27 C
Dhaka, BD
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

টোল দিয়ে পদ্মা সেতুতে উঠলেন প্রধানমন্ত্রী, গাড়ি থামিয়ে সৌন্দর্য উপভোগ ।

পদ্মা সেতু হয়ে সড়কপথে সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) সকালে রাজধানীর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল পৌনে ৯টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল পরিশোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তার গাড়িবহর সেতুতে উঠে যায়।

মূল সেতুতে উঠার পর প্রধানমন্ত্রীর যাত্রাসঙ্গী হিসেবে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নামেন তিনি। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তেও থেমে কিছু সময় অতিবাহিত করেছে প্রধানমন্ত্রীর গাড়িবহর। এসময় পরিবারের অন্য সদস্যরাও সেখানে ছিলেন।

শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। পরিবারের সদস্যদের নিয়ে সফর শেষে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ঘরবাড়ি মেরামতে প্রধানমন্ত্রীর ৫ কোটি টাকার অনুদান

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছেন। এই টাকা থেকে সিলেটের পাঁচ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়া হবে।

রোববার (৩ জুলাই) জেলা প্রশাসককের কার্যালয়ের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি, পুনর্বাসন ও ত্রাণ বিতরণ নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

তিনি বলেন, সোমবার থেকে শুরু হবে এই টাকা বিতরণ। মূলত এবারের বন্যায় যেসব পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেই এই টাকা দেয়া হবে।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিলেটে পাঁচ কোটি টাকা অনুদানের চেক পাওয়া গেছে। এই টাকা থেকেই প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার পরিবারকে সহায়তা করা হবে। পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা দেয়া হবে।

গত ১৫ জুন থেকে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দেয়। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় জেলায় প্রায় ৪০ হাজারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো বেশিরভাগ মানুষ পানিবন্দি অবস্থায় আছেন।
রোববার সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, বর্তমানে ৩৫ হাজার ৬৮৫ জন আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

তিনি বলেন, সিলেট জেলায় ৬৫৪টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৩০ হাজার ৬৩২ জন লোক আশ্রয় গ্রহণ করেন। অনেক এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় লোকজন আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজেদের বাসা-বাড়িতে ফিরে গেছেন। তবে, এখনও ৪১৬টি আশ্রয়কেন্দ্রে ৩৫ হাজার ৬৮৫ জন লোক অবস্থান করছেন।

জেলা প্রশাসক আরও জানান, আশ্রয়কেন্দ্র গুলোতে ৩১ হাজার ৯৭টি গবাদিপশু নিয়ে এসেছিলেন বন্যাকবলিতরা। বর্তমানে আশ্রয়কেন্দ্রে ৫৩০টি গবাদিপশু রয়েছে।

রাণীশংকৈলে উপজেলা কৃষক লীগের সল্মেলনে সভাপতি আঃ রহিম , সাধারণ সম্পাদক দিগেন

হুমায়ুন কবির,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সমঝতার মধ্যে সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ নির্বাচিত হয়েছেন।

শনিবার ২ জুলাই রাত সাড়ে নয়টায় পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মঞ্চে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আরমানুল হক পার্থ তাদের নাম ঘোষনা করেন।

এর আগে অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা সভায় উপজেলা কৃষক লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, জেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক পবারুল ইসলাম,কেন্দ্রিয় কমিটির সদস্য আরমানুল হক পার্থ ও লুৎফুল বারি উসমানী। উদ্বোধক ছিলেন আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব,
পৌর মেয়র ও আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আলম,ভাইস চেয়ারম্যান ও সেচ্ছাসেবকলীগ সভাপতি সোহেল রানা, পীরগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল জলিল , হরিপুর কৃষক লীগের সভাপতি অধ্যাপক রিয়াজুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আ.লীগ শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক সহযোগি অধ্যাপক প্রশান্ত বসাক।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বাচোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন অনিয়ম

গীতি গমন চন্দ্র : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৫নং বাচোর ইউনিয়নের বাচোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা,বিদ্যালয়ে দেরীতে আসা ও স্কুল টাইম অবমাননার প্রামাণ্য চিত্র পাওয়া যায়।

গত ২৭/০৬/২০২২ ইং তারিখে সোমবার সকাল ৯ ঘটিকায় রানীশংকৈল উপজেলার বাচোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সকাল ৯:৩৫ মিনিটে স্কুলে আসেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেশ চন্দ্র রায়,সকাল ৯ঃ৩৭ মিনিটে সহকারী শিক্ষক মোছাঃফরিদা ইয়াসমিন,সকাল ১০টায় সহকারী শিক্ষক মিজানুর,সকাল ১০টা সহকারী শিক্ষক ভরনী প্রসাদ রায় ও ১১ঃ৫০মিনিটে প্রধান শিক্ষকর বউ সহকারী শিক্ষক রঞ্জনা রানী বিদ্যালয়ে আসেন।সরকারি নীতি মালায় সকাল ৯টায় স্কুল খোলার নির্দেশ থাকলেও প্রধান শিক্ষক সহ সকল সহকারী শিক্ষক দেরীতে আসেন।প্রধান স্কুলে এসে ৯ঃ৪০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন।বাচোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়ম নীতি তোয়াক্কা না করে দেদারসে স্কুল ফাঁকি দিয়ে চলছে। বিদ্যালয়ে না এসে ও হাজিরা খাতায় সঠিক টাইমে স্বাক্ষর করছে।গত ২৬/৬/২০২২ইং তারিখে প্রধান শিক্ষকের বউ সহকারী শিক্ষক রঞ্জনা রানী স্কুলে আসেন নাই।ছুটি না নিয়ে স্কুল না আসে থাকলে ও কোন ব্যাবস্থা নেননি প্রধান শিক্ষক তার নিজ স্ত্রী রঞ্জনা রানীর বিরুদ্ধে।রঞ্জনা রানী দেরীতে স্কুলে আসলে ও নিজের বউ বলে প্রধান শিক্ষক তার ব্যবস্থা নিতে পারবেন না বলে সাংবাদিক কে জানায়।ঐ বিদ্যালয়ের সহকারী মোছাঃফরিদা ইয়াসমিন তার স্বামী মোঃফয়জ উদ্দিন পীরগঞ্জ উপজেলার এক হাইস্কুল শিক্ষক তিনি ও তার বিদ্যালয়ে সঠিক টাইমে স্কুল করেনা।

এ বিষয়ে রানীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমি তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক পদক্ষেপ গ্রহণ করব।

রাণীশংকৈলে সাংবাদিক শিল্পীর বাবার ইন্তেকাল ও দাফন সম্পন্ন

হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাব (পুরাতনের) সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ‘কালের কন্ঠ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পীর বাবা নজরুল ইসলাম (৮৮) গতকাল বিকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন )।
মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলার উত্তর সন্ধ্যারই নিজ গ্রাম জামে মসজিদ সংলগ্ন কাঠাল বাগান মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

সাংবাদিক শিল্পীর বাবা নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাণীশংকৈল প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও কর্মকর্তারা।
এছাড়াও ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা অনলাইন প্রেসক্লাব, পীরগঞ্জ প্রেস ক্লাব, পরিবারসহ রাণীশংকৈল উপজেলার আ.লীগ, বিএনপি’সহ নানা অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংকৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে অধ্যাপক মনিরুজ্জামান মনি উপস্থিত সকলের নিকট তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেন।
দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় রাণীশংকৈল আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ হিল বাকী হুজুরের পরিচালনায় দোয়া করা হয়।

সাভারে সাত তলা ভবন থেকে লাফিয়ে এক তরুণীর আত্মহত্যার চেষ্টা (ভিডিও)

https://youtu.be/ej0tWDgqa0Y

স্টাফ রিপোর্টার: সাভারে সাত তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে শানিলা নামের ১৬ বছরের এক তরুণী।

বৃহস্পতিবার ৩০ জুন বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার পুলিশ টাউন এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ টাউনে বসবাসরত প্রত্যক্ষদর্শীরা জানায়,বিকেলে হঠাৎ করে দশ তলা ভবনের সাত তলা থেকে আত্মহত্যার জন্য মাটি পড়েন শানিলা নামের ওই তরুণী। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চলছে তার চিকিৎসা সেবা।

তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবিষয়ে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা.ইয়াসির আরাফাত বলেন,কিকারণে ওই তরুণী ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে তার পরিবারের সাথে কথা বলে জানতে পারবো।

এবিষয়ে সাভার মডেল থানা পুলিশ বলছে,বিষয়টি তদন্ত চলছে। কিকারণে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছে।

Curso de desarrollo web: Aprender a programar desde cero

Se utiliza en los sitios web de Netflix, Imgur, Feedly, Airbnb, SeatGeek, HelloSign, Walmart y otros. Este es un curso introductorio, sin costo, por lo que abarca las bases para entender cómo escribir código. Aprender a programar es algo que puedes lograr sin importar tu edad. Por ejemplo, hay diferentes ventajas al aprender a programar en la niñez. Lo importante es tener la disposición para aprender y nunca rendirse, a pesar de lo difícil que pueda parecer al principio. A medida que trabajas en el proyecto, puedes investigar y aprender diferentes técnicas y conceptos de programación.

  • Si quieres dominar Javascript o CSS, aquí hay mucho material de lectura y artículos prácticos.
  • Es una buena idea conocer HTML, CSS y JavaScript antes de trabajar en esta sección, ya que las herramientas analizadas funcionan junto con muchas de estas tecnologías.
  • En este sentido, nos damos cuenta de lo eficiente que puede ser el curso de desarrollo web, ya que desarrolla al estudiante para enfrentar los problemas más actuales de las empresas.
  • Puede darse de baja en cualquier momento siguiendo las instrucciones de las comunicaciones recibidas.
  • Identifica y escribe tus metas de programación, y guárdalas en un lugar seguro.
  • Se basa en objetos que se pueden acomodar y reutilizar de forma sencilla.

Si desea copiarlos todos en su computadora, la forma más fácil es descargar un ZIP de la última rama del código principal. El objetivo de esta área de MDN no es llevarte de “principiante” a “experto”, sino llevarte de “principiante” a “cómodo”. A partir de ahí, deberías poder empezar a abrirte camino, aprendiendo de el resto de MDN, y otros recursos de intermedios a avanzados que suponen mucho conocimiento previo.

Requisitos para ser desarrollo web

Comienza con un curso como Tutorial para aprender Python desde cero o el Tutorial interactivo Python. Ambos cursos te brindaran una excelente introducción al lenguaje y su funcionalidad, abriéndote la puerta https://imagendeveracruz.mx/nacional/un-bootcamp-de-programacion-que-te-ensena-las-profesiones-ti-del-manana/50470348 para avanzar a niveles más avanzados en el futuro. La guía es extensa, pero la considero muy completa, esta es una sugerencia de la ruta a seguir si piensas seriamente en convertirte en desarrollador web.

desarrollo web desde cero

Para los programadores web es una herramienta muy útil para especificar el aspecto y la posición de los elementos en el sitio. Hoy se utilizan diversos elementos para hacer pruebas al código como un sandbox. Es importante definir los contenidos del sitio web, considerando aspectos SEO para todo lo relacionado con banners, bloques de información y los textos de cada una de las secciones.

Paso 5: Practica escribiendo tus propios programas

Estos problemas generalmente provienen de empresas privadas, nuevas empresas de tecnología o incluso una institución educativa que desea desarrollar una aplicación de etiqueta privada para facilitar el estudio de los estudiantes. Estoy aprendiendo mucho en platzi, voy terminando 6 cursos, hoy termine y aprobé el Curso Básico de Python, y sigo muy emocionado aprendiendo todos los días cosas nuevas bootcamp de programación para ser un gran desarrollador. Disfruta del proceso de aprendizaje y trata de encontrar proyectos o tareas que te interesen y te mantengan motivado. La programación puede ser una actividad muy gratificante y creativa, así que trata de disfrutarla mientras aprendes. Algo que me gusta de aprender asi en intrenet es que aprendo de forma super practica y voy aprendiendo paso a paso sin olvidarlo.

Descubre sus fundamentos a través de un curso como Aprender JavaScript en 1 hora o el Tutorial interactivo JavaScript, y sigue después con un curso más avanzado cuando sientas que dominas los fundamentos del lenguaje. JavaScript es otro lenguaje que es bastante conocido y versátil – tal como Java y Python. Aunque es históricamente conocido por ser un lenguaje de desarrollo web front-end que permite la creación de elementos interactivos, JavaScript se está utilizando mucho para otras cosas – incluyendo el desarrollo web back-end.

Java

Ruby es un lenguaje que se ha vuelto bastante popular en el desarrollo web full-stack. Permite una integración sencilla de los componentes back-end y front-end de un nuevo sitio web a través del marco de trabajo Rails. Como se mencionó antes, la programación es un nuevo campo que le presenta un mundo de oportunidades a las personas que quieren aprenderlo. A pesar de lo que has escuchado, aprender a programar en realidad no es tan difícil – especialmente cuando lo comparas con las competencias que se requieren para obtener la mayoría de los empleos cualificados. La programación se ha vuelto muy popular en los últimos años, pasó de ser algo utilizado en videojuegos y de vez en cuando en un dispositivo electrónico, a algo que define el mundo en que vivimos en la actualidad. Casi cualquier dispositivo, artículo electrónico y pieza moderna de maquinaria, contiene algo de código.

Dada la complejidad de trabajar con formularios, es un tema dedicado. Es importante prepararte para trabajar en la resolución de los ejercicios más adelante en el curso. Un framework para la alfabetización web básica y las habilidades del siglo XXI, que también proporciona acceso a actividades de enseñanza ordenadas por categoría. Cursos gratuitos y abiertos para el aprendizaje de habilidades tecnológicas, con tutoría y aprendizaje basado en proyectos. La siguiente es una lista de todos los temas que cubrimos en el área de aprendizaje de MDN.

কালিয়াৈকরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী হাফিজুল আটক।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে আহত করেছে।

বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর প্রকাশ্যে দুলালী বেগম (৩২) নামের এক পোশাক শ্রমিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত করেছে ওই নারীর স্বামী হাফিজুল ইসলাম (৪০)।

অভিযুক্ত হাফিজুল ইসলাম নীলফামারী সদর উপজেলার জামিয়ার হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুলালী বেগমের সাথে তার স্বামী হাফিজুল ইসলামের পারিবারিক কলহের কারনে দুলালী বেগম তার দুই সন্তান নিয়ে মৌচাকের আইছ মর্কেট এলাকায় ভাড়ায় বসবাস করে মৌচাক সাদমা ফ্যাশনে চাকরি করতেন।

বৃহস্পতিবার রাতে দুলালী বেগম কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন। এমন সময় দুলালীর স্বামী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে তার স্ত্রীকে ।এসময় এলাকাবাসী দুলালীকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করেন।

এলাকাবাসী দুলালী স্বামীকে আটক করে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘাতক স্বামীকে আটক করে মৌচাক পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক এস আই আসাদুজ্জামান জানান, অভিযুক্ত হাফিজুল ইসলাম কে আটক করা হয়েছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

রাণীশংকৈল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত টুর্নামেন্টেের চুড়ান্ত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম, সীমান্ত বসাক,জাহিদ হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী,কর্মকর্তা, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷ চুড়ান্ত খেলার ফলাফলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পূর্ব বলদানী সপ্রাবিকে টাইব্রকারে ৩-০ গোলে হারিয়ে বাকসা সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হন অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাউতনগর সপ্রাবিকে ১-০ গোলে হারিয়ে মীরডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হন৷ পরে দুই বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিএনপি ষড়যন্ত্র করে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেড আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি ষড়যন্ত্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়।

জাতীয় নির্বাচনকে বিশ্ববাসীর কাছে তাদের প্রভুদের সহায়তায় একটি অ-গ্রহণযোগ্য নির্বাচন করাতে চায়, তাঁর আলামত আমরা দেখতে পাচ্ছি।

বৃহস্পতিবার (২৩ জুন)দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা
বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কালিয়াকৈর বাসষ্টেশন প্রাঙ্গনে
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার
মোশারফ হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তোফাজ্জাল হোসেন রানা, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাসেল,
সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তুষার. উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়,সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় , ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক প্রমূখ।

সর্বশেষ আপডেট...