26 C
Dhaka, BD
বুধবার, এপ্রিল ২, ২০২৫

বাংলাদেশী জেলেকে ভারত থেকে ফেরত এনে থানায় হস্তান্তর

বাংলাদেশী জেলেকে ভারত থেকে ফেরত এনে থানায় হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্ত গত ১৭ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীনস্থ রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৯-এস এর নিকট দিয়ে বাংলাদেশী জেলে মোঃ আলমগীর শেখ (২৭), পিতা-মোঃ আব্দুর রহমত শেখ, গ্রাম-রামনাথপুর, পোষ্ট-হাসানপুর, থানা- শিবগন্জ, জেলাঃ চাঁপাইনবাবগন্জ একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরার সময় অবৈধভাবে আনুমানিক ৭০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ এর নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিএসএফ কমান্ড্যান্ট এর সাথে অবৈধভাবে অনুপ্রবেশকারী জেলেকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করেন। অতঃপর অধিনায়ক এর দিক-নির্দেশনায় ওয়াহেদপুর কোম্পানী কমান্ডার মোবাইলের মাধ্যমে নিমতিতা বিএসএফ ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করে আটককৃত বাংলাদেশী জেলেকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানান। এপ্রেক্ষিতে অদ্য ১৮ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১০/৪-এস এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ ফেরত আনা হয়। বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।

সাত(৭) বছরের সাজাপ্রাপ্ত একজন ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব।

সাত(৭) বছরের সাজাপ্রাপ্ত একজন ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব।

পটুয়াখালী জেলা প্রতিনিধি।

র‍্যাবের অভিযানে আনুমানিক ২১.৪০ ঘটিকায় ঢাকা মিরপুর থানাধীন রোড নং-০১, এইচ ব্লক, গুদারাঘাট, মিরপুর-১, বিসমিল্লাহ জেনারেল স্টোর নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: খলিলুর রহমান@খলিল প্যাদা(৪৫), পিতা- মো. বিল্লাল প্যাদা, সাং- তাফালবাড়িয়া, থানা ও জেলা- পটুয়াখালী ‘কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, আসামী ৩৯৭ ধারা মোতাবেক ডাকাতি প্রমান হওয়ায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদন্ডসহ ২০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করে।আসামী দীর্ঘ ২২ বছর পর র‌্যাবের হাতে ধৃত হয়।
জানা যায়, আসামি ২০০৩ সালের ডাকাতি মামলায় অভিযুক্ত হোন এবং ২০০৮ সালে ৭ বছরের সাজায় দন্ডপ্রাপ্ত হোন।
২০০৩ থেকেই তিনি পলাতক ছিলেন। বিভিন্ন পেশার আড়ালে লুকিয়ে থাকতেন। সর্বশেষ দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুরে একটি মুদির দোকানি হিসেবে ছিলেন।

র‍্যাব-৮,সিপিসি-১, পটুয়াখালী ডাকাত খলিলের অবস্থান ঢাকার মিরপুরে সনাক্ত করলে র‍্যাব-১ এর সহায়তায় মিরপুর থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ডাকাত খলিলকে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ

নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ

(টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ- ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বিজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ সকালে উপজেলা মিলনায়তনে নাগরপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে, উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম রাশেদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদজ নোমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ১২ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. আব্দু মোমিন, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রান্তিক কৃষকগণ।

এ সময় প্রতি কৃষকে ১ বিঘা জমির জন্য ১ কেজি উপশি গ্রীষ্মকালীন তিল বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেয়া হয়। উপজেলার ১২টি ইউনিয়নের কৃষকদের এ কৃষি প্রণোদনা কমসূচির বরাদ্দ দেওয়া হয়।

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধ

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ মার্কেট মাছ বাজার স্থানান্তরে আপত্তি জানিয়েছেন খুচরা মাছ ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। শতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এ আপত্তি। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসক বরাবর কর্তৃপক্ষকে লিখিতভাবে আপত্তির বিষয়টি জানিয়েছেন সমিতির নেতারা।

চাঁপাইনবাবগঞ্জ খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ আলী লিখিত আপত্তিতে জানা গেছে ১৯৭৭ সাল থেকে জেলা শহরের নিউ মার্কেট বাজারে খুচরা মাছের ব্যবসা করে আসছে। মাছ বাজারটির দক্ষিণে রয়েছে গরু-খাসির মাংসের বাজার, কাঁচা সবজি বাজার, মুদি পণ্যের দোকান। ভোক্তা খুব সহজেই মাছ সহ নিত্য প্রয়োজনীয় বাজার করতে পারছিলেন। কিন্তু সম্প্রীতি খুচরা মাছ ব্যবসায়ীরা জানতে পারে নিউ মার্কেটের বর্তমান মাছ বাজার টি জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ের পানির টাংকির মাঠে স্থানান্তর করা হচ্ছে। এমনটি হলে নিউ মার্কেটের শতাধিক খুচরা মাছ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।

চাঁপাইনবাবগঞ্জ খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মুকুল রহমান জানিয়েছেন জেলার ভোক্তাদের জীবনযাত্রার সুবিধার্থে মাছ বাজার স্থানান্তরে আপত্তি জানানো হয়েছে। মাছ বাজার স্থানান্তর করা হলে মহা বিপদে পড়েবেন ভোক্তারা। তিনি আরও বলেন নিউ মার্কেটে একজন ভোক্তা কাঁচা সবজি ও মুদি সামগ্রী সহজেই ক্রয় করতে পারছিলেন। তবে মাছ বাজারটি স্থানান্তরিত হলে মাছ কিনতে যেতে হবে প্রায় ১ কিলোমিটার। ফলে ভোক্তাদের ব্যয় বেড়ে যাবে। যে স্থানে মাছ বাজার করা হচ্ছে সেটি জনবহুল এলাকা নয়। বর্তমান নিউ মার্কেটের মাছ বাজারটি শহরের প্রাণকেন্দ্রে রয়েছে। এ মাছ বাজার স্থানান্তর হলে ক্ষতিগ্রস্ত হবেন খুচরা ব্যবসায়ীরা।

এ ব্যাপারে চাঁপাইবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ জানান, জেলা শহরের প্রাণকেন্দ্রে পাইকারি মাছ বাজারটির কারনে সাধারণ মানুষসহ অফিস আদালতে চলতে ফিরতে অসুবিধা হচ্ছিল। এ ব্যস্ত এলাকা থেকে মাছ বাজারটি আউটসাইডে নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। এতদিনে বাস্তবায়নের প্রক্রিয়ায় শেষ হয়েছে। তবে এখনো কাজ শুরু হয়নি। যে স্থানে কাজ শুরু হবে সেখানে বেশ কিছু সরকারি গাছ রয়েছে। গাছ গুলো কেটে ফেলার জন্য গভমেন্টের কাছে চিঠি দেয়া হয়েছে এপ্রুভ আসলেই নির্মাণ কাজ শুরু করা হবে। উক্ত মাছ বাজারটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকা।

১০২ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারি আটক

১০২ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ বারোরশিয়ায় ১৭ মার্চ ২০২৫ ইং তারিখ ০৫:১৫ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ইসলামপুর ইউনিয়নের চর বারোরশিয়া গ্রামস্থ হায়াত মোড় হতে শাহজাহানপুর গামী হেয়ারিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০২ গ্রাম হেরোইন সহ মোঃ জিয়ারুল ইসলাম (৩৫), পিতা-মোঃ মঞ্জুর রহমান, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-নরেন্দ্রপুর পশ্চিম পাড়া, ইউপি-শাহজাহানপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁপাইনাববগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুঠিয়ার বানেশ্বরে ট্রাফিক নিয়ন্ত্রণে নানা বিড়ম্বনা ট্রাফিক পুলিশ বক্স অতি জরুরি প্রয়োজন

পুঠিয়ার বানেশ্বরে ট্রাফিক নিয়ন্ত্রণে নানা বিড়ম্বনা ট্রাফিক পুলিশ বক্স অতি জরুরি প্রয়োজন

বিভাগীয় ব্যুরো চিফ, রাজশাহী

দেশের চাকা সচল রাখতে একনাগাড়ে ৮ ঘণ্টা দায়িত্ব পালন করে ট্রাফিক পুলিশ। ট্রাফিক নিয়ন্ত্রণেও রয়েছে নানা বিড়ম্বনা। গাড়ির চালক ও পথচারীদের বেশির ভাগেরই রয়েছে আইন ভাঙার প্রবণতা। ধুলোবালি, রোদ-বৃষ্টি, ঝড় ও শব্দদূষণ ট্রাফিক পুলিশের নিত্যসঙ্গী। দিন-রাত রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশদের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে গিয়ে গাড়ির বিকট শব্দে কিডনি, হৃদযন্ত্র, কান, মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে জটিল সমস্যা হয় বলে অভিমত বিশেষজ্ঞ চিকিৎসকদের।

এ কারণে ট্রাফিক পুলিশের কিছু সময় পর পর রেস্টের প্রয়োজন হয়। আর এ জন্যই বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের বসার জন্য ট্রাফিক পুলিশ বক্স তৈরি করা হয়েছে। একটানা দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণের জন্য ট্রাফিক পুলিশ বক্সে বসে একটু রেস্ট নেবেন ট্রাফিক পুলিশ।
সারা দেশে বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন। তারপরও পুলিশের সঙ্গে অমানবিক ও বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত।

নিরাপত্তার স্বার্থে ট্রাফিক পুলিশকে শারীরিক ও মানসিক প্রশান্তি দেওয়া প্রয়োজন। এক ঘন্টা ডিউটি করে ০৫ মিনিট রেষ্ট করবে সে জায়গা নেই। রাজশাহী হইতে ঢাকা, বানেশ্বর হইতে চারঘাট রোডের নিরাপত্তা নিশ্চিত করতে পুঠিয়া থানার বানেশ্বর ট্রাফিক পুলিশ নিয়োজিত। পুঠিয়া থানার বানেশ্বরে ট্রাফিক পুলিশ বক্স গত ০৫ আগষ্টে ভেঙ্গে, পুড়িয়ে দেয়। নিরাপত্তার স্বার্থে ও কাজের সুবিধার্থে বানেশ্বর ট্রাফিকে পুলিশ বক্স প্রয়োজন।। বানেশ্বরে ট্রাফিক পুলিশ বক্স অতি জরুরি প্রয়োজন।

রাজশাহীর দূর্গাপুরে মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহীর দূর্গাপুরে মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

১৭ মার্চ ২০২৫ইং সোমবার বেলা ১১:৩০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সভাপতিত্বে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দুই দিন যথাযথ মর্যাদার সাথে উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সভায় গ্রাম আদালত ও ঈদুল ফিতরকে সামনে রেখে সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।

এসময়, বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমান,
প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা: রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার নুরে শেফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আ ন ম রাকিবুল ইউসুফ, সমবায় অফিসার আজগর আলী, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার , রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

আলুর রাজ্যে আলুর দামে ধস কৃষক পাচ্ছে না উৎপাদন খরচ কপালে দুশ্চিন্তার ভাজ।

আলুর রাজ্যে আলুর দামে ধস কৃষক পাচ্ছে না উৎপাদন খরচ কপালে দুশ্চিন্তার ভাজ।

বিপুল ক্ষতির মুখে আলুর রাজ্য হিসেবে পরিচিত রাজশাহী বগুড়া রংপুরের হাজারও কৃষকেরা আলুর দাম না পেয়ে মুখে মুখে উঠেছে ধস ধস। তবে না পাচ্ছে উৎপাদন খরচ সে কারনেই কপালে পড়েছে ঋণের দুঃশ্চিন্তার ভাজ। জমিতে আলুর কেজি এখন ১০ টাকা আবার হিমাগার মালিক ও ব্যবসায়ী সিন্ডিকেটে আলুতে এতো ধস। রাজশাহীতে আলু তোলা শুরু করার পরপর জোরে সোরে উঠেপড়ে লেগেছে সিন্ডিকেট চক্র তাদের জন্যই আলুর দামে ধস। এবার আলুর দাম একেবারেই কম। তবে খোঁজ খবর নিয়ে জানা গেছে জমিতে বিক্রি হচ্ছে ১০ থেকে ১১ টাকা কেজি দরে। কৃষকরা বলছেন, গত এক দশকে আলু দাম এতোটা কম হয়নি। ফলে এ বছর উৎপাদিত বিপুল পরিমাণ আলু নিয়ে চরম বিপাকে পড়েছে আলু চাষিরা। ক্রেতা না থাকায় কৃষকেরা না পারছে জমি থেকে আলু বিক্রি করতে, আবার বুকিং না থাকায় হিমাগারেও না পারছে রাখতে এ চরম বিপাকে পড়েছে মধ্য বর্তী কৃষকেরা। মধ্যবর্তী কৃষকদের একটাই অভিযোগ আলুর অস্বাভাবিক দরপতন উঠানামার পেছনে আলু ব্যবসায়ী সিন্ডিকেটদের বড় হাত রয়েছে। তাছাড়া কৃষকেরা আরো দাবী করেন হিমাগার মালিকদের সঙ্গে ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশ রয়েছে। বিভিন্ন অপরাধ ও নাসকতার সাথে জড়িত এ ধরনের ব্যক্তিদের কাছে আছে অগাত টাকা তারা প্রতি বছর মাঠে নেমে আলু কিনতো কিন্তুু এবার তিন চার স্তর ফড়িয়া দালাল দিয়ে হাত বদলের পর আসল মালিকদের হাতে পড়ছে সেই সোনার আলু আর এ কারনেই কৃষকদের আলু বিক্রিতে এতো ধস। ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর রাজশাহীতে প্রতি কেজি আলু সংরক্ষণে হিমাগার ভাড়া ছিল ৪ টাকা। এবার এক লাফে সংরক্ষণ ভাড়া বাড়িয়ে আট টাকা করা হয়েছে এর কারনেও আলু বিক্রিতে এতো ধস। হিমাগার মালিক ও ব্যবসায়ী সিন্ডিকেট সু-কৌশল করে হিমাগারের অগ্রিম বুকিং সম্পন্ন করে রেখেছে। এ বছর অধিকাংশ সাধারণ কৃষক আলু রাখার জন্য হিমাগারে কোনো বুকিং সংগ্রহ করতে পারেনি। এখন জমি থেকে আলু তুলে সাধারণ কৃষক না পারছে হিমাগারে দিতে না পারছে বাড়িতে রাখতে। ফলে ব্যবসায়ী সিন্ডিকেট পানির দরে আলু কিনে নিচ্ছে জমি থেকে। অসহায় কৃষকরা বাধ্য হয়ে কেজিতে ১০ থেকে ১২ টাকায় আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে। ভুক্তভোগী আলু চাষিরা আরও বলছেন এবার সাধারণ কৃষকরা হিমাগার মালিক ও ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে। ফলে রাজশাহীর আলু চাষিরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আলু বিক্রি করে উৎপাদন খরচের অর্ধেকও না উঠায় ব্যাংক ও মহাজনী ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তানোরের কামারগাঁ ইউপির শ্রীখন্ডা দমদমা গ্রামের আলু চাষিদের সাথে সরাসরি কথা হলে তারা বলেন,এবার আবাদ মৌসুমে বীজ আলুর দাম ছিলো দ্বিগুণ এক বিঘা জমিতে আলু আবাদে ব্যয় হয়েছে নিম্নে ৬৫ হাজার টাকা থেকে ঊর্ধ্বে ৭৫ হাজার টাকা। বিক্রি সংরক্ষণ নিরাপত্তা বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাজশাহী হিমাগার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এদেরকেও অনেক কৃষকেরা দুসছেন, হঠাৎ করে নিজ খেয়াল মতো হিমাগারের ভাড়া বৃদ্ধি করাকে।

রাণীশংকৈলে ৫০ শতক জমিতে স্ট্রবেরি চাষ,দেড় লাখ খরচ, বিক্রি ৭ লাখ,চমক চাষি ইসরাফিলের 

রাণীশংকৈলে ৫০ শতক জমিতে স্ট্রবেরি চাষ,দেড় লাখ খরচ, বিক্রি ৭ লাখ,চমক চাষি ইসরাফিলের

(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

প্রমমবারের মতো ৫০ শতক জমিতে দেড় লাখ টাকা খরচে স্ট্রবেরি চাষ করে ৭ লক্ষ টাকায় বিক্রি করে ব্যপক স্বাবলম্বী ও চমক দেখিয়ে আলোচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের রাঘবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ইসরাফিল ইসলাম। স্ট্রবেরি চাষ করে ভাগ্যবদলের স্বপ্নকে সত্যে পরিনত করেছেন এই কৃষক। অল্প পুঁজি ও স্বল্প শ্রমে অধিক ফলন, বাজার চাহিদা ও দাম ভালো হওয়ায় প্রথমবারেই স্ট্রবেরি চাষে তিন গুণ লাভে ভাগ্য বদলিয়েছে ইসরাফিল। সরেজমিনে স্ট্রবেরি ক্ষেতে গিয়ে দেখা যায়, বাড়ির পাশে স্ট্রবেরি ক্ষেতে পরিচর্যা ও বিক্রির জন্য স্ট্রবেরি তুলছেন কৃষক ইসরাফিল। ওই এলাকায় নতুন এই ফসলের আবাদ দেখতে চাষাবাদে আগ্রহী কৃষক ও স্থানীয়রা প্রতিদিন ভিড় করছেন তার ক্ষেতে। তার প্রতিবেশী অতুল রায় জানান,দূরদূরান্ত থেকে প্রতিদিনই অনেকে স্ট্রবেরি ক্ষেত দেখতে আসেন। তার এই উদ্যোগ দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন স্ট্রবেরি চাষে। আরেক প্রতিবেশী জয়নাল আবেদীন বলেন, স্ট্রবেরি দামি ফল। লাভ দেখে আগামীতে আমারও ২০ শতাংশ জমিতে স্ট্রবেরি চাষ করার ইচ্ছে আছে। ইসরাফিলের স্ট্রবেরি ক্ষেত দেখতে আসা আব্দুল মোমিন জানান, এই ফলের নাম শুনেছি, দেখিনি। স্বচক্ষে দেখলাম, খেলাম। খেতে বেশ সুস্বাদু। স্ট্রবেরি চাষি ইসরাফিল বলেন,পরীক্ষামূলক ভাবে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চারা এনে ৫০ শতক জমিতে স্ট্রবেরি চাষ শুরু করেন তিনি। তার এই জমিতে প্রায় ৮ হাজার উন্নত জাতের স্ট্রবেরি গাছ রয়েছে। এতে বীজ-পরিচর্যাসহ সবমিলিয়ে তাঁর খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। প্রথম দিকে প্রতি কেজি দুই হাজার টাকা দরে ২০০ কেজি স্ট্রবেরি তুলে ৪ লাখ টাকায় বিক্রি করছেন। বর্তমানে বাজার মূল্য অনুযায়ী প্রতি কেজি ভালো মানের স্ট্রবেরির পাইকারী দাম প্রায় ৫০০-৭০০ টাকা। এখনো ক্ষেতে আরো প্রায় ১৫ মন, মানে ৬০০ কেজির মতো স্ট্রবেরি রয়েছে। এক মাসের মধ্যে এটাও প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করতে পারবে। সব মিলিয়ে ৭ থেকে সাড়ে ৭ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি হবে বলে আশা করছেন ইসরাফিল। বিভিন্ন জেলার পাইকাররা এসে তার ক্ষেত থেকে স্ট্রবেরি নিয়ে যাচ্ছেন। সর্বসাকুল্যে ৫০ শতক জমিতে ৪০ থেকে ৫০ মন স্ট্রবেরি উৎপাদন সম্ভব বলে তিনি জানান। অল্প পুঁজি ও শ্রমে অধিক লাভ হওয়ায় আগামীতে বাণিজ্যিকভাবে বড় পরিসরে স্ট্রবেরি চাষের কথা ভাবছেন বলে জানান। তিনি আরো জানান, অক্টোবর মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত স্ট্রবেরির চারা রোপণ করা যায়। আগাছা নিড়ানো ও কীটনাশক স্প্রে করে পরিচর্যা ও নিবিড় যত্নে ডিসেম্বরের মাঝামাঝিতে থোকায় থোকায় ফল আসা শুরু হয়। ডিসেম্বরের শেষ ভাগ থেকে এপ্রিল পর্যন্ত ফল আহরণ ও বিক্রির উপযোগী হয়ে ওঠে। রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহীদুল ইসলাম জানান,”এ উপজেলা স্ট্রবেরি চাষে বেশ উপযোগী। কিন্তু স্ট্রবেরি একটি সংবেদনশীল ফল ও অল্প সময়ের জন্য তাজা থাকে। তাই বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ ও বাজারজাতকরণ বড় চ্যালেঞ্জ। চাষি ইসরাফিল সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হয়েছেন। বাজারে এর অনেক দাম ও ব্যাপক চাহিদাও রয়েছে। কৃষি বিভাগ তাকে সহায়তা দিয়েছে। তার সফলতা দেখে অন্যান্য কৃষকরাও স্ট্রবেরি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা

পুলিশ সদস্যদের সম্মুখ সারির মানুষ উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে।

নির্বাচন যতই কাছে আসবে ষড়যন্ত্র ততই তীব্র হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তাই সতর্ক থাকতে হবে পুলিশকে। আমরা যুদ্ধাবস্থায় আছি, এইটা মনে রেখে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। এই যুদ্ধাবস্থার সুযোগে শান্তি নষ্টের চেষ্টা করবে ষড়যন্ত্রকারীরা।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ একটা মস্তবড় সম্ভাবনার দেশ। সেটাকে আমরা বাস্তবতায় নিতে পারিনি। নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে। এই সম্ভাবনাকে যেন আমরা হেলায় না হারাই। যারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এমন দেশের পর্যায়ে যাওয়ার সুযোগ ও সম্ভাবনা আছে বাংলাদেশের।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।

সর্বশেষ আপডেট...