27 C
Dhaka, BD
শনিবার, মে ১০, ২০২৫

ক্রমশ ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে স্বর্ণের দাম!

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে স্বর্ণের দাম যে কোনো সময় প্রতি আউন্স ৩ হাজার ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বিশ্লেষকরা ধারণা করছেন। এদিকে রুপা, কপার ও প্লাটিনামের দামেও লেগেছে দাম বাড়তির হাওয়া।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত মূল্যবান ধাতুটির প্রতি আস্থা রাখতে শুরু করেছেন। এতে শুক্রবার (২৮ মার্চ) স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪ দশমিক ৩১ ডলারে। যা দিনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৭৭ দশমিক ৪৪ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৪ দশমিক ৭০ ডলারে বেচাকেনা হচ্ছে।

ক্যাপিটাল ডটকমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, মার্কিন বাণিজ্য-রাজস্ব নীতি, ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা ও চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বাড়ছে স্বর্ণের দাম। খুব শিগগিরই এটি ৩ হাজার ১০০ ডলার প্রতি আউন্স ছাড়িয়ে যেতে পারে।
 
বিশ্ববাজারে স্বর্ণের ঊর্ধ্বমুখী দামের প্রভাব পড়ছে দেশের বাজারেও। ইতোমধ্যেই দেশে স্বর্ণের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চে। সবশেষ গত ২৫ মার্চ ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
 
স্বর্ণের দামের এই ঊর্ধ্বমুখীতায় বেচকেনা কমে গেছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। পুরান ঢাকার তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ী সুরঞ্জন বলেন, ‘ব্র্যান্ডের বড় বড় দোকানগুলোর বিক্রিও সাম্প্রতিক সময়ে অনেক কমে গেছে। আর মাঝারি ও ছোট ব্যবসায়ীদের অবস্থা তো আরও করুণ। ঊর্ধ্বমুখী এই দাম পুরো স্বর্ণ ব্যবসার জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।’
আরেক স্বর্ণ ব্যবসায়ী তপন পাল বলেন, ‘উচ্চমূল্যের কারণে এবার ঈদে স্বর্ণের বেচাকেনা নেমেছে প্রায় অর্ধেকে। খুব উচ্চবিত্ত যারা, তারা শখ পূরণের জন্য কেনাকাটা করছেন, তাও সামান্য। গত বছরের তুলনায় প্রায় ৪০-৫০ শতাংশ কমেছে বেচাকেনা।’
আর ক্রেতারা বলছেন, স্বর্ণের দাম ক্রমেই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। অনিমা পাল নামে এক ক্রেতা বলেন, স্বর্ণকে দুঃসময়ের সঙ্গী হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু যেভাবে দাম বাড়ছে, তাতে স্বর্ণ কেনাই দুরূহ হয়ে পড়ছে।
 
এদিকে, ট্রেডিং ইকোনমিকসের তথ্য, গত এক মাসে ৮ দশমিক দুই আট শতাংশ দাম বেড়েছে রুপার। বর্তমানে প্রতি ট্রয় আউন্স বিক্রি হচ্ছে ৩৪ দশমিক ৩৬ ডলারে।
 
প্লাটিনামের দামও বেড়েছে কিছুটা। এক মাসে ২ দশমিক ৪৩ শতাংশ দাম বেড়ে প্রতি ট্রয় আউন্স এই ধাতু বিক্রি হচ্ছে ৯৮৭ ডলারে। সবচেয়ে বেশি এক মাসে প্রায় ১০ শতাংশ দাম বেড়ে প্রতি পাউন্ড কপার বিক্রি হচ্ছে ৫ দশমিক ০৮ ডলারে।

ঈদের আগে মাংসের বাজারের পরিস্থিতি কী?

ঈদের বাকি আর হাতেগোনা কয়েকদিন। এরমধ্যেই বাড়তে শুরু করেছে সব ধরনের মুরগির দাম। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। আর বাজারের সঙ্গে মহল্লার দোকানে ডিমের দামে রয়েছে বিস্তর ফারাক।

শুক্রবার (২৮ মার্চ) কেরানীগঞ্জের আগানগর, জিনজিরা এবং রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

 

আর কয়দিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে বাড়ছে মাংসের চাহিদা। এই সুযোগে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ব্রয়লার, সোনালিসহ সব ধরনের মুরগির দাম।
বাজারে ২০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। কেজিতে ২০ টাকা বেড়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। আর ৪০ টাকা কেজিতে বেড়ে সোনালি মুরগি বর্তমানে বিক্রি হচ্ছে ৩০০-৩৩০ টাকায়।
ছাড়া দেশি মুরগি ৬৫০-৭০০ টাকা, সাদা লেয়ার ২৮০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়।
 
বিক্রেতারা বলছেন, ঈদকে কেন্দ্র করে বাড়ছে মুরগির দাম। রাজধানীর কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী দিদার বলেন, প্রতিবছরই ঈদের আগে দাম বাড়ে মুরগির। কারণ এ সময় ঈদের শপিং করতে গিয়ে মানুষ খাওয়া-দাওয়া করে বেশি। পাশাপাশি ঈদের জন্য মুরগি মজুতের প্রবণতাও থাকে। এতে চাহিদা বাড়ায় দামও বাড়ে।
 
কেরানীগঞ্জের আগানগর বাজারের মুরগি বিক্রেতা রিপন বলেন, ঈদ আসছে। এতে মুরগির চাহিদা বেড়েছে। মানুষ কিনছে বেশি। এতে সরবরাহের চেয়ে চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বাড়তি।
 
ক্রেতারা বলছেন, কোনো উৎসব এলেই পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। না হলে অহেতুক বাড়তি পয়সা গুনতে হয় ভোক্তাকে।
 
মুরগির দাম বাড়লেও বাজারে কিছুটা স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮৫০ টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ স্বাভাবিক রয়েছে। এতে বাজারে নতুন করে বাড়েনি গরু ও খাসির দাম। রাজধানীর কারওয়ান বাজারের মাংস ব্যবসায়ী খালেদ বলেন, কমে গেছে গরুর মাংসের বেচাকেনা। ঈদে মানুষ বাড়ি যাচ্ছেন। যারা আছেন তারাও মুরগির চেয়ে গরুর মাংস কম কিনছেন।
বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে ডিমও। প্রতি ডজন লাল ডিম ১১৫-১২০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ১৮০-২০০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
 
তবে মহল্লার দোকানগুলোতে বাজারের সঙ্গে ডিমের দামে রয়েছে বিস্তর ফারাক। কোথাও কোথাও প্রতি ডজন লাল ডিম ১৩০-১৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে দাম বৃদ্ধির কোনো সদুত্তর দিতে পারেননি দোকানিরা।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩।

তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইংয়ে। একই স্থানে পর পর দুবার ভূমিকম্প হয়। প্রথমবার ১২টা ২০ মিনিটে ৭.৭ মাত্রার রিখটার স্কেলে এবং দ্বিতীয়বার ১২টা ৩২ মিনিটে ৬.৪ মাত্রার রিখটার স্কেলে অনভূত হয়

 

অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান

চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে এশিয়ার দেশগুলোকে একটি অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক:

চীন সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা। ভাষণে তিনি বলেন,

আর্থিক সহযোগিতার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, এশিয়াকে অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে। আমাদের নির্ভরযোগ্য তহবিলের প্রয়োজন যা আমাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে। তার কথায়, ‘আমাদের এমন নির্ভরযোগ্য তহবিল প্রয়োজন যা আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করবে এবং আমাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে।’

বাণিজ্য সহযোগিতা সম্পর্কে তিনি বলেন, এশিয়া এখনও সবচেয়ে কম সংহত অঞ্চলগুলোর মধ্যে একটি। আমাদের অবিলম্বে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।

খাদ্য ও কৃষি সহযোগিতা সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, ‘এশিয়ার দেশগুলোকে সম্পদ-দক্ষ কৃষিকাজকে উৎসাহিত করতে হবে এবং খাদ্য নিরাপত্তার জন্য দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে।’
 
তিনি বলেন, ‘আমাদের আমদানি নির্ভরতা কমাতে হবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। প্রযুক্তিভিত্তিক টেকসই কৃষি সমাধান সম্প্রসারণ এবং পুনর্ব্যবহারযোগ্য এবং ‘জলবায়ু-স্মার্ট’ কৃষিকাজে উদ্ভাবন গুরুত্বপূর্ণ।’
 
প্রযুক্তি বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, এশিয়াকে একটি শক্তিশালী প্রযুক্তিগত ইকোসিস্টেম গড়ে তুলতে হবে, যা পুনরুদ্ধারমূলক, বিতরণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত।
 
তার কথায়, ‘আমাদের জ্ঞান ও তথ্য ভাগাভাগি করতে হবে এবং প্রযুক্তির বিকাশ ও উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে। ডিজিটাল সমাধানের ক্ষেত্রে সহযোগিতা অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবে।’
জলবায়ু পরিবর্তন রোধে করণীয় নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের অবশ্যই শূন্য-বর্জ্য জীবনধারার উপর ভিত্তি করে একটি প্রতি-সংস্কৃতি তৈরি করতে হবে। ভোগ কেবলমাত্র প্রয়োজনীয় চাহিদার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত।’ 
 
তিনি আরও বলেন, ‘আমাদের অর্থনীতির সামাজিক ব্যবসার ওপর দৃষ্টি নিবদ্ধ করা উচিত, যা ক্রমবর্ধমানভাবে ব্যবসার ভবিষ্যত নির্ধারণকারী হিসেবে বিবেচিত হচ্ছে; যেখানে উদ্ভাবন, উদ্দেশ্য এবং দায়িত্ব একত্রিত হয়।’

মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রেঞ্জ পুলিশ ‘র শ্রদ্ধা নিবেদন।

মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রেঞ্জ পুলিশ ‘র শ্রদ্ধা নিবেদন।

পটুয়াখালী জেলা প্রতিনিধি।

বুধবার ২৬ শে মার্চ ২০২৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭১ সালের এই দিনে এদেশের মুক্তিকামী আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। এদিন তৎকালীন ইস্ট পাকিস্তান পুলিশ তথা বাংলাদেশ পুলিশের বীর পুলিশ সদস্যগণ, পুলিশ লাইনস্-এ পাকিস্তান আর্মি’র ট্যাংক, কামানের বিপরীতে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে প্রথম বু়লেট ছুঁড়ে স্বাধীনতা যুদ্ধের দামামা বাজিয়ে ছিলেন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ কারণেই ‘২৬ শে মার্চ’ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে। তাই, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পুলিশ রেঞ্জ কার্যালয়, পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা মহান স্বাধীনতা দিবস-২০২৫ পালন করে।মহান স্বাধীনতা দিবস-২০২৫’ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে রেঞ্জ পুলিশের পক্ষ থেকে , অতিরিক্ত (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ পুলিশ, রেঞ্জ, পটুয়াখালী জেলা পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অতিরিক্ত পুলিশ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

নাগরপুর-দেলদুয়ার লাউহাটি বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জননেতা রবিউল আউয়াল লাভলু

নাগরপুর-দেলদুয়ার লাউহাটি বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জননেতা রবিউল আউয়াল লাভলু

টাংগাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮০ লাক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল-০৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, জননেতা জনাব রবিউল আউয়াল লাভলু।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন। স্থানীয় জনগণ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদানের জন্য আহ্বান জানান।
পরিদর্শনকালে তিনি বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য যথাসাধ্য চেষ্টা করব। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেব।”
এ সময় উপস্থিত ছিলেন, ফারুক আহমেদ খান যুগ্ম-সাধারণ সম্পাদক,নাগরপুর উপজেলা বিএনপি ও সাবেক জিএস নাগরপুর সরকারি কলেজ, জিএস ইকবাল কবীর, মোঃ রতন ভিপি,নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত আহ্বায়ক, নাগরপুর থানা যুবদল, ভিপি আরিফুল ইসলাম নবা, সভাপতি নাগপুর থানা শ্রমিক দল, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল, জি এস নুরুজ্জামান রানা, যুগ্ন-আহবায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল, শ্রমিক নেতা আলতাফ হোসেন মাস্টার মাহবুব সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা জননেতা রবিউল আউয়াল লাভলুর এই উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের আশা, তিনি ভবিষ্যতেও তাদের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং নাগরপুর-দেলদুয়ার এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, লাউহাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে গেছে। শুক্রবার, ২১ মার্চ ২০২৫ তারিখে সকাল ৯টার দিকে রফিকুল ইসলামের তেলের দোকানে তেল সরবরাহের সময় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে, ফলে খাবারের দোকান, মুদির দোকান ও কম্পিউটারের দোকানসহ মোট ২১টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা প্রচেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

নওগাঁয় চুরি হওয়া ১৩ টি গরু কালাই ইউনিয়ানের বিএনপির গোয়ালঘর থেকে উদ্ধার

নওগাঁয় চুরি হওয়া ১৩ টি গরু কালাই ইউনিয়ানের বিএনপির গোয়ালঘর থেকে উদ্ধার

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে আন্ত:জেলা গরু চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

তার দেওয়া স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের (৪০) গোয়ালঘর থেকে ১৩টি চুরি হওয়া গরু উদ্ধার করা হয়।

রোববার (২৩ মার্চ) দুপুর ২টায় সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার এসব বিষয় জানান।

গ্রেফতার ওই ব্যক্তির নাম ছোটন প্রামানিক (২৭)। তার বাড়ি আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এ ঘটনায় অভিযান পরিচালনা করে নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার গরু চোরচক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামানিককে আত্রাই থেকে গ্রেফতার করে পুলিশ।

তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের (৪০) বাড়ি থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করা হয়। এ ১৩টি গরুর মধ্যে পাঁচটি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে আব্দুল গফুর শাহ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতার ছোটন প্রামানিক পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তার নামে পূর্বে আত্রাই থানায় একটি চুরির মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়  বিএনপির ইফতার মাহফিল 

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়  বিএনপির ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়  বিএনপি চাঁপাইনবাবগঞ্জের পৌর ২ নং ওয়ার্ড আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ মার্চ) বিকেলে  জেলা পরিষদ চত্বরে I

আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ হাবিবুর রহমান শেলী,সভাপতি ২ নং ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি

প্রধান অতিথি ছিলেন গোলাম জাকারিয়া ,আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম টিপু ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা , আলহাজ্ব কৃষিবিদ মোঃ কামরুল আরোফিন বুলু মিয়া,সভাপতি চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি I
আরো অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশে জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

কিপাইত নগর মসজিদ-এ-গাউসুল আজম মাইজভান্ডারী প্রাঙ্গনে ইফতার মাহফিল সম্পন্ন

কিপাইত নগর মসজিদ-এ-গাউসুল আজম মাইজভান্ডারী প্রাঙ্গনে ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম থেকে :
বেলায়তের সম্রাট হযরত মওলা আলী (রাঃ)’র পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ৩নং ওয়ার্ড কিপাইত নগর শাখার ব্যবস্থাপনায় অত্র সংগঠনের সভাপতি মোঃ মাসুদুল করিম মাসুদ এর সভাপতিত্বে ও ধর্মীয় সম্পাদক মোঃ নুরুল আবছারের সঞ্চালনায় কিপাইত নগর মসজিদ-এ-গাউসুল আজম মাইজভান্ডারী প্রাঙ্গনে গতকাল ২৩ মার্চ ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন অত্র মসজিদের পেশ ইমাম মওলানা মোঃ নাজিম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আনোয়ার হোসাইন, মৌলানা মুজিবুর রহমান ও মাইজভান্ডারী গাউসিয়া হক বাংলাদেশ, ৩নং ওয়ার্ড কিপাইত নগর শাখার সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বর্ণ সংঘের মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ পুরস্কার, সনদপত্র বিতরণ, গুণীজন সন্মাননা, শিক্ষাবৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

বর্ণ সংঘের মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ পুরস্কার, সনদপত্র বিতরণ, গুণীজন সন্মাননা, শিক্ষাবৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে :
গত ২১ মার্চ চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে বর্ণ সংঘের মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ পুরস্কার, সনদপত্র বিতরণ, গুণীজন সন্মাননা, শিক্ষাবৃত্তি প্রদান এবং আলোচনা সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। পুলক ভট্টাচার্য সুজয়ের সঞ্চালনায় চট্টল মহাশক্তি সম্মিলনী গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের সমবেত গীতাপাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।
এরপর জাতীয় সংগীত ও স্বাধীনতা মাস উপলক্ষে শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন গোলপাহাড় শ্রীশ্রী শ্মাশান কালী ও শিব মন্দির পরিচালনা পর্ষদের সহ সভাপতি লায়ন শ্রী কৈলাশ বিহারী সেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী প্রণব মিত্র চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বরুন হাজারী, সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় শ্রী শ্রী রথযাত্রা উৎযাপন পরিষদ, তুলসীধাম,নন্দনকানন। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি রুনু মজুমদার, অধ্যক্ষ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। এস কে নাথ (শ্যামল), সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর। শ্রীমতি বৃষ্টি বৈদ্য, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর) বাংলাদেশের গীতা শিক্ষা কমিটি বাগিশিক কেন্দ্রীয় সংসদ। অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, বিভাগীয় প্রধান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রাংগুনিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। লায়ন শ্রী প্রদীপ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক, লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্র।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দয়াল সামন্ত, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগ। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী উত্তম কুমার চক্রবর্তী, প্রধান উপদেষ্টা, বর্ণ সংঘ। শ্রী সুপন সিকদার, প্রধান পৃষ্ঠপোষক, বর্ণ সংঘ।
বিশেষ অতিথি ছিলেন শ্রী বরুন কুমার আচার্য বলাই, সহ-সভাপতি, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদ। শ্রী নিকু শীল, সাধারণ সম্পাদক জন্মাষ্টমী উৎযাপন পরিষদ হাটহাজারী উপজেলা সংসদ এবং সহ-সম্পাদক গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদ। শ্রী আশীষ মিত্র, সাধারণ সম্পাদক, শ্রীকৃষ্ণায়ণ শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ট্রাস্ট। শ্রী রঘু মনি, এডভোকেট, সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ। শ্রী টুটুন মহাজন, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাকলিয়া থানা, চট্টগ্রাম। শ্রী সুমন চৌধুরী, সভাপতি, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, চান্দগাঁও থানা সংসদ। ডাঃ শ্রী সানি দেবনাথ, উপদেষ্টা, বর্ণ সংঘ। অনুষ্ঠানে গুণীজন হিসেবে সংবর্ধনা দেওয়া হয় শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধস আশ্রম নব নির্বাচিত সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তীকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বর্ণ সংঘের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত। উক্ত অনুষ্ঠােেনর সভাপতিত্ব করেন বর্ণ সংঘের সভাপতি দীপংকর সেন।
এতে উপস্থিত ছিলেন বর্ণ সংঘের অর্থ সম্পাদক অরুপ গুপ্ত, সদস্য অভি বড়ুয়া ও নিলয় চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সনাতন ধর্মের সকল পাঠপুস্তক পড়া। এতে জ্ঞান অর্জনের পাশাপাশি সনাতন ধর্মীয় রীতিনীতি মেনে চলার মনোভাব তৈরি হবে।

সর্বশেষ আপডেট...