হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
কবরস্থানে দাফন করতে আসা প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হোসেন জানান, আমি আমার নানি শাশুড়ির দাফন সম্পন্ন করার জন্য কবরস্থানে আসি। দাফন শেষে যাওয়ার সময় দেখি একসঙ্গে অনেকগুলো কাপড় পড়ে আছে। প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম। পরে কয়েকজনকে ডাকলাম তারা এলে আমরা সবাই কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালা, টাউজারসহ কাপড়-চোপড় পড়ে আছে। আর কবরগুলোর বেড়া ভাঙা। পরে আরও লোকজন সমবেত হয়ে সকলে মিলে গিয়ে দেখলাম ১৯টি কবরের একটিও কঙ্কাল গুলো নেই। কঙ্কালগুলো সব চুরি হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, কঙ্কাল চুরির পর হয়তো পোশাক পরিবর্তন করে এখান থেকে চলে যায়। ১৯টি কবরের ভেতরে মরদেহের কোনো কঙ্কাল নেই। সেগুলো চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে “জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন-২০২২” করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ( ২৮ জুলাই) বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২” এর শুভ উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি।
এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি, আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মোঃ সামছুল আলম এবং উপ-মহাপরিচালকবৃন্দ সহ পরিচালকবৃন্দ ও বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিতে বিভিন্ন প্রজাতির ১৬ মন পোনা মাছ অবমুক্ত করা হয়। এছাড়া বাহিনীর
বিভিন্ন ইউনিটের জলাশয়েও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন করা হয়। আর্থ-সামাজিক উন্নয়নসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে নিজস্ব পুকুর ও জলাশয়ে মাছ চাষ করা এবং সাধারণ জনগণকে মাছ চাষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে বাহিনীর তৃণমূলের সদস্যদেরকে আহবান জানান বাহিনীর মহাপরিচালক।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মেঘালয় ইউনিটের সহসভাপতি বার্নাড এন মারাকের বিরুদ্ধে ফার্মহাউসে পতিতাপল্লী চালানোর অভিযোগ উঠেছে।
তুরা নামক এলাকার ফার্মহাউসে অশালীন কাজকর্মের অভিযোগে তাকে সম্প্রতি উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
মেঘালয়ের আদালত থেকে অজামিনযোগ্য ওয়ারেন্ট জারি করার একদিনের মাথায় ৪৬ বছর বয়সী মারাককে গ্রেফতার করা হয়। মারাক গারো পাহাড়ের স্বায়ত্তশাসিত জেলা কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য। গত শুক্রবার (২২ জুলাই) তার বাসা থেকে ৫ অপ্রাপ্তবয়স্ক নারীকে উদ্ধার করার পর থেকে তিনি পালিয়ে ছিলেন। তিনি সশস্ত্র গোষ্ঠী আচিক জাতীয়- এর একজন সদস্য ছিলেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মারাক এক সময়ে জঙ্গি সংগঠনের সদস্য ছিলেন, পরে তিনি যোগ দেন রাজনীতিতে। ঘটনাচক্রে বিজেপির সহসভাপতি হন তিনি।
পুলিশ জানায়, মারাকের একটি ফার্মহাউস আছে। রিম্পু বাগান নামের ওই খামার বাড়িতেই চলত ওই যৌনপল্লী। গোপন সূত্রে খবর পাওয়ার পরে সেখানে অভিযান চালানো হয়। ওই তল্লাশি অভিযানে সেই খামার বাড়ি থেকে ৪০০ মদের বোতল পাওয়া যায়। সেই সঙ্গে উদ্ধার হয়েছে প্রায় ৫০০টি অব্যবহৃত কনডম। যে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে তারা সেখানে খদ্দের হিসেবে গিয়েছে বলেও প্রমাণ পাওয়া গেছে। এই ফার্মহাউসে ৩০টি ছোট ছোট ঘর আছে ।
এছাড়া সেখান থেকে ৬ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ। তাদের মধ্যে চারজন বালক এবং ২জন মেয়েকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। একটি অস্বাস্থ্যকর ঘরে তাদেরকে তালাবন্ধ করে রাখা হয়। রিম্পু বাগানকে মারাক এবং তার সহযোগীরা অশ্লীল নানান কাজের জন্য ব্যবহার করতেন।
ফেব্রুয়ারিতে দায়ের করা এক অভিযোগের ভিত্তিতে মারাকের মালিকানায় থাকা বাসাবাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই অভিযোগ অনুযায়ী একজন অপ্রাপ্তবয়স্ক নারীকে যৌননিগ্রহ করেছেন তিনি।
দেশের ডলারের বাজারে অস্থিরতা বিরাজমান। মঙ্গলবার (২৬ জুলাই) খোলাবাজারে ডলার রেকর্ড ১১২ টাকায় বিক্রি হয়েছে। দেশের ব্যাংকগুলোও গ্রাহকের কাছে ১০৫ থেকে ১০৮ টাকায় ডলার বিক্রি করছে। এছাড়া বৈদেশিক বাণিজ্যে অর্থ লেনদেনে ব্যাংকগুলোতে যেমন পড়েছে বাড়তি চাপ তেমনি ইচ্ছেমতো দামে কেনাবেচা হচ্ছে মানি এক্সচেঞ্জগুলোতে।
চলমান এ পরিস্থিতিতে ডলারের বাজার স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংক এবার মাঠে নেমেছে। ডলারের বাজারে স্থিতিশীলতা ফেরাতে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের ১০টি পরিদর্শক দল বাণিজ্যিক ব্যাংক, মানি এক্সচেঞ্জ হাউজ ও খোলাবাজার পরিদর্শন শুরু করেছে।
তিনি বলেন, বেশি টাকা দিলেই ডলার পাওয়া যাচ্ছে। মানি এক্সচেঞ্জে আমাদের পরিদর্শকরা গিয়েছেন। এসময় সেখানে কিছু কিছু অনিয়ম পাওয়া গেছে। এক্ষেত্রে ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পরিদর্শন অব্যাহত থাকবে জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, পরিদর্শনে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ ছাড়াও ক্রেতাদের বিষয়ে জানার চেষ্টা চলছে।
তিনি বলেন, ডলার কেনাবেচায় কারসাজির প্রমাণ পেলে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে দেখা করেন।
এফবিসিসিআই সভাপতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, যারা ডলারের বাজার অস্থিতিশীল করছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, ব্যাংকগুলো তো ব্যবসা করার জন্য লাইসেন্স নিয়েছে। বাংলাদেশ ব্যাংক ৯৩ থেকে ৯৪ টাকায় ডলার দেবে এবং এরপরে তারা ১০৫ থেকে ১১০ টাকায় ডলার বিক্রি করবেন। এটা তো আমরা চাই না। আমরা তো শুনেছি, এখন শেয়ার ব্যবসায়ীরাও ডলারের ব্যবসা শুরু করেছেন। এর জন্য আমরা মনে করি, সরকারকে এগুলো শক্ত হাতে ধরা দরকার।
উল্লেখ্য, আন্তঃব্যাংক বাজারে ডলারের বিনিময়মূল্য ৯৪ টাকা ৭০ পয়সা। কিন্তু কোনো কোনো ব্যাংক ১০৫ থেকে ১০৮ টাকা দরে ডলার বিক্রি করছে।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে ৯ মাস বয়সি সুরাইয়া আকতার নামে এক কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছ ।
নিহত শিশুটি বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী দিঘির পাড় গ্রামের বাদশা আলমের মেয়ে। বুধবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন শিশুটির আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।
এর আগে, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেষপুর ভিএফ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনি সহিংসতায় পুলিশের গুলিতে শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবালসহ ৩ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে ওসিসহ পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রশাসন ও থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের দিন ভোট দেয়ার পর ভোট কেন্দ্রের পাশে আত্মীয়ের বাড়িতে গিয়েছিল নিহত শিশুর মা মিনারা বেগম। পরে নির্বাচনী কেন্দ্রে গোলমাল শুনতে পেয়ে মিনারা বেগম ও তার মেয়ে শিশু সুরাইয়াকে কোলে নিয়ে ঘটনাস্থলে যায়।
ভোট শেষে ওই কেন্দ্রের ইউপি সদস্য নির্বাচিত হয় বাবুল হোসেন। বাবুল হোসেনের ফলাফলের ঘোষণাকে কেন্দ্র করে বাকী প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্য প্রার্থী খালেদুর, আজাদ ও কামালের সমর্থকরা মিলে কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের তর্কবিতর্ক, পথ অবরোধ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এবং সমর্থকরা পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া শুরু করে এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এ সময় তার মায়ের কোলে থাকা শিশু সুরাইয়া আকতারের মাথায় এসে গুলি লাগে। এতে মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে তার মায়ের কোলেই শিশুটির মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বৃহস্পতিবার ২৮ জুলাই বিকালে জানান পোস্টমোর্টেম শেষে আজ দুপুরে শিশুটির জানাযা ও দাফন সম্পুর্ন হয়েছে। তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাক্ষেপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার:দেশে ফিরেছেন আরও ২ হাজার ১৩৩ হাজি। বুধবার (২৭ জুলাই) পর্যন্ত এ বছর সৌদি আরব থেকে দেশে ফেরা হাজির সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৯১৫ জনে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
গত ১৪ জুলাই হজপালন শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। এ পর্যন্ত মোট ৯০টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৪৫টি, সৌদিয়ার ৪০টি ও ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।
হজের বুলেটিনে জানানো হয়েছে, হজ প্রশাসনিক দলের দলনেতা ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম বুধবার (২৭ জুলাই) কালে মক্কার বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার সরেজমিনে পরিদর্শন করেন। তিনি কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ হাজিদের খোঁজখবর নেন। এ সময় প্রশাসনিক দলের অন্য সদস্যরা তার সঙ্গে ছিলেন।
কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃকেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর বাইপাস এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ নেতৃবৃন্দদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ২৭জুলাই বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তৌহিদুর রহমান তুহিনের নেতৃত্বে ঢাকা -টাঙ্গাইল মহাসড়ক কালিয়াকৈর বাইপাস এলাকায় উক্ত মিছিলে অংশগ্রহণ করেন গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাসির পারভেজ,সেলিম হোসাইন, যুগ্ম সম্পাদক জলিল হোসেন,রহিম বাদশা,মাহবুব আলম,সাদ্দাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন,জাহিদ হোসেন কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিঠুন হোসাইন, কালিয়াকৈর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহমতউল্লাহ সজীব,সারোয়ার হোসেন হৃদয়,আলামিন হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুর রহমান,সদস্য রাজিব শিকদার বড়ইবাড়ি ডিগ্রি কলেজ শাখার আহবায়ক জামিল হোসেন,সদস্য সচিব আতিকুর রহমান সহ অসংখ্য নেতৃবৃন্দ।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজ ১৯ টি কয়লার চুল্লী ও ১ টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নের্তৃত্বে এক অভিযান চালিয়ে কালিয়াকৈর রেঞ্জের বোয়ালী বিটের চাপাইর ইউনিয়নের রশিদপুর, ভাল্লুকবেড়, কোটবাড়ি ও বাংলা বাজার এলাকা হইতে ১৯টি কয়লার চুল্লী ও একটা লাইসেন্স বিহীন করাতকল উচ্ছেদ করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন, চন্দ্রা সদর বিট কর্মকর্তা শরিফুর রহমান চৌধুরী ও বোয়ালী বিটের কর্মকর্তা মাসুম উদ্দিনসহ কর্মচারীগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ দেশে এখন আর কার্তিক মাসের আকাল নেই, মানুষ না খেয়ে থাকেনা, দেশের উন্নয়ন হচ্ছে।
এ দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে বলেই বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিয়ত মিথ্যা কথা বলেই চলছে। তিনি এখন মিথ্যা আলমগীরে পরিণত হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৭ জুলাই অনুষ্ঠিতব্য নৌকা মার্কার ইউপি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী গতকাল রবিবার (২৪ জুলাই) রাতে উপজেলার কাতিহার উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, গত নির্বাচনে মির্জা আলমগীর হাজার হাজার ভোটে পরাজিত হয়েছিল এবার ঠাকুরগাঁয়ের মানুষ সিন্ধান্ত নিয়েছে একলক্ষ ভোটে তাকে পরাজিত করবে।
বাচোর ইউনিয়ন আ.লীগ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ ইমদাদুল হক, জেলা আ’লীগ সম্পাদক দীপক কুমার রায়।
আরো বক্তব্য রাখেন, জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো , উপজেলা সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সদর পৌর মেয়র আঞ্জুমাআরা বন্যা, রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,জেলা আ.লীগ উপ-প্রচার সম্পাদক আবু সাইদ সোহেল, সেচ্ছা সেবক লীগ সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো,ভাইস চেয়ারম্যান সোহেল রানা, চেয়ারম্যাণ প্রার্থী
জিতেন্দ্রনার্থ বর্ম্মন প্রমুখ।
বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন, নৌকা মার্কায় ভোট দিলে এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন সাধিত হবে।
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের হলরুমে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন ইউনিয়নে ১৪০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়েছে।
এসময় ১৪০টি ভূমিহীন-গৃহহীনদের হাতে ঘরের দলিল ও চাবি বুঝিয়ে দেওয়া হয়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাছরিন পারভিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার তদন্ত ওসি আবুল বাশার, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল মোল্লা, ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইছামদ্দিন, শ্রীফলতলী ইউনিয়নের চেয়ারম্যান আজিবুব রহমান প্রমুখ।