরের সঞ্চালনায় উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জি. মো. ইউনুস, উপজেলা প্রানী সম্পদ অফিসার মো.সাজেদুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খাঁন বিবেক প্রমুখ।
এসময় রাজনীতি দলে আরও অঙ্গ সংগঠন ও সিংগাইর থানা গনঅধিকার পরিষদের সভাপতি আল আমীন হাসান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে মহান বিজয় দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ও দলের অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে বিজয় দিবস উপলক্ষে এক বিশাল র্যালি করে থাকেন।
এসময় উপজেলা প্রশাসনের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত।
হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে লেহেম্বা চাপোড় পার্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে প্রশ্নত্তোর পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজার নেজামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও রকিবুল হাসান, ঠাকুরগাঁও জেলা ডেপুটি জেনারেল ম্যানেজার আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারী রজব আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক মাহবুব আলম, বিভিন্ন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: উঠান বৈঠকে সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ,ঝামেলা মুক্ত বিদ্যুৎ বিল সরবরাহ, মিটার ভাড়া এবং কৃষকের ট্রান্সফরমার ফ্রী প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ভাই মো. ইকবাল হোসেন বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধুর নাম কুলসুম আক্তার (৩০) তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার মো. ইয়ার হোসেনের স্ত্রী।
মামলার বাদী ও নিহতের ভাই ইকবাল হোসেন বলেন, আজ সকালে আমার বোনের পালিত মুরগী তার শাশুড়ির রুটি বানানোর আটা খেয়ে ফেলে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বোনের শাশুড়ী, শশুড়, নানী শাশুড়ী, ভাশুরের মেয়ে মিলে আমার বোনকে প্রচন্ড মারধর করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে আমার বোনটাকে মেরে ফেলেছে। এসময় আমার বোনের জামাই তাদের বাধা দিলে তাকেও আসামীরা মারধর করে। আমি এই খুনিদের বিচার চাই।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এ ঘটনায় অভিযুক্ত নিহতের নানি শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
আবুল কালাম আজাদ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ভাঙ্গিয়ে অনেকেই দুর্নীতি আর অনিয়ম করলেও বর্তমানে দুর্নীতির শীর্ষে আছেন এফবিসিসিআই, ব্যবস্থাপনা পরিচালক, জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড জেসিএক্স বিজনেস টাওয়ারের ইকবাল হোসেন চৌধুরী।
সাবেক প্রধানমন্ত্রী পালিয়া যাওয়ার পরও তিনি বর্তমানে দেশে থেকেই তার দুর্নীতি অনিয়ম কর্মকান্ড ঠিকই চালিয়ে যাচ্ছেন তার বিশাল সন্ত্রাসী বাহিনী নিয়ে। এই দেশের মাটিতে আওয়ামী লীগকে আবারো প্রতিষ্ঠা করতে ব্যয় করছেন কোটি কোটি টাকা।
পেশায় তিনি একজন ব্রোকার হলেও জাল জালিয়াতির মাধ্যমে জমি ক্রয় বিক্রয় করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। এমনকি জমি বিক্রির পর বিকৃত সম্পত্তি মালিক কে না বুঝায়ি আবার নিজের দখলে নেয়ার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে।
তার কাছ থেকে জমি ক্রয় করেছেন যেসব মালিকেরা তাদের অভিযোগ, কোটি কোটি টাকার সম্পত্তি কিনেও তারা সেই সম্পত্তি বুঝে পাচ্ছেন না। এমনকি সম্পত্তিতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান বা ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করলে ব্যর্থ হয়েছেন তারা।
ইকবাল হোসেন চৌধুরী তাদেরকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে হত্যার হুমকিও দিয়েছেন তিনি। বর্তমানে ভুক্তভোগীরা ইকবাল হোসেন চৌধুরীর নামে ভয়ে মুখ খুলতে ও চাচ্ছেন না।
গেল ৮ জুলাই তারিখে, ১৯৬ জন সফর সঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শূন্য হাতে তিনি দেশে ফিরেছেন। চীনের কাছে ২০ বিলিয়ন ডলার চেয়েছিলেন। ১ বিলিয়ন ইয়ানের আশ্বাস পেয়েছেন। ২০ বিলিয়ন ডলার চেয়ে খালি ঝুড়ি নিয়ে ফ্রি ছিলেন তিনি, ‘এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের বিভিন্ন পত্রপত্রিকার তালিকা অনুযায়ী ইকবাল হোসেন চৌধুরী ১২৩ নাম্বার যাত্রী হিসেবে সফর সঙ্গী ছিলেন।
প্রশ্ন হলো একজন দালাল কিভাবে প্রধানমন্ত্রী সফর সঙ্গী হলেন? আর তিনি এখনো কিভাবে তার আধিপত্য বিস্তার করে আছেন? শুধু তাই নয় জানা যায় তিনি বসুন্ধরাতে যত ব্যবসা প্রতিষ্ঠান ও জমি বেচাকেনা করেছেন তার মূল হোতা এই ইকবাল হোসেন চৌধুরী । তার দাপটে ও সন্ত্রাসী বাহিনীর ভয়ে কোনো সংবাদ কর্মীর কাছে মুখ খুলতে রাজি নন ভুক্তভোগীরা ,’তবে এ বিষয়ে ইকবাল হোসেন চৌধুরীর এক সময়ের পার্টনার ব্যবসায়ী জানান, বসুন্ধরা এলাকায় কোন জমি ক্রয় করলে একটি ছাড়-বা অনুমোদন পত্রের প্রয়োজন হয়। যা ইকবাল হোসেন পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায়। এই ছাড়-বা অনুমোদন পত্র নিতে হলে গুনতে হয় কোটি কোটি টাকা তারপরও মিলছে নাই ছাড়পত্র। ভুক্তভোগীদের দাবি এখনই এই প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ক্ষতির সম্মুখীন হতে পারেন হাজারো বসুন্ধরাতে ক্রয় কৃত সম্পত্তির মালিকেরা।
আরেক আইটেল ডেভেলপমেন্ট কোম্পানির সিরাজুল ইসলাম বাবু জানান,প্রতারিত তিনি নিজেও ইকবাল হোসেনের কাছ থেকে জমি ক্রয় করেও পাননি ছার পত্র আর জমি। এখনো তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে দেখানো হচ্ছে ভয় ভিতি।
আরেকজন ভুক্তভোগী কামরুল ইসলাম জানান- আমি জমি ক্রয় করলেও এখনো তা বুঝে পাইনি।
এসব অভিযোগের বিষয়ে জানার জন্য ইকবাল হোসেন চৌধুরীকে তার ব্যক্তিগত নাম্বার- ০১৭৫৫০৬৬৬৬৬ বারবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
আবুল কালাম আজাদ (বিপ্লব): মানিকগঞ্জের সিংগাইর নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামরুল হাসান সোহাগ সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কন্ঠের স্থানীয় প্রতিনিধি মোবারক হোসেন, সদস্য সচিব আজকের পত্রিকার সুজন মোল্লা, সদস্য বাংলাদেশের খবর সাইফুল ইসলাম, বাংলা টিভির রেজাউল করিম, দৈনিক আমাদের সময়ের অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ (বিপ্লব), আনন্দমেলার মিজানুর রহমান, দৈনিক আমার সংবাদের হাবিবুর রহমান রাজিব, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক আলোকিত সকালের অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সায়েম, জেটিভির আ: গফুর, ঢাকা প্রতিদিনের জসিম উদ্দিন সরকার, আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা, দৈনিক ভোরের বাণীর মো. মামুন হোসাইন, তরুনকণ্ঠের মাহমুদুল হাসান, দৈনিক সকালের সময়ের মিলন মাহমুদ, মুভি বাংলা টিভির ছানোয়ার হোসেন ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় সদ্য যোগদানকারী ইউএনও উপজেলাবাসির সেবা করার অঙ্গিকার ব্যক্ত করার পাশাপাশি তিনি সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন।
ঢাকার সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নের হলমার্ক এলাকায় ফরচুন ফুড এন্ড ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে হ্যালো বেবি উৎপাদন করা ৯ ধরনের ভেজাল শিশুখাদ্য পাওয়া গেছে। এমন অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখটাকা জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার(৫ অক্টোবর) দুপুরে অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
তার সঙ্গে ছিলেন সাভার মডেল থানা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ফরচুন ফুড এন্ড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটি লাইসেন্সবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে ৯ ধরনের পণ্য উৎপাদন ও বিপণন করে আসছিল। পণ্যগুলোর মধ্যে রয়েছে, ম্যাংগো ড্রিংকস, লিচি ড্রিংক, অরেঞ্জ ড্রিংকস। ভায়োলেট কালার ফুড, গ্রিন ফুড কালার, লেমন ইয়েলো ফুড , ইত্যাদি উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করে আসছে।
এ ছাড়া, পণ্যের বোতলে লেবেলে উৎপাদন, মেয়াদ, প্রতিষ্ঠানের নাম ঠিকানা যথাযথভাবে না দেয়া, জেনে বুঝে শিশু খাদ্যে ভেজাল দেয়া, অনুমোদনহীন রং শিশু খাদ্যে মিশ্রণ করা, পণ্যের নকল উৎপাদন করা অপরাধে ২লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফরচুন ফুড এন্ড ইন্ডাস্ট্রিজ সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
ঢাকার সাভারে স্কুল শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত শিক্ষার্থীকে ধর্ষণ মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী ও ভুক্তভোগী ওই শিক্ষার্থী মা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় মামলার বাদী ও ভুক্তভোগী মা সাংবাদিকদের বলেন, আমার ৬ বছর বয়সী ছোট মেয়ে সাভারের রাজাশন এলাকার বর্ণমালা আদর্শ স্কুলে নার্সারিতে পড়ে। গত ৮ জুলাই সকালে আমার মেয়ে স্কুলে যায় পরে ছুটির পর আমি স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে তাকে খুজে না পেলে তার সহপাঠীদের জিজ্ঞেস করে জানতে পারি অভিযুক্ত ইব্রাহিম স্যার আমার মেয়েকে একটি রুমে নিয়ে গেছে। পরে আমার মেয়ের সহপাঠীদের নিয়ে তাকে খুজতে থাকি একপর্যায়ে স্কুলের বাইরের একটি হোটেলে গিয়ে দেখতে পাই অভিযুক্ত ইব্রাহিম নাস্তা করতেছে আর আমার মেয়ে তার পাশে দাড়িয়ে কান্না করছে পরে আমি ইব্রাহিম স্যারকে এ ব্যপারে জিজ্ঞেস করলে সে আমাকে নানান উল্টাপাল্টা কথা শুনায়। পরে আমি আমার মেয়েকে নিয়ে বাসায় ফিরে দেখতে পাই আমার মেয়ের গাল,গলা ও বুকে কামড়ের দাগ পরে আমি আমার মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ইব্রাহিম স্যার তাকে একটি রুমে আটকে রেখে জোরপূর্বক মুখে স্কচটেপ লাগিয়ে ধর্ষণ করেছে এবং ধর্ষণ শেষে বাথরুমে নিয়ে তার শরীর ধুঁয়ে দিয়েছে। পরে আমি আমার মেয়েকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেফার্ড করে। সেখানে চিকিৎসকরা ধর্ষণের আলামত প্রমাণ পেলে ১১ জুলাই আমি সাভার মডেল থানায় অভিযুক্ত ইব্রাহিমের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করি। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
কিন্তু এরপর থেকে আসামীর স্বজন এবং বর্ণমালা স্কুলের প্রধান শিক্ষক আমাকে এবং আমার স্বামীকে মামলা তুলে নিতে নানান ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। এ বিষয়ে আমি গত ৫ অক্টোবর সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। জিডি নং-৩৭০.
করেসপন্ডেন্ট,সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে হাইয়েচ মাইক্রোবাসে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামের চালক মারা গেছেন। এঘটনায় আহতের খবর পাওয়া যায় নি।
শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে এঘটনা ঘটে। এসময় পিছনে থাকা অপর একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।
ফারুক হোসেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার বাসিন্দা। তিনি রেন্ট এ কারে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক হোসেন নিজে গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস ভরানোর জন্য এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে আসেন। পরে স্টেশন থেকে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেয় স্টেশনের কর্মী। ফারুক হোসেন গাড়ির পিছনেই দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চালক ফারুক হোসেন মারা যান।
নিহত ফারুক হোসেনের মেয়ের জামাই শাহনেওয়াজ মাহমুদ বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আমার শ্বশুর মারা গেছেন। আমরা এখন মানুষিকভাবে বিপর্যস্ত, আপনাদের পরে বিস্তারিত জানাতে পারবো।
ধামরাই থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) -এ আগামী ১ নভেম্বর, ২০২৪ নিটার ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ডিবেট প্রিমিয়ার লীগ (ডিপিএল)- ২৪ এর যাত্রা শুরু হতে যাচ্ছে।
ডিপিএল -এ নির্বাচিত টিম সর্বমোট ১৪টি এবং উক্ত টিমগুলোতে অংশগ্রহণকারী মোট ৫৬জন। ১৪টি টিমে ১জন করে মোট ১৪ জন ম্যানেজার হিসেবে রয়েছেন।
গত ১০ই জুলাই, ২০২৪ বিকেল ৪.৩০ মিনিটে ডিপিএল এর অকশন অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের ৪ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিলো। দীর্ঘ দেড় ঘন্টার অকশন অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয় এবং প্রতিযোগীদের আগ্রহ ছিলো প্রশংসনীয়। অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্য ছিলো ২১০ টাকা এবং সর্বোচ্চ ভিত্তিমূল্যের বিতার্কিক নির্বাচিত হন তানজিদ মাহমুদ (টিম ওয়ারিয়র্স)। এরপর ২০০ টাকার ভিত্তিমূল্যে বিতার্কিক ছিলেন সিফার হায়দার শিবিব (টিম চেকমেট), ১৮০ টাকার ভিত্তিমূল্যে বিতার্কিক ছিলেন অঙ্কিতা পোদ্দার (আইডিয়া ডমিনেটরস)।
ডিবেট প্রিমিয়ার লীগ (ডিপিএল) এ মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে নিটার সাংবাদিক সমিতি (নিসাস), ফটোগ্রাফি পার্টনার হিসেবে থাকছে নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি (এনএফপিএস) এবং শুভেচ্ছা অনুমোদনে থাকছে নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাব।
বহুল কাঙ্ক্ষিত এই প্রতিযোগিতায় সকলের কৌতূহল এবং আকর্ষণ প্রশংসনীয়। শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম হিসেবে বিতর্কে অংশ নিতে পেরে আনন্দিত এবং ডিবেট প্রিমিয়ার লীগ সফল ও উত্তেজনাপূর্ণভাবে সমাপ্ত হবে বলে তারা আশাবাদী।