19 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া(ভিডিও)

স্টাফ রিপোর্টার:সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

এছাড় আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। মঙ্গলবার ১৬ই আগস্ট বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা ও ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করে তবারক বিতরণ করা হয় ।

 

এ সময় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম ‌। সাভার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফ চৌধুরী মাসুদ, সাভার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, মিজানুর রহমান মিজান,সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া  ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমর। পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী নিউটন,এছারাও উপস্থিত ছিলেন, তেতুলঝোড়া  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ আলম,ঢাকা উত্তর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, ছাত্রলীগের সাইদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন, আবির মাছুম, তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য সহ ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতাকর্মীরা ।

শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন তেঁতুলঝরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান পাভেল ।

আলোচনা সভাটির সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুমন। এসময় উপস্থিত সকলে কালো ব্যাজ ধারণ করেন, দোয়া শেষে সকলের হাতে তবারক তুলে দেয়া হয়।

সাভারে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার চেষ্টা (ভিডিও)

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে সোহেল রানা (২৫) নামের এক সংবাদ কর্মীকে বেধরক মারধর করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার দুপুরে সাভার উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে ওই সংবাদকর্মী দৌড়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত সোহেল রানাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী সোহেল রানা দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত।

ভুক্তভোগী সোহেল রানা জানায়, দুপুরে সংবাদ সংগ্রহের কাজে সাভার উপজেলা পরিষদে গেলে কিছু বুঝে উঠার আগেই ২০-২৫ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে হামলাকারীরা ছুড়ি দিয়ে আঘাতের চেষ্টা করলে দৌঁড়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আশ্রয় নেই। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এসময় ওই সংবাদ কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা পরিষদের ভিতরে সংবাদ কর্মীর উপর হামলার বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের ভিতরে সংবাদ কর্মীর উপর হামলা এটা অত্যন্ত দুঃখজন এবং নিন্দনিয় ব্যাপার। অতীতে দেশের উপজেলা পরিষদে এমন ঘটনা ঘটার কোন তথ্য নেই। এঘটনায় বিষয়টির সুষ্ঠ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় পাথালিয়া ইউপি সদস্য শফিউল আলম সোহাগসহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনার সংবাদ প্রকাশের পর থেকে সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও হত্যা হুমকি প্রদান করেন গ্রেপ্তার ইউপি সদস্যের ভাই শামীম ও তার অনুসারীরা। এর রেশ ধরেই রোববার দুপুরে ওই সাংবাদিকের ওপর হামলা করে তারা।

ঝালকাঠিতে পুরে যাওয়া অভিযান ১০ লঞ্চ আদালতের নির্দেশে মালিককে বুঝিয়ে দিল পুলিশ

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ৪৭ জন নিহতের ঘটনার ৭ মাস ২০ দিন পর আদালতের নির্দেশে ১৩/০৮/২০২২ইং শনিবার দুপুরে লঞ্চটি মালিককে বুঝিয়ে দিয়েছে ঝালকাঠি থানা পুলিশ।

ঝালকাঠি থানার এসআই নজরুল ইসলাম সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে লঞ্চের মালিক হাম জালাল শেখের কাছে লঞ্চটি বুঝিয়ে দেন। বলগেটের সঙ্গে বেঁধে মেরামতের জন্য লঞ্চটি নলছিটির দপদপিয়ায় নিজাম শিপিং ডকইয়ার্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

২০২১ সালের ২৩ ডিসেম্বর ভোরে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ৪৭ জন মারা যান। দুর্ঘটনাকবলিত লঞ্চটি জব্দ করে ঝালকাঠি থানা পুলিশ সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে বেঁধে রাখা হয়।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী অভিযান-১০ লঞ্চটি ২০২১ সালের ২৩ ডিসেম্বর ভোরে ঝালকাঠির সুগন্ধা নদীর দেউরি-দিয়াকুল এলাকায় আসলে ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লেগে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান লঞ্চের ৪৭জন যাত্রী। এখনো নিখোঁজ রয়েছেন অর্ধশত মানুষ।

এ ঘটনায় গত বছরের ২৮ ডিসেম্বর স্বজনহারা এক ব্যবসায়ী মনির হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় লঞ্চের মালিক হামজালাল শেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মামলাটি ঝালকাঠির আদালত থেকে ঢাকা নৌ-আদালতে বদলি করা হয়।

এ ঘটনায় লঞ্চের মালিক হাম জালাল শেখ গ্রেফতার হয়ে কিছু দিন জেল হাজতবাসের পর নৌ-আদালত থেকে জামিনে মুক্তি পান। জামিনে মুক্তি পেয়ে হাম জালাল শেখ লঞ্চটি নিজ জিম্মায় নেওয়ার জন্য আবেদন করেন। গত ২৪ জুলাই নৌ-আদালত মালিক পক্ষের কাছে লঞ্চটি হস্তান্তরের আদেশ দেন। সেই আদেশের কপি ঝালকাঠি থানায় আসে গত ২৬ জুলাই।

লঞ্চ মালিকের প্রতিনিধি মো. আবু হানিফ বলেন, অভিযান লঞ্চের মালিক হাম জালাল শেখ শনিবার সকালে ঝালকাঠি আসেন। তিনি থানা পুলিশের কাছে আদালতের কাগজপত্র দেখিয়ে লঞ্চটি বুঝে নেন।

লঞ্চটি মেরামতের জন্য দপদপিয়া নিজাম শিপিং ডকইয়ার্ডে নেওয়া হচ্ছে। মেরামত শেষ হলে ইঞ্জিন বসিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হবে।

ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান বলেন, ঢাকার নৌ-আদালতের নির্দেশনায় লঞ্চের মালিক হাম জালাল শেখের মুচলেকা রেখে লঞ্চটি পুলিশের জিম্মা থেকে অবমুক্ত করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ৫ নিহত ২

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি):ঢাকার ধামরাইয়ে আঞ্চলিক মহাসড়কের ঢুলিভিটা স্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে পিকাপভ্যান সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটেছে।এতে ৫জন আহত ও দুই জন নিহত হয়েছে।নিহত এক জনের পরিচয় সনাক্ত করা গেছে। নিহত ব্যক্তি সাব্বির( ২২) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়।

আজ সমবার দুপুর ২.৩০ ঘটিকার সময় ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই ঢুলিভিটা বাস স্ট্যান্ড সংলগ্ন স্নোটেক্স আউটওয়ার লিঃ গার্মেন্টসের সামনে ঢাকাগামী একটি কভার ভ্যানের সঙ্গে আরিচাগামী একটি পিকআপ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে কভার ভ্যান এবং পিকআপের ড্রাইভার সহ ০৭জন গুরুতর আহত হয়।ঘটনাস্থলে দুজন নিহত হয়।

সংবাদ প্রকাশ করার আগ পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পারা যায় নি।ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জানান আরিচা মহাসড়কে ধামরাই ঢুলিভিটা বাস স্ট্যান্ড সংলগ্ন স্নোটেক্স আউটওয়ার লিঃ গার্মেন্টসের সামনে ঢাকাগামী একটি কভার ভ্যানের সঙ্গে আরিচাগামী একটি পিকআপ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে কভার ভ্যান এবং পিকআপের ড্রাইভার সহ ০৭জন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে দুজন নিহত হয়।ঘটনাস্থলে থেকে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করি।

ধামরাই উপজেলার নিরাপদ সড়ক চাই নিসচা সভাপতি নাহিদ রানা জানান অতিরিক্ত ওভারট্রেকিং কারণেই এই দূর্ঘটনাগুলো হচ্ছে।

সাভার হাইওয়ে থানা অফিসার ইনচার্জকে মুঠোফোনে একাধিক বার কল করা হলেও কোন যোগাযোগ করার সম্ভব হয়নি।

সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত (ভিডিও)

স্টাফ রিপোর্টার:  সাভারে ঢাকা আরিচা মহাসড়কে গেন্ডা বাস স্ট্যান্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।

শনিবার রাত ৮ টা ৩০ মিনিটের দিকে সাভারের গেন্ডা বাস স্ট্যান্ডের এনার্জি সিএনজি পাম্প সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চলন্ত মোটরসাইকেলের চেইন কভারের ভিতর থেকে একটি পিনিয়াম খুলে যাওয়ায় , মোটরসাইকেলটির চেইন চাকার সাথে জড়িয়ে মহাসড়কে মোটরসাইকেলটি পড়ে যায়, তারপরেই মোটরসাইকেলের চালক ছিটকে রাস্তায় পড়ে গেলে, পেছন থেকে আসা একটি গাড়ি তার উপর দিয়ে চলে যাওয়ায় তার মৃত্যু হয়।

হাইওয়ে থানার এসআই রহিম জানান, তার নাম ঠিকানা সবকিছুই পাওয়া গিয়েছে তাহার বাড়িতে লোকজনকে বিষয়টি জানানো হয়েছে আমরা ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। নিহত তাসিব (২৫) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার সুজিতগঞ্জ গ্রামের আব্দুল রশিদের ছেলে। জানা যায় ,নিহত তাসিন খিলগাঁও শাজাহানপুরে বসবাস করতেন ।

কালিয়াকৈরে বিডিইউতে “বি‘  ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ)বাংলাদেশ এর জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের “বি’ ইউনিটের সমন্বিতি ভর্তি পরীক্ষান ২০২১ সম্পন্ন হয়েছে।

শনিবার গাজীপুর মহানগরীরর ভাওয়াল বদওে আলম সরকারী কলেজ উপকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষা চলাকালিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ আবেদনকারীদের মধ্য থেকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য

১হাজার ৪০৫ জন পরীক্ষার্থীকে নির্বাচিত করেন। তাদের মধ্যে ১হাজার ২৯৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল । পরীক্ষায় উপস্থিতির হার ৯২.২৪ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম জোয়ার্দার এবং ট্রেজারার ড. মোঃ আনোয়ার হোসেন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে

সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

সাভারের সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ( ভিডিও)

সাভার প্রতিনিধি:সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। শুক্রবার দুপুরে সাভার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সংবাদ কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, আশুলিয়ায় বাড়িতে ঢুকে হামলা মারধর ও লুটপাটের ঘটনায় এক ইউপি সদস্য গ্রেপ্তারের সংবাদ প্রকাশের পর উদ্দেশ্য প্রণোদিতভাবে কয়েকজন সাংবাদিককে উদ্দেশ্য করে ভয়ংকর অপপ্রচারে লিপ্ত হয়েছে ও হুমকি দিয়ে আসছে তার অনুসারীরা।

সাংবাদিকদের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে বিভিন্ন অপপ্রচার। যা তথ্যপ্রযুক্তি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ভয়ংকর অপরাধের শামিল। তাই এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধনে বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশের মাধ্যমে তাদের অপকর্মের বিষয়টি ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হওয়ায় এখন সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে সন্ত্রাসীরা। বিষয়টি সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের মত প্রকাশের ক্ষেত্রে বড় অন্তরায়।

মানববন্ধন থেকে এসব অপপ্রচারের উস্কানি দাতা সামিউল আলম শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন সাংবাদিকরা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ জাফর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভি’র প্রতিবেদক নাজমুল হুদা, ভোরের পাতা ও গ্লোবাল টেলিভিশনের প্রতিবেদক তোফায়েল হোসেন তোসানি, দৈনিক মানবকন্ঠের সাদ্দাম হোসেন, এশিয়ান টিভির ওমর ফারুক, ডেইলি সানের প্রতিবেদক মেহেদী হাসান মানিক ও ভুক্তভোগী সাংবাদিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি জাহিন সিংহ ও দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি সোহেল রানা।

অন্যান্যের মধ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম, মোহনা টিভির প্রতিবেদক জিয়া উদ্দিন জাহিদ, যায় যায় দিনের প্রতিবেদক আরজু মীর, সময়ের আলোর দেওয়ান মো. ইমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে সারা দেশের নির্যাতিত সাংবাদিকদের সঙ্গে একাত্মতা পোষণ করে সাংবাদিকদের পেশাদারিত্বের নিরাপত্তা ও সংবাদ মাধ্যম ও সংবাদকর্মীদের যেকোনো দাবির সাথে সরব থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, দেশে কথায় কথায় সাংবাদিক নির্যাতন রুটিনে পরিণত হয়ে গেছে। সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলেই দলীয় নেতাকর্মী, দূর্ণীতিবাজ, অপরাধী,দূর্বৃত্তদের গা জ্বলে। সাংবাদিকদের দমাতে নির্যাতন , হামলা, মিথ্যা মামলা, হয়রানী, লাঞ্ছনাসহ অপ-প্রচারের মত কৌশল বেছে নেয় সন্ত্রাসীরা। সংবাদের জেরে এরা সাংবাদিককে হত্যা করতেও দ্বিধা করেনা। দেশে সাংবাদিক সুরক্ষায় কোন আইন নেই। রাষ্ট্রকে অবিলম্বে গণমাধ্যমের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এসময় সাভারের স্থানীয় সাংবাদিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি জাহিন সিংহ ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি সোহেল রানাকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, গত ৯ আগস্ট মঙ্গলবার রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকায় দু’শতাধিক লোক নিয়ে একটি বাড়িতে হামলা চালান পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম সোহাগ।

এ ঘটনায় হামলা ভাঙচুর, লুটপাট ও নারীদের শ্লীলতাহানির অভিযোগে ভুক্তভোগীর দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

এর সংবাদ প্রকাশের পর থেকে সাংবাদিকদের উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার শুরু করেন গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানের ছোট ভাই সামিউল আলম শামীম ও তাদের অনুসারীরা।

সাভারে সামিয়া রহমান (২১) নামের এক গৃহবধুকে হত্যাঃস্বামী হৃদয় আটক

সাভারে সামিয়া রহমান (২১) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী সাদমান সাকিব হৃদয়কে আটক করেছে পুলিশ। রাতে তাকে আটক
করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত ওই গৃহবধুর মামা আশিকুর রহমান বলেন, রাতে পারিবারিক কলহের জের ধরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় স্বামীর বাড়িতে গৃহবধু
সামিয়া রহমানকে ওড়না পেচিয়ে হত্যা করে লাশ ঘরে ঝুলিয়ে রাখে স্বামী সাদমান সাকিব হৃদয়।

পরে প্রতিবেশীরা ওই গৃহবধুকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী হৃদয়কে আটক করেছে পুলিশ।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন,কিভাবে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মাগুরার শ্রীপুরে সাপের কামড়ে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি:বৃহস্প্রতিবার রাতে শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের রিয়াজ জোয়াদ্দার (১০) নামে এক স্কুল ছাত্রের বিষাক্ত সাপের কামড়ে করুণ মৃত্যু হয়েছে।

সে হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও মদনপুর গ্রামের মিজানুর রহমান জোয়াদ্দার এর পুত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রিয়াজের বাড়ি মদনপুর গ্রামে হলেও সে নানা বাড়ি হোগলডাঙ্গা গ্রামে থেকে লেখা-পড়া করত। বৃহস্পতিবার সে যথারীতি স্কুলে ক্লাসও করেছে এবং সন্ধ্যার পর পরিবারের সবার সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান ৮টার দিকে ঘুমন্ত অবস্থায় রিয়াজের বাম হাতে সাপে কামড় দিলে সে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। পরে পরিবারের লোকজন দ্রুত ছুটে এসে হাতে সাপের কামড়ের চিহ্ন ও সাপটি দেখতে পায়।

ঘটনার পরপরই স্কুল ছাত্র রিয়াজকে বাঁচানোর জন্য প্রাথমিক পর্যায়ে ওঝা-কবিরাজ এবং পরে তাকে চিকিৎসার জন্য চিকিৎসকের নিয়ে যাওয়া হলেও কাল সাপের কবল থেকে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এঘটনায় গোটা পরিবারসহ এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।

কালিয়াকৈরে মৎস্য ককর্মকর্তার অভিয়ানে চায়না জার জব্দ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা বিলে অভিযান চালিয়ে কারেন জাল ও চায়না জাল জব্দ করেছেন উপজেলা মৎসা কর্মকর্তা।

বৃহস্পতিবার দুপুরে (১১ আগষ্ট) ঢালজোড়া ইউনিয়নে বাসুরা বিলে অভিযান চালিয়ে ৭২টি চায়না জাল ২ হাজার মিটার অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।অবৈধ এ জালের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ, উপজেলা ক্ষেত্র সম্পসারণ কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহম্মদ,অফিস সহকারী জুয়েল রানা, কালিয়াকৈর থানার (উপ পরিদর্শক ) আনোয়ার হোসেন সহ প্রশাসন ও মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ জানান, সকাল থেকে দুপুরে পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়। এবং সেই জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেট...