28 C
Dhaka, BD
সোমবার, জুলাই ১৪, ২০২৫

ধামরাইয়ে বাস-প্রাইভেটকার সংঘর্ষে: প্রাইভেটকারের চালক নিহত

আলাউদ্দিন সম্রাট ধামরাই প্রতিনিধি ঃ ঢাকার ধামরাইয়ে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক বান্দু মোল্লা (৪০) নিহত হয়েছেন।

বুধবার (০৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাস ষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত বান্দুু সাভার উপজেলার কাঠগড়া এলাকার রবিউল্লাহ ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় মানিকগঞ্জগামী একটি প্রাইভেটকার ঢাকা-আরিচা মহসড়কের ধামরাইয়ের বাথুলি বাস ষ্ট্যান্ডে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা ঢাকাগামী ভিলেজ লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই প্রাইভেটকার চালক বান্দু মোল্লাহর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুতফর রহমান সময়ের খবর ২৪ কে বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয় ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

ঈদের শুরুতেই ঢাকায় বাগড়া দিয়েছে বৃষ্টি ।

বিপ্লব ঢাকা ঃ ঈদের শুরুতেই বাগড়া দিয়েছে বৃষ্টি। রাজধানী ঢাকায় রাত থেকেই ছিল থেমে থেমে মুশুল ধারার বৃষ্টি। ভোরে কিছুটা সময়ের জন্য থামলেও সকাল থেকেই শুরু হয়েছে ঝিরঝিরে তুমুল বৃষ্টি। কিন্তু তাতে ধর্মপ্রাণ মুসল্লিদের আটকায় কে? বৃষ্টি উপেক্ষা করেই সবাই পালন করছে পবিত্র ঈদের জামাত ।

আজ বুধবার (৫ জুন ) সকাল থেকে একটানা চলছে থেমে থেমে বৃষ্টি । এতে চরম ভোগান্তিতে পরেছেন রাজধানীবাসী। অনেকেই কাকভেজা হয়ে ঈদের নামাজ আদায় করেছেন।

তবে সকাল থেকে বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত সুষ্ঠুভাবে শেষ হয়েছে। জাতীয় ঈদগাহে নামাজ ঠিকভাবে হলেও রাজধানীর বিভিন্ন স্থানে নির্ধারিত খোলা ময়দানে নামাজ হতে পারেনি বৃষ্টির কারণে। মসজিদগুলোতে ঈদ জামাত সরিয়ে নেওয়া হয়। তবে রাজধানীবাসী সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রাস্তার পাশে জায়গায় জায়গায় পানি জমে থাকায় । এছাড়াও টানা বৃষ্টির কারণে একস্থান থেকে অন্যস্থানে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

আবহাওয়াবিদদের তথ্যমতে, মৌসুমী বায়ূ বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। তাই বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিকালের পর কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

বেনাপোল নামাজ গ্রাম ১১ কমিটির উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলে নিম্ন আয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সেমাই-চিনি বিতরণ করছেন নামাজ গ্রাম পশ্চিম পাড়া(১১)কমিটি নামের একটি সামাজিক সংগঠন।

মঙ্গলবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার সময় বেনাপোল নামাজ গ্রাম পশ্চিম পাড়া কুদ্দুস ষ্টোরের সামনে অবস্থিত ১১ কমিটির উদ্যোগে এ সেমাই-চিনি বিতরণ করা হয়।

১১ কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (মিঠু) সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামাজ গ্রাম ২নং ওয়ার্ডের স্বনামধন্য ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ কামরুজ্জামান (বাবলু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগের দপ্তর সম্পাদক এম আজিবার রহমান সাংবাদিক, আরো উপস্থিত ছিলেন মোঃ ইয়ার আলী,(১১) কমিটির সাধারন সম্পাদক মোঃ শওকত আলী,মোঃ মোখলেসুর রহমান, মোঃ শাহিন আলম,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের কার্যকরী সদস্য ও পল্লী টিভি’র শার্শা উপজেলা প্রতিনিধি মোঃ সাইদুল ইসলাম, মাহাবুদ গাজী ও প্রমুখ।

আগামীকাল বুধবার (০৫ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার (০৫ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার (০৪ জুন) রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির ফের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, কুড়িগ্রাম ও লালমনিরহাটে চাঁদ দেখা গেছে। এরপর তা যাচাই বাছাই করে শরীয়তের নিয়মানুযায়ী আগামীকাল বুধবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে সন্ধ্যায় বৈঠকে বসেছিল কমিটি। তখন দেশের কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি বলে জানায় কমিটি। এই খবর ও আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে তখন কমিটি জানায়, চলতি বছর দেশে ৩০টি রোজা পালিত হবে এবং ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। তবে এর কিছুক্ষণ পর আবারও বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি।
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার (০৫ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার (০৪ জুন) রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির ফের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, কুড়িগ্রাম ও লালমনিরহাটে চাঁদ দেখা গেছে। এরপর তা যাচাই বাছাই করে শরীয়তের নিয়মানুযায়ী আগামীকাল বুধবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে সন্ধ্যায় বৈঠকে বসেছিল কমিটি। তখন দেশের কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি বলে জানায় কমিটি। এই খবর ও আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে তখন কমিটি জানায়, চলতি বছর দেশে ৩০টি রোজা পালিত হবে এবং ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। তবে এর কিছুক্ষণ পর আবারও বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি।

বেনাপোল কাগজপুকুর গ্রামবাসীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ।

যশোরের বেনাপোল কাগজপুকুর গ্রামবাসীর আয়োজনে কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সোমবার(৩/০৬/১৯ইং)তারিখ বেনাপোল কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃ ইনামুল হাসান বিন নূর,মাওঃ রিয়াসাত আলী,মাস্টার আয়ুব হোসেন,মোঃ হাফিজুর রহমান, মাহাবুব হাসান ওয়াসিম,মশিয়ার রহমান, তরিকুল ইসলাম তরিকুল,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল ইসলাম সদস্য লোকমান হোসেন রাসেল ও প্রমুখ।

সাভারের হেমায়েতপুরে বিশেষ পন্থায় যাত্রী পরিবহণ গাড়ি প্রতি নেয়া হচ্ছে পনেরশো টাকা ।

বিপ্লব সাভার  : ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে সাভারে বিশেষ পন্থায় যাত্রী পরিবহন করা হচ্ছে।

গরু ছাগল মহিষ সহ বিভিন্ন পণ্য পরিবহনকারী ট্রাকের মধ্যে বাঁশ দিয়ে কটি বানিয়ে তার ওপর ত্রিপল টা নিয়ে বিশেষ পন্থায় যাত্রী পরিবহন করা হচ্ছে। এসব গাড়িতে যাত্রী প্রতি ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া প্রতিটি গাড়িতে যাত্রী ভর্তি করার জন্য এক হাজার থেকে ১৫ টাকা করে দিতে হচ্ছে স্থানীয় পুলিশকে।

সরেজমিনে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায় শত শত যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছে ছেলে মেয়ে নিয়ে। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেল গাড়ি না পৌঁছানো তে হতাশ হয়ে পড়ছেন তারা। পরে বাধ্য হয়ে পণ্য পরিবহনকারী বা মালবাহী গাড়ির উপরে চড়ে বৃষ্টিতে ভিজে হলো বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। যেই কথা সেই কাজ।

হেমায়েতপুর বাসস্ট্যান্ডের লালন টাওয়ার এ প্রায় অর্ধশত বাস কাউন্টার রয়েছে। এসব কাউন্টারের যাত্রীরা ভিড় করছে নাড়ির টানে বাড়ি ফেরার জন্য। তবে প্রতিটি কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে তাদের যেসব গাড়ি এখান থেকে ছেড়ে যাবে তার প্রতিটি টিকিট বিক্রি হয়ে গেছে আরও বেশ কয়েকদিন আগে। ফলে এখন কোন গাড়িতে সিট পাওয়া সম্ভব হচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে যাত্রীরা ট্রাকে ওঠে বাড়িতে ফেরার জন্য রওনা হয়েছেন।

এসব গাড়িতে দিনাজপুর রংপুর এবং পঞ্চগড় সহ উত্তরবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিকের যাত্রী পরিবহন করা হচ্ছে। বিশেষ পন্থায় বাঁশের খুঁটি দিয়ে ত্রিপল ব্যবহার করে কোনোটিতে সার তৈরি করা হয়েছে আবার কোনোটিতে স্বাধীন ভাবে যাত্রীরা বৃষ্টিতে ভিজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সদালাপ অতিথি গাড়িতে যাত্রীদের জন্য ভাড়া নেয়া হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আর চাঁদ ছাড়া গাড়িতে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। অন্যদিকে প্রতিটি গাড়ি লোড করার জন্য স্থানীয় ট্রাফিক পুলিশ থানা পুলিশ এবং কমিউনিটি পুলিশের সদস্যরা যৌথভাবে আদায় করছে এক হাজার থেকে ১৫ শ’ টাকা। বিশেষ কিছু দালালের মাধ্যমে এবং সরাসরি ও টাকা নিতে দেখা গেছে পুলিশ সদস্যদের কে।

এ বিষয়ে জানতে চাইলে টাকা আদায় কারী রা কোন কথা বলতে রাজি হয়নি। তবে ট্রাকের চালকরা জানিয়েছেন যেহেতু আমরা ফিরতি পথে চলে যাচ্ছি খালি গাড়ি নিয়ে। এখন গাড়িতে যাওয়ার পথে যদি আমরা ১৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করতে পারি তবে এটা তো আমাদের লাভ। তবে যাত্রী উঠানোর জন্য প্রতিটি স্টপিস এ ৫০০ থেকে পনেরশো টাকা লোড খরচ এবং রাস্তাঘাটে থাকা আরও পুলিশ সদস্যদের ঘাটে ঘাটে টাকা দেয়ার পরও আমাদের ১০ থেকে ১৫ হাজার টাকা বেঁচে যায়। তাই পুলিশকে টাকা দিয়েই আমরা যাত্রী পরিবহন করছি।

ধামরাইয়ের কালামপুরে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাই আরিচা মহাসড়কে কালামপুর বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।আজ সোমবার (৩ জুন) রাত ৮.৩০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয়

১।নজরুল ইসলাম(২২),২। ইম্প্রেস খান(২৪)৩।আতিয়ার(২৪) এই তিনজনের গ্রামের বাড়ী রাজবাড়ী থানায় আর দুই জনের পরিচয় রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

শার্শার গোগা গ্রাম থেকে কিশোরের গলিত লাশ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার গোগা গাজিপাড়া গ্রাম থেকে শাহা পরান (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।

রবিবার (২ জুন) বিকালে উপজেলার গোগা গাজিপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক হাফিজুরের বাসার খাটের নীচে থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শাহা পরান বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর গ্রামের শাহাজানান আলীর পুত্র। শার্শা থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, শার্শা উপজেলার গোগা গাজিপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক হাফিজুরের বাসার মধ্যে খাটের নীচ থেকে এক মাদ্রাসা পড়–য়া ছাত্রের লাশ পড়ে থাকতে দেখে চেয়ারম্যান পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের বয়স ১২ বছর হবে। তাকে শ্বাসরোধ করা হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

তিনি আরও জানান, কারা কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত শেষে জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গোগা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, এলাবাসীর হাফিজুরের বাসা থেকে লাশের মতো গন্ধ পেলে জানালা দিয়ে গ্রামবাসী এক কিশোরের লাশ দেখতে পাই পরবর্তীতে ঘরের দরজার তালা ভেঙ্গে ফেললে ঘরের খাটের নীচে কিশোরের লাশ দেখতে পেয়ে আমাকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশের দেখতে পেয়ে শার্শা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি নিয়ে যায়। নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভক্সপপ- শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। ভক্সপপ- গোগা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ।

বেনাপোল গাজিপুর প্রত্যয়ক্লাবের উদ্যোগে সেমাই-চিনি বিতরণ

বেনাপোলে নিম্ন আয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সেমাই-চিনি বিতরণ করছেন প্রত্যয় ক্লাব নামের একটি সামাজিক প্রতিষ্ঠান।

শনিবার (১ জুন) বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল কাস্টমস হাউসের সামনে অবস্থিত গাজীপুর প্রত্যয় ক্লাবের অফিসে এ সেমাই-চিনি বিতরণ করা হয়।

প্রত্যয় ক্লাবের সভাপতি টুটুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী আলহাজ্ব মজনুর রহমান, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আজিম উদ্দিন গাজী, বেনাপোল পৌর কাউন্সিলার কামরুন নাহার আন্না, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহিনসহ সকল সাংবাদিকবৃন্দ,বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল লতিফ, রহমত উল্লাহ প্রমুখ।

মান্দায় গ্রামীন অবকাঠামো নষ্ট করায় ইটভাটার জরিমানা

নওগাঁর মান্দায় গ্রামীন অবকাঠামো নষ্ট করা ও অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ইটভাটায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

শনিবার বিকেলে নওগাঁ- রাজশাহী মহাসড়কের জয়বাংলা মোড়ের অদূরে সজল ব্রিকসে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিসেট্রট ইউএনও খন্দকার মুশফিকুর রহমান ।

ইউএনও খন্দকার মুশফিকুর রহমান জানান, ভেকু মেশিনের সাহায্যে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নিচ্ছেন সজল ব্রিকসের মালিক আশরাফুল ইসলাম বাবু। এছাড়া মাটি পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর । এতে করে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা ।

এসব অভিযোগে ওই ইটভাটার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ আপডেট...