20 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

হোয়াইট হাউজের সামনে গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে এক যুবক নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম অর্ণভ গুপ্ত (৩৩)।

স্থানীয় সময় বুধবার (২৯ মে) বিকেলে একটি পার্কে এ ঘটনা ঘটে। অর্ণভের মৃত্যুর কথা নিশ্চিত করেছে ন্যাশনাল পার্কের পুলিশ ডিপার্টমেন্ট। তবে কোনো রাজনৈতিক উদ্দেশে সে গায়ে আগুন দিয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। খবর এবিসি নিউজের।

সন্তান প্রসবের ক্ষেত্রে পরিস্থিতি জটিল না হলে সিজার না করানোর পরামর্শ:স্বাস্থ্যমন্ত্রী

সন্তান প্রসবের ক্ষেত্রে পরিস্থিতি জটিল না হলে সিজার না করানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন এই আহ্বান জানান তিনি।

জটিলতা এড়াতে প্রসবকালে প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, ১৯৯৭ সাল থেকে বাংলাদেশে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হচ্ছে। মাতৃমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জন সম্ভব না হলেও সরকার এ ব্যাপারে কাজ করছে। ২০১৫ সালে মাতৃমৃত্যু প্রতি লাখে ১৪৩ জন থাকার কথা ছিল। কিন্তু ২০১৭ সালে আমাদের দেশে এটা ১৭৬ জনেই রয়ে যায়। যদিও ২০১৮ সালে এটা ১৭২ জনে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মাতৃমত্যু ৭০ জনে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে।

এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, কোলগেট টুথপেস্টে ক্ষতিকারক উপাদান রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ভালো করে পরীক্ষা-নিরীক্ষার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও অধিদফতরের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, টুথপেস্ট একটি প্রসাধনী বা কসমেটিকস সামগ্রী। এটি আমদানি ও দেখভালের সঙ্গে শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই জড়িত। এ কারণে এর দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। জাহিদ মালেক বলেন, টুথপেস্ট আমদানি ও মানসম্পন্ন কিনা তা দেখার এখতিয়ার শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআইয়ের।

মান্দায় উপজেলা পরিষদের বাজেট ও ইফতার মাহফিল ।

নওগাঁর মান্দায় গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের বাৎসরিক বাজেট ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

সভায় ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন। এ উপলক্ষে ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সামসুল আলম প্রামানিক, উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, উপজেলা প্রকৌশলী শাহ্ মো. শহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

বাজেট ও ইফতার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মিসহ সুধীজন অংশগ্রহণ করেন। ইফতার অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদের ৪ কোটি ৩২ লাখ, ২৬ হাজার ১৯৯ টাকার বাজেট উপস্থাপন করা হয়। শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর রামচন্দ্রপুরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ।

চাঁদপুর প্রতিনিধি ঃ চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের মরহুম হারুন কমান্ডারের বাড়ি হতে রামচন্দ্রপুর খেয়াঘাট রাস্তা পাকাকরণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

প্রথম থেকেই অনিয়মের সাথে কাজ শুরু হলে এলাকার লোকজন ঠিকাদারকে বললেও তিনি কোনো কর্ণপাত করেননি। জানা যায়, একটি কুচক্রী মহলের সাথে আঁতাত করে তিনি নিজ খেয়াল খুশি মতো কাজ করে যাচ্ছেন।

কাজের অনিয়ম নিয়ে কিছুদিন পূর্বে এলাকাবাসী কাজ বন্ধ করে দিলে ঠিকাদার আর অনিয়ম করবে না বলে এমন অঙ্গীকারে কাজ শুরু করেন। কিন্তু আগের চেয়ে বেশি অনিয়ম করে কংক্রিট বিছানো হচ্ছে। এক নম্বর ইটের সাথে তিন নম্বর ইট বেশি ব্যবহার করছেন। এলাকার জনগণ ভয়ে কিছু বলতে সাহস পাচ্ছেন না। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার ক’ জন ব্যক্তি চাঁদপুর কণ্ঠকে বলেন, কাজের ঠিকাদার একেবারে নিন্ম মানের তিন নম্বর ইট দিয়ে কাজ করছেন। যা মানসম্মত না।

এ ইট দিয়ে কাজ না করাই ভালো। আর যে সকল তিন নম্বর ইট রাস্তায় ব্যবহার করা হয়েছে এ সকল ইটের অধিকাংশ ব্রিক ফ্রিল্ড-এর নদীর পাড়ে পড়ে থাকে। কাজের গুণগত মান একেবারে যে নি¤মানের যা স্বচোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সরেজমিনে দেখা যায়, ১ নম্বর কিছু ইটের সাথে বেশিরভাগই ৩ নম্বর ইট ব্যবহার করছে এবং বড় বড় করে ইটের কণা দেয়া হচ্ছে।

শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, ঠিকাদার আমাদেরকে যেভাবে বলেছেন আমরা সেভাবে কাজ করছি। ঠিকাদার কোথায় জানতে চাইলে তারা বলেন, তিনি এখনো আসেননি। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

ধামরাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষ-মোটরসাইকেল আরোহী নিহত

মো: সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়নে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিক (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৬ টায় কালামপুর-মির্জাপুর আঞ্চলিক সড়কের তেলীগ্রাম এলাকার এ দুর্ঘটনা ঘটে।

আশিক ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারিপুর গ্রামের মঞ্জুর ছেলে।

পুলিশ জানায়, কালামপুর থেকে ছেড়ে আসা মির্জাপুরগামী একটি বাস তেলীগ্রাম পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আশিক ঘটনা স্থলে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) জুয়েল বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করি। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

যশোরের বেনাপোল পৌর আওয়ামীলীগ অফিস ভাংচুর ও চুরি ।

যশোরের বেনাপোল পৌর আওয়ামী লীগের কার্যলয়ে চুরি ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

এ সময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ফ্রেমও ভাংচুর করে। সোমবার রাত ১টার দিকে বেনাপোল ইউনিয়ন পরিষদের পাশে ফারুক মার্কেটের ২য় তলায় পৌর আওয়ামী লীগের অফিসে এই হামলা, চুরি ও ভাংচুরের ঘটনা ঘটে। বেনাপোল পৌর যুবলীগের আহŸায়ক সুকুমার দেবনাথ বলেন, সোমবার রাত ১টার দিকে একদল দুর্বৃত্তরা বেনাপোল বাজারে অবস্থিত আ.লীগ অফিসের ২য় তালার গেট ভেঙ্গে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, চেয়ার, টেবিল ভাংচুর করে এবং ৩ টি কম্পিউটার চুরি করে নিয়ে যায়।

দুর্বৃত্তরা ইট মেরে অফিসের সাইন বোর্ড ভাংচুর করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু-সালেহ মাসুদ করিম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা পৌর আওয়ামীলীগের অফিসে ভাংচুর করে পালিয়ে যায়। ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাস্থল পরিদর্শন করেন নাভারণ সার্কেলের এসপি জুয়েল ইমরান ও যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন।

পত্নীতলায় ব্যবসায়ীর ৬৬ মণ অপরিপক্ক আম ধ্বংস

নওগাঁর পত্নীতলায় ফরমালিন দেয়া এবং মেয়াদপূর্তির আগেই গাছ থেকে আম পেড়ে আড়তে নেয়ার সময় আশরাফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় সাড়ে ৬৬মন ল্যাংড়া আম জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার মামুদপুরে প্রধান সড়কের পাশে জব্দকৃত আম মাটি চাপা দেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সোয়েব খান, থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর দিলিপ চন্দ্র দাশ।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অপরিপক্ক আম (ল্যাংড়া) আড়তে নেয়া হচ্ছে। এসময় উপজেলার শিহাড়া ইউনিয়নের আলপাকা মোড়ে সোমবার রাতে আশরাফুল ইসলামের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় আড়ত থেকে সাড়ে ৬৬ মণ অপরিপক্ক ও কেমিকেল যুক্ত ল্যাংড়া আম জব্দ করা হয়।

তিনি বলেন, এই আম অপরিপক্ক আমে পাকানোর জন্য কেমিকেল মিশানো হয়েছিল। যা স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমগুলো পরিপক্ক হওয়ার আগে নামানোর ফলে অর্থনৈতিক ভাবেও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরে ওই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে অপরিপক্ক ও কেমিকেল যুক্ত আম মাটির নিচে চাপা দেয়া হয়।

বেনাপোলে ডিবি’র অভিযানে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ইয়াবাসহ দুইজন আটক

বেনাপোলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক।

মঙ্গলবার ভোর রাতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) মারুফ আহম্মদ এর নেতৃত্বে বিশেষ অভিযান ডিউটি চলাকালীন জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মোঃ শামীম হোসেনে, এএসআই মোঃ হোসেন আলী সংগীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ সাত(৭)মামলার আসামী আব্দুর করিম মাস্টার(৪০) ও হাসানুজ্জামান হাসান(৩৪)কে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে আটক করা হয় । জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অফিসার্স ইনচার্জ মারুফআহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দুইজন ব্যবসায়ীকে আটক করি।

আটককৃত আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু করা হইয়াছে।

সাভারে জনপ্রিয় সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সাভারে রমজান উপলক্ষে সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার আয়োজনে দোয়া ও ইফতার ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সোমবার সাভারের জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক নিউজ গার্ডেন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল। সাভারের প্রানকেন্দ্র সাভার সিটি সেন্টারের সিটি ফুড প্যালেসে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নিউজ গার্ডেনের মাননীয় সম্পাদক মোঃ উমর ফারুক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ,সাভার মিডিয়া ক্লাবের সভাপতি এন টি ভি এর সিনিয়ার রিপোর্টার জনাব মোঃ জাহিদুর রহমান , সাভার প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বাংলা টিভির স্টাফ রিপোর্টার জনাব জাবেদ মোস্তফা ,বাংলা ভিসনের রিপোর্টার জনাব নজরুল হুদা শাহিন,এশিয়ান টিভি রিপোর্টার ফাহাদি আজম, নিউজ গার্ডেনের হাসান চৌধুরী,নিউজ গার্ডেনের জনাব মোঃ জসীম উদ্দিন ,সাভার কলেজের সাবেক অধ্যক্ষ জানাব ছমির উদ্দিন ,মির্জা গোলাম হাফিজ কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন,তেঁতুলঝোড়া কলেজের অধ্যক্ষ ,সাভার সিটি সেন্টারের সভাপতি আলহজ ওমর আলী , সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান অভি,৭ নং ওয়াডের কাউন্সিলার জনাব আব্বাস আলী,সাভার ৮,৫,৬ এর কাউন্সিলার জনাবা নাজনিন আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফারুক দেওয়ান,সাভার পৌর আওয়ামীলীগ নেতা সাগর সাহা,সাভার পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জানাব আঃ হালিম , সাভার মহিলা লীগের সভাপতি সভাপতি কেয়া,সাভারের মহিলা আওয়ামীলীগ নেত্রি মুক্তা আজাদ ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্য মান্য ব্যক্তি।

ইফতার শেষে সবার জন্য রুচি সম্মত ডিনারের আয়োজন করা হয়।

যশোরের নাভারণ খাদ্য গুদামে সরকারী ভাবে ধান ক্রয় শুরু

যশোরের শার্শা উপজেলার নাভারন খাদ্য গুদামে সোমবার সকাল ১১ টায় প্রান্তিক চাষীদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে (প্রতি মণ ১০৪০ টাকা) বোরো ধান সংগ্রহ ২০১৯ -এর শুভ উদ্বোধন করা হয়েছে। যশোর -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক চাষীদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ঊপজেলা নির্বাহী আফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা ইন্দ্রজিৎ, নাভারণ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারূজ্জামান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, , ঊপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক ছাষীরা।

প্রান্তিক চাষীদের কয়েকজন চাষী খুশিমনে জানান, সরকার এই ভাবে বোর ধান ক্রয় করলে আমাদের জমি চাষে ফসল ফলাতে আরও আগ্রহ বেড়ে গেল। শেখ হাসিনার সরকার চাষীদের প্রতি এইভাবে নজর দিলে চাষীরা জমি চাষে আর লোকসানে পড়বেনা।

সর্বশেষ আপডেট...