26 C
Dhaka, BD
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

গুজরাটে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।

টানা চতুর্থ দিনের মতো রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশের দেওয়াল ভেঙে পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, বন্যাকবলিত এলাকাগুলো থেকে প্রায় ১৮ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং রাজ্যের ৪০ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রাজ্যের ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে।

 

বৃষ্টিপাতের সাময়িক বিরাম সত্ত্বেও ভদোদরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত বিশ্বামিত্রী নদীর তীর উপচে আবাসিক এলাকাগুলো প্লাবিত হয়েছে। এর ফলে বিস্তৃত নিম্নাঞ্চলে মারাত্মক বন্যার দেখা দিয়েছে।

আজওয়া ও প্রতাপপুরা জলাধার থেকে বিশ্বামিত্রী নদীতে পানি ছাড়ার পরে বেশ কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাজ্যের ১৪০টি জলাধার ও বাঁধ এবং ২৪টি নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার দ্বারকা, জামনগর, রাজকোট ও পোরবন্দরে ১২ ঘণ্টায় ৫০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দ্বারকার ভানবাদ এলাকায় এই সময়ে ১৮৫ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা রাজ্যের সর্বোচ্চ।

বৃষ্টির জেরে রাজ্যে যান চলাচল, ট্রেন পরিষেবা ও বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে।

প্রবল বৃষ্টির মধ্যে ভদোদরায় কুমিরের অস্বাভাবিক উৎপাত দেখা দিয়েছে। ৩০০ কুমিরের আবাসস্থল বিশ্বামিত্রী নদী প্লাবিত হওয়ায় এই সরীসৃপগুলো মানুষের বসতিতে ঢুকে পড়েছে, যা বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার একটি বাড়ির ছাদে ও রাস্তায় বেশ কয়েকটি কুমিরকে বিশ্রাম নিতে দেখা গেছে।

কোন শাড়িতে কেমন ব্লাউজ

ঘরোয়া ছিমছাম অনুষ্ঠান হোক, বা সান্ধ্য আড্ডা, বিয়েবাড়ি বা পার্টিতেও ‘কনস্ট্রাস্ট’ করে পোশাক পরারই চল এখন। সাবেকি সাজ হোক বা ইন্দো-ওয়েস্টার্ন, বনেদি লুক থেকে আধুনিক— কোন শাড়ি কোন ধরনের ব্লাউজ দিয়ে পরবেন, বুঝতে পারছেন না? তা হলে জেনে নিন।

হালকা রঙের সঙ্গে গাঢ় রঙেরই সুন্দর মিলমিশ হয়। সাদা শাড়ির সঙ্গে কালো রঙের ব্লাউজ় পরলে বেশ লাগে।

সেই নিয়ম মেনেই সাদার সঙ্গে লালের যুগলবন্দির তুলনা নেই। আবার একই রঙের হালকা ও গাঢ় শেডও দেখতে ভাল লাগে। যেমন গাঢ় নীলরঙা শাড়ি হলে, তার সঙ্গে নীলের যে কোনও হালকা শেডের ব্লাউজ ভাল লাগবে।

হলুদ আর কমলার বৈপরীত্যও বেশ সুন্দর লাগে। আবার তেমন নীল-গোলাপি, সবুজ-নীলের বৈপরীত্য নজর কাড়ে।

এবার আসা যাক, ব্লাউজ বাছাইয়ের প্রসঙ্গে। কোটা শাড়ি বাঙালি মেয়েদের বেশ পছন্দের। এই শাড়ি একটু স্বচ্ছ। তাই গলা ঢাকা সাবেকি ধাঁচের ব্লাউজের সঙ্গে ভাল মানাবে। আবার যদি টিস্যু শাড়ি কেনেন, তা হলে বেছে নিতে পারেন ভি নেক ব্লাউজ। হাতা কনুই অবধি করতে পারেন। এখন এমন হাতা ব্লাউজ়ই পছন্দের তালিকায় রয়েছে।

হালকা রঙের শিফন বা জর্জেটের শাড়ির সঙ্গে ভারী নকশা করা জমকালো ব্লাউজ ভাল লাগবে। তবে যদি জমকালো শিফন বা সিল্কের শাড়ি হয়, তা হলে হালকা রঙের ব্লাউজই বেছে নিন। এখন তো হ্যান্ডলুম শাড়ির খুব চল। হালকা রঙের সুতির হ্যান্ডলুম শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজ ভাল মানাবে।

ঢাকাই জামদানির মতো শাড়ি হলে ভি নেক, কনুই অবধি হাতার ব্লাউজ পরলে ভাল লাগবে। ছিমছাম সান্ধ্য আড্ডায় বা ঘরোয়া পার্টিতে সুতির হ্যান্ডলুমের সঙ্গে হল্টার নেক পরে চমকে দিতে পারেন। হালকা নরম শাড়ির সঙ্গে হল্টার নেক আপনার সাজকেই করে তুলবে অন্য রকম। পার্টিতে আপনিই হবেন মধ্যমণি। এখন তো জুয়েল নেক ব্লাউজের কদর বাড়ছে। এই ধরনের ব্লাউজগুলিও অনুষ্ঠানবাড়িতে পরে যাওয়ার জন্য উপযুক্ত। ব্লাউযের গলার দিকে পাথর দিয়ে কিংবা ভারী চুমকি দিয়ে ভরাট কাজ করা থাকে। সাধারণত এগুলি্র গলা অনেকটা বড় হয়ে থাকে, যাতে কোনও ভারী হার বা চোকার পরার প্রয়োজন না হয়। যে কোনও শাড়ির সঙ্গেই এই ব্লাউজ পরলে দেখতে ভাল লাগে।

যদি বেনারসি বা কাঞ্জিভরমের মতো একটু ভারী শাড়ি পরেন, তা হলে এমব্রয়ডারি ব্লাউজ বেছে নিতে পারেন। বিয়েবাড়িতেও এমন ব্লাউজ পরে গেলে আপনার দিকেই নজর থাকবে সকলের।

সন্তান আসার আগেই ঠিকানা বদল দীপিকা-রণবীরের

নতুন সদস্য আসতে চলেছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের সংসারে। সন্তান আগমনের পাশাপাশি দীপিকা-রণবীরের নাকি ঠিকানাও বদল হতে চলেছে। সন্তান আসার আগেই নতুন বাড়িতে উঠতে চলেছেন বলিউডের এই তারকা দম্পত্তি।

এবার সমুদ্রের কাছাকাছি নতুন বাড়ি কিনেছেন দীপিকা ও রণবীর।

জানা গেছে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে নিয়েছেন এই বাড়িটি। শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর কাছেই এই বাড়ি।

তাদের নতুন এই বাড়ি আয়তনে ১১,২৬৬ বর্গফুট। এ ছাড়া এই বাড়িতে রয়েছে ১৩০০ বর্গফুট অতিরিক্ত জায়গা। এক বহুতলের চারটি তল নিয়ে তৈরি তারকা দম্পতির নতুন বাসস্থান। ১৬ তলা থেকে ১৯ তলা পর্যন্ত দীপিকা-রণবীরের নতুন বাড়ির দাম ১০০ কোটি টাকা। ইতিমধ্যেই তাঁদের নতুন বাসস্থানের ভিডিও প্রকাশ্যে এসেছে।

তবে এই নতুন বাড়িতে দীপিকা ও রণবীর কবে গিয়ে উঠবেন তা এখনও জানা যায়নি।  ২০২১-এ আলিবাগে ২২ কোটি টাকা একটি বাড়ি কিনেছিলেন দীপিকা ও রণবীর।

উল্লেখ্য, ২০১৮-র ১৪ নভেম্বর ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। দেশে ফিরে একাধিক প্রীতিভোজের আয়োজনও করেছিলেন তারকা জুটি।

এ বছরের শুরুতে এই তারকা দম্পতি ঘোষণা করেন, তাঁদের কোলে আসতে চলেছে প্রথম সন্তান। দীপিকা-রণবীরের সংসারে নতুন সদস্যের অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরাও। সূত্র: আনন্দবাজার

চট্টগ্রাম বন্দরে নামছে টনে টনে পেঁয়াজ

শীততাপ নিয়ন্ত্রিত (রেফার) কনটেইনারে চীন, পাকিস্তান, মিসর থেকে আসা  টনে টনে পেঁয়াজ নামছে চট্টগ্রাম বন্দরে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে সাড়ে তিনশ’ টন।

এর আগের দিন বুধবার বন্দরে নেমেছে ৪০৫ টন। জুলাই-আগস্ট দুই মাসে চট্টগ্রাম বন্দরে নেমেছে ৪ হাজার ৭০০ টন।

যা গত বছর বন্দর দিয়ে আসা পেঁয়াজের চেয়ে বেশি। ২০২৩ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ এসেছিল ৩ হাজার ২০০ টন।

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ শাহ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পেঁয়াজ পচনশীল পণ্য হওয়ায় দ্রুততম সময়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড়পত্র দিয়ে থাকি আমরা। আমদানির পাইপলাইনে আরও পেঁয়াজ আছে। আমদানিকারকরা নতুন নতুন দেশ থেকে পেঁয়াজ আনতে অনুমতি নিচ্ছেন।

সরেজমিন খাতুনগঞ্জে দেখা গেছে, আড়তগুলোতে দেশি, ভারত, চীন, পাকিস্তান, মিসর, থাইল্যান্ডের পেঁয়াজ ভর্তি। দেশি ও ভারতীয় পেঁয়াজের সরবরাহ কিছুটা কম হলেও বড় বড় চীনা পেঁয়াজে বাজার সয়লাব।

কৃষ্ণ চৌধুরী নামের একজন বেপারী বলেন, চীন থেকে বন্দরে আসা রেফার কনটেইনার থেকে ডেলিভারি নিয়ে সোজা খাতুনগঞ্জে নিয়ে এসেছি। এসব পেঁয়াজ বড় পরিবার, হোটেল রেস্টুরেন্ট ও বিয়ে শাদির অনুষ্ঠানে বেশি চলে। আশার কথা হচ্ছে, এসব পেঁয়াজের রং লালচে, ঝাঁজেরও কমতি নেই।

তিনি বলেন, সচরাচর চট্টগ্রামের আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করেন না। রসুন, আদা আমদানি করেন বেশি। তবে পেঁয়াজের বাজারে সংকট তৈরি হলে দ্রুততম সময়ে পেঁয়াজ নিয়ে আসেন বিভিন্ন দেশ থেকে।

আল আকসা ট্রেডার্সের স্বত্বাধিকারী জানান, বন্যা ও সীমান্তে নানা জটিলতার কারণে পেঁয়াজের বাজারে সংকট তৈরি হয়েছিল। এ অবস্থায় সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আসায় বাজার নিয়ন্ত্রণে আছে।

মালিবাগ ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ১১টা ২০ মিনিটের দিকে আমরা সংবাদ পাই মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। সেখানে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নিইয়ন্ত্রণ করে ১১টা ৪২ মিনিটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, পুলিশের গাড়ির কোনো ত্রুটি থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটে।

আগুন লাগার বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পুলিশের চলন্ত গাড়িতে আগুন দেখা যায়। গাড়ির বানেট খোলা ছিল। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। গাড়িটি আংশিক পুড়ে গেছে।

উপদেষ্টার দেওয়া পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন সাফজয়ীরা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকায় ফেরে বাংলাদেশ দল। বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় মিরাজুল-রাহুলদের।

এর পরই তারা চলে যান জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আমন্ত্রণে। খেলোয়াড়সহ দলের সবার সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন এই উপদেষ্টা।

যুবাদের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এরপর সাফজয়ী দলের প্রত্যেক সদস্যকে ২৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেন তিনি।

কিন্তু পুরস্কারের অর্থ নিজেদের কাছে রাখেননি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্যরা। বন্যার্তদের সহযোগিতার জন্য ওই অর্থ উপহার দিয়েছেন তারা।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তারই প্রতিফলন ঘটেছে ফুটবলের মাঠে। এ অর্জন এবং সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে, তা নিশ্চিত করতে হবে। ‘

উল্লেখ্য, গতকাল নেপালের আনফা কমপ্লেক্সে ফাইনালে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ফাইনালে জোড়া গোল করেন মিরাজুল ইসলাম। একটি করে গোল রাব্বী হোসেন রাহুল এবং পিয়াস আহমেদ নোভার।

বয়সভিত্তিক টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে এটিই বাংলাদেশের প্রথম শিরোপা।

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

রুহুল কবির রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর-উত্তম) সমাধিতে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতারা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

তিনি আরও জানান, এদিন বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফলি অনুষ্ঠিত হবে।
একইভাবে সারা দেশে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ডিএমপির আরও ২৭ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও ২৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি নির্দেশ দেওয়া হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৫ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এবং ১২ জন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
সরকার পরিবর্তনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে।

তারই ধারাবাহিকতায় এবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২৭ জন কর্মকর্তাকে বদলি করা হলো। এদের মধ্যে পাঁচ কর্মকর্তাকে কোনো দায়িত্ব না দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

কোন অনিয়মের সঙ্গে দলের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : ডা: সালাউদ্দিন

স্টাফ রিপোর্টার : ঢাকা-১৯ আসন, সাভারের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রিয় কমিটির সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, কোন অন্যায়-অনিয়মের সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এটা শুধু আমার কথা না, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের এ নির্দেশনা দিয়েছেন। কেউ দলের নির্দেশনা অমান্য করলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন।

ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সাভার পৌরসভার ব্যাংক কলোনীর বাসায় আজ বৃহস্পতিবার মতবিনিময়ে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, সাভার-আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনকালে অর্ধশতাধিক হত্যাকান্ড ঘটেছে। ইতোমধ্যে এসব ঘটনায় দুই থানায় ১৫টি হত্যা মামলা হয়েছে। এ সব মামলায় কিছু অনাকাঙ্খিত মানুষের নাম এবং বিএনপি নেতাকর্মীদেরও নাম এসেছে। কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য অনেক নিরীহ মানুষকে এসব মামলায় ফাঁসিয়েছে। গুলি করে হত্যা করা হয়েছে সাভারে অথচ মামলায় রংপুরের এমপি, উপজেলা চেয়ারম্যানসহ অন্য নেতাদেরও আসামী করা হয়েছে। যা মোটেও কাম্য নয়।

তিনি এসব ঘটনা নিরসনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, বিভিন্ন স্থানে গার্মেন্টের জুট ব্যবসার নিয়ন্ত্রণ, জমি দখল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের পদ থেকে অপসারণসহ বিভিন্ন অভিযোগ আসছে। জমি দখলের প্রক্রিয়ায় একটি স্থানে কতিপয় ব্যক্তি আমার নামেও সাইন বোর্ড ঝুলিয়ে দখল করার চেষ্টা করেছিল। খবর পেয়ে আমি লোকজন পাঠিয়ে সেই অপচেষ্টা রোধ করি এবং সাইন বোর্ড অপসারণ করি। এ সব ঘটনা আমাদের দলীয় নেতাকর্মীরা কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আরও বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-গণআন্দোলনে ফলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এ আন্দোলনে অনেক রক্ত ঝরেছে। অনেক ত্যাগের বিনিময়ে আজ আমরা কথা বলতে পারছি। দেশ পুনর্গঠনের সুযোগ পেয়েছি। আমরা দেশের শান্তি-শৃঙ্খলা এবং উন্নতির জন্য আন্তরিকভাবে কাজ করতে চাই। এ লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা চাই।

মতবিনিময় সভায় সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, পৌর বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট নাজিম উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আবদুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ শাহীন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ্জামান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক তমিজ উদ্দিনসহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

ওয়ারীতে জমি বিক্রি করেও দখল দেননি কথিত প্রতারক আইনজীবী

Oplus_0

নিজস্ব প্রতিবেদক: সরকার পরিবর্তনের পর রাজধানীর ওয়ারীতে সাফ কবলা জমি বিক্রি করেও দখল করে নেয়ার অভিযোগ উঠেছে কথিত এক আইনজীবীর বিরুদ্ধে।‌

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেছে দেশের স্বনামধন্য আবাসন কোম্পানি আল মুসলিম বিল্ডার্স। এ সময় সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন কোম্পানির আইনজীবী অ্যাডভোকেট আনসারুজ্জামান, এ্যাডভোকেট সাজিরুল হাসান ও প্রতিষ্ঠানটির ম্যানেজার এম এ কাইয়ুম প্রমুখ।

লিখিত বক্তৃতা তুলে ধরে আইনজীবী আনসারুজ্জামান বলেন, ২০১১ সালে রাজধানীর ওয়ারী এলাকার ১নং নবাব স্ট্রিটে ৯২.০৫ শতাংশ জমি কেনার জন্য কোম্পানিটি আইনজীবী সৈয়দ আজাহারুল কবীরের সঙ্গে বায়না চুক্তি সম্পাদন করে। ওই সময় আজহারুল কবীর নিজেকে সম্পূর্ণ জমির মালিক দাবি করে তাদের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেয়।

পরবর্তীতে কাগজপত্র তল্লাশি করে আরও দুইজন মালিকের নাম বেরিয়ে আসে। এরপর আজহারুল কবীর নিজেদের ভিতর আপস মীমাংসা করে সম্পূর্ণ জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করে দ্বিতীয় দফায় চুক্তিবদ্ধ হয়।

ওই সময় তিনি জাল কাগজপত্র সৃজন করে কোম্পানিকে জমিয়ে বুঝিয়ে দেয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় কোম্পানি মূল মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে ৫০ কোটি টাকার বিনিময়ে ওই জমি কিনে নেয়। ওই জমিতে আজহারুল কবীরের মাত্র ৬.১৩ শতাংশ জমি রয়েছে। এ নিয়ে মামলা আদালতে গড়ালে আদালতের মধ্যস্থতায় ২০২৪ সালের ১২ মে সৈয়দ আজাহারুল কবীরের সঙ্গে পুণরায় একটি আপোষ চুক্তি সম্পন্ন হয়। যার ফলে তিনি জমির মালিকানার সমস্ত দাবি ত্যাগ করেন। চুক্তির শর্ত অনুযায়ী আরো ১১ কোটি ৭৫ লক্ষ টাকা সহ সর্বমোট ২১ কোটি ৭৫ লক্ষ টাকা প্রদান করা হয়, বর্তমানে তার ওই সম্পত্তির উপর কোনো অধিকার নেই। তিনি সেখান থেকে বাসা স্থানান্তর করার জন্য কোম্পানির কাছ থেকে তিন মাস সময় নেয়। ‌

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে গত ৭ আগস্ট সৈয়দ আজাহারুল কবীর ও তার পুত্র ইজাজ কবির এবং তাদের সহযোগীরা ওই জমিতে অনুপ্রবেশ করে সশস্ত্র হামলা চালিয়ে দায়িত্বরত আনসার সদস্য ও আল-মুসলিম গ্রুপের কর্মচারীদের উপর গুলি বর্ষণ করে কোম্পানির সম্পত্তি দখল করে নেয় এবং কয়েক লাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্ৰহন করা হয়েছে। তাছাড়া গত ২০ আগস্ট প্রতারক আজহারুল কবীর ওই জমি নিজের দাবী করে প্রতারণামূলক তথ্য দিয়ে একটি সংবাদ সম্মেলন করে আল মুসলিম বিল্ডার্স ও আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছে সুনাম নষ্ট করার অপচেষ্টা চালায়।

এ ধরনের ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বিনিয়োগকারীদের আর্থিক সুরক্ষা প্রদানে ওই প্রতারকের কবল থেকে জমিটি উদ্ধার করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সর্বশেষ আপডেট...