28.2 C
Dhaka, BD
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

১৯ বছর পর জুলেখা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামী সিরাজুল গ্রেফতার (ভিডিও)

স্টাফ রিপোর্টার : ১৯ বছর পর মানিকগঞ্জের সিংগাইরে গর্ভবতী জুলেখা হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি স্বামী সিরাজুলকে নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

২২ জুন বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চর সৈয়দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। ২৩ জুন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, ২০০২ সালের জুলাই মাসে মানিকগঞ্জ সদর থানার বারাহিরচর এলাকার সিরাজুল ইসলাম এর সাথে সিংগাইর থানাধীন উত্তর জামশা গ্রামের মো. আব্দুল জলিল এর মেয়ে জুলেখা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে বেশকিছু নগদ অর্থ, গহণা এবং আসবাবপত্র বর পক্ষকে দেয়া হয়।

কিন্তু বিয়ের পর থেকে সিরাজুল আরো যৌতুকের জন্য জুলেখাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো এবং যৌতুক না দিতে পারলে তালাক দেয়ার ভয়-ভীতি দেখাতো। এরইমধ্যে জুলেখা ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। জুলেখার পরিবার কাঙ্খিত যৌতুক দিতে না পারায় সিরাজুলের সাথে পারিবারিক কলহ আরো বেড়ে যায়। সিরাজুলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে জুলেখার বাবা ও ভাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিরাজুল আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং মনে মনে জুলেখাকে হত্যার পরিকল্পনা করে।

তিনি আরও জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিরাজুল ২০০৩ সালের ৫ ডিসেম্বর জুলেখাকে নিয়ে শ্বশুর বাড়ি সিংগাইরের উত্তর জামশা গ্রামে যায়। সিরাজুল পরদিন ৬ জুলেখাকে ডাক্তার দেখানোর কথা বলে মানিকগঞ্জ শহরে নিয়ে যায় এবং বিভিন্ন অজুহাতে ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে গভীর রাতে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সিরাজুল মানিকগঞ্জ শহর থেকে জুলেখাকে নিয়ে শশুর বাড়ি না গিয়ে কৌশলে নিকটবর্তী কালীগঙ্গা নদীর পাড়ে নির্জন স্থানে নিয়ে যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী সিরাজুল তার ব্যাগে থাকা গামছা বের করে জুলেখার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। জুলেখার পাশাপশি তার ৮ মাসের গর্ভস্থ সন্তানও হত্যার শিকার হয়। প্রথম স্ত্রী জুলেখাকে হত্যা করার পর সিরাজুল সাভারে কয়েকদিন আত্মগোপনে থাকে।

২০০৫ সালে সিরাজুল পুনরায় বিয়ে করে। সিরাজুল তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চর সৈয়দপুর এলাকায় বসবাস করে আসছিল। নিজেকে আড়াল করার জন্য সিরাজ নাম ধারন করে নারায়ণগঞ্জ সদর থানাধীন চর সৈয়দপুর গ্রামকে বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরী করে। উল্লেখ্য যে, স্থায়ী ঠিকানা হিসেবে মানিকগঞ্জ, বাড়াইল চর ব্যবহার করে।

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হুমায়ুনকবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (২২ জুন) সকাল ১০ টায় পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক,উপজেলা সহকারী কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা, পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার রাহিমউদ্দিন।

এছাড়াও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম,ঘনশ্যাম রায়,সীমান্ত বসাক,জাহিদ হোসেন, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, আব্দুল মান্নান, কুশমত আলী, রমজান আলী, আজিজুর রহমান সহকারী শিক্ষক জিয়াউর রহমান,দিলারা বেগম,শামীমা আক্তারসহ সামাজিক- রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কাশিপুর ইউনিয়নকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে পৌরসভার দল জয়লাভ করেন।

সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা

স্টাফ রিপোর্টার : সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার রেডিও কলোনী ভাড়পাড়া এলাকা এ ঘটনা ঘটে। এঘটনায় ভাটপাড়া মহল্লার শাহজাহান মিয়া ছেলে শহিদুল ইসলাম সাইদুল (৩৩) বাদি হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।

বিবাদীরা হলেন পৌরসভার ১নং ওয়ার্ডের ভাটপাড়া এলাকার সিকিম আলীর ছেলে মোঃ হাকিম (৪০) ও রাজু ওরফে রাজিব (২৫) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদী সকরা হয়। এ ঘটনার পরে থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাদি শহিদুল ইসলাম সাইদুল ও অভিযোগ সুত্রে জানাযায়, দীর্ঘ দিন যাবৎ বাদির বাড়ীর পাশে এসে বিভিন্ন সময় মাদকসেবন করে বিবাদীগন। তার বাড়ির পাশে নেশা সেবন করিতে নিষেধ করিলে বিবাদীগন তাকে মেরে ফেলাসহ নানা রকমের হুমকি ধামকি দিয়ে আসছে বিভিন্ন সময়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে রেডিও কলোনী থেকে ভাড়পাড়া মসজিদ সংলগ্ন কবিরের দোকানের সামনে পৌছিলে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা উল্লেখিত বিবাদীগন হাতে ধারালো ছুরি, কেচি ও সুইগিয়ার চাকু এবং চাইনিজ কুরাল নিয়ে তার উপর অতর্কিতভাবে হামলা করে। একপর্যায়ে ১নং বিবাদী মোঃ হাকিমের হাতে থাকা সুইজগিয়ার চাকু দিয়ে তাকে (বাদি) হত্যার উদ্দেশ্যে পেটে ও পেটের বাম পাশে আঘাত করে মারাত্বক কাটা রক্তাক্ত জখম করে। এসময় ২নং বিবাদী মোঃ রাজু ওরফে রাজিবের হাতে থাকা কেচি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ডান হাতের কবজি, পায়ু পথের উপরে ও মেরুদন্ডের উপরে এবং বাম কনুইতে উপর্যুপরি আঘাত করিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে।

এছাড়াও অজ্ঞাতনামা বিবাদীরা লোহার রড দিয়ে তাকে এলোপাথারীভাবে আঘাত করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আঘাতে ফলে তিনি মাটিতে পড়ে গেলে বাদির পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা নগদ ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে নেয়। তখন তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগন দৌড়ে পাালয়ে যায়।

পরে স্বজন ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এরপর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

কালিয়াকৈর ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় সানোয়ার হোসেন (৪০) নামে এক অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

 বুধবার সকালে( ২২ জুন) উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় রেল লাইন পারাপারের সময় এদুর্ঘটনা ঘটে। নিহত সানোয়ার উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই পূর্বপাড়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় ওই যুবক অটোরিকশা নিয়ে রেললাইন পাড় হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে আগত একটি ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান।

 খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।উপজেলার বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার মোঃশফিক মিয়া বিষয়টি তার জানা নেই বলে জানান। তবে উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুজ্জামান সেতু বিষয়টি নিশ্চিত করে বলেন, জানাযা শেষে তার লাশ মেদিয়াশুলাই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বন্ধ করা অবৈধ হাসপাতালে কার্যক্রম ঠিকই চলছে

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে অবৈধ বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

বন্ধ করা ৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ৩ টিই প্রশাসনকে ফাঁকি দিয়ে চিকিৎসা সেবা দিয়েই যাচ্ছেন। এতে হতবাক সচেতন মহল।

খোঁজ নিয়ে জানা গেছে, সিঙ্গাইর উপজেলায় বৈধ-অবৈধ মোট ২৫ টি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সারা দেশের মতো মানিকগঞ্জের সিঙ্গাইরেও অবৈধ বেসরকারি হাসপাতাল বন্ধে অভিযান চালান প্রশাসন। অভিযানে বৈধ কাগজ পত্র না থাকায় সিঙ্গাইরের নিউ মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,শাহরাইলের ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতাল, মানিকনগরের মানিক নগর ডায়াগনস্টিক সেন্টার ও আইডিয়াল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করা হয়।

এছাড়া সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেন প্রশাসন। তবে প্রশাসনকে ফাঁকি দিয়ে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, আইডিয়াল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ছাড়া বাকি সব প্রতিষ্ঠানের কার্যক্রম ঠিকই চলছে।

এবিষয়ে নিউ মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক আলমগীর হোসেন বলেন, লাইসেন্স পেতে সব ধরনের কাগজপত্র তৈরি করা হচ্ছে। সেই সাথে প্রতিষ্ঠান খোলা রেখে কয়েকজন রোগীকে শুধু ডাক্তার দেখানো হচ্ছে।

শাহরাইলের ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, আমাদের প্রতিষ্ঠান বন্ধ করা হয় নি। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম একদিন এসে হাসপাতালের কাগজপত্রগুলো ঠিক করতে বলেছেন। তাই আমাদের হাসপাতালের কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত নওরিন আমিন বলেন, অবৈধ বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করতে আমাদের অভিযান চলমান রয়েছে।

এছাড়া বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো কাগজপত্র ঠিক না করে কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে পূণরায় কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ শনিবার (১৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সচিবালয় ঢাকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাবিনা আলম।

আরও বক্তব্য দেন জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

এছাড়ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

কালিয়াকৈরে পৌর ছাত্র দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রদলের উদ্যোগে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে (১৯ জুন)কালিয়াকৈর ট্রাকষ্ট্রান সংলগ্ন বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রহমত উল্লাহ সজীব, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের যগ্ম আহ্বায়ক সারোয়ার হসেন হৃদয়।

এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পৌর মেয়র মজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন,পৌর বিএনপির সদস্য মোতালেব হোসেন , পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক মিঠুন, পৌর ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক সাব্বির আহমেদ সবুজ, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক অজয় কুমার পাল, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সদস্য আলামিন, জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখার সদস্য রাজিব সহ ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীরা।

কালিয়াকৈরে বজ্রপাতে এক কৃষক ও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকালে বজ্রপাতে এক কৃষক ও পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বজ্রপাতে নিহত কৃষক সোবহান হোসেন (৫৫) উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা গ্রামের মোঃ বসুম উদ্দিনের পুত্র ও পানিতে ডুবে নিহত শিশু অর্পণ (১১) উপজেলার রতনপুর গ্রামের মোঃ জহির উদ্দিনের পুত্র বলে স্থানীয়রা জানান। জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে সম্বিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়নের দবিতে সমাবেশ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ মানবিক সমাজ নির্মাণে চাই সংস্কৃতির জাগরণ এ প্রতিপাদ্যে সংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় শনিবার ১৮ জুন ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখা।

সমাবেশে সংগঠনটির জেলা সভাপতি অনুপম মনির সভাপতিত্বে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মনতোষ কুমার দে, সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক পার্থ সারথী দাস,
সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ রায়, গণসংগীত মঞ্চের সভাপতি বাউল মীর ছানোয়ার হোসেন ছানু, সাধারন সম্পাদক মুসা রাখাল, নিশ্চিন্তপুর থিয়েটারের সভাপতি রাশেদুল আলম লিটন, সাধারন সম্পাদক নূর আলম উজ্বল, শাপলা নাট্য গোষ্ঠির সাধারন সম্পাদক আলমগির হুসাইন, গ্রিন থিয়েটারের সাধারন সম্পাদক মামুনর রশিদ, সপ্তধ্বণী সংগীত বিদ্যালয়ের পরিচালক ধীরেন্দ্র রায়, প্রেসক্লাব সভাপতি মনসুর আলিসহ জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংস্কৃতিক কর্মীরা অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, অতীতে বিভিন্ন সংকটময় মূহুর্তে বাংলাদেশের মাঠপর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক শিল্পীরাই রাজপথে থেকে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে তাদের গান, কবিতা ও লেখনির মাধ্যমে। যখন ৭১এর পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মারা বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেয়, দেশের মানুষ ও বাঙ্গালী সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তখন এই ষড়যন্ত্র রুখতে সারাদেশের শিল্পীরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠে। অথচ বাংলাদেশে বিভিন্ন খাতে অনেক বাজেট দেয়া হলেও সংস্কৃতি খাতে ১% এর কম বাজেট দেয়া হয় যা পৃথিবীর অন্য কোন দেশে হয়না। তাই এদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়ন খুবই জরুরী বলে তারা দাবি করেন।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জসাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ১১/১২টায় স্কুল খোলা সহ বিভিন্ন অনিয়ম

ঠাকুরগাঁও পীরগঞ্জে ৩নং খনগাঁও ইউনিয়নের জসাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, বিদ্যালয়ে দেরীতে আসা ও স্কুল টাইম অবমাননার প্রামাণ্য চিত্র পাওয়া যায়।

গত ১৪/০৬/২০২২ ইং তারিখে মঙ্গলবার সকাল ৯ মিনিটে পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নের জসাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলের মাঠ ও বারান্দায় ছাত্র ছাত্রীরা চিল্লা হাল্লা হৈচৈ,হট্টগোল করতে থাকেন।১০ টা ২০ মিনিট বাজলে ঐ বিদ্যালয়ে কোন শিক্ষক উপস্থিত হয়নি।বিদ্যালয়ে গণমাধ্যম কর্মী আসলে সাড়ে ১০টা বাজে প্রধান শিক্ষক তার স্বামী সহ দলবল নিয়ে আসে সাংবাদিকের উপর চড়াও হন।বিদ্যালয়ে দেরীতে আসার কথা জানতে চাইলে প্রধান শিক্ষক মোছাঃকহিনুর বেগম সাংবাদিকের কথা এড়িয়ে চলে।এবং শিক্ষক হাজিরা খাতা দেখতে চাইলে সাংবাদিক কে হাজিরা খাতা দেখতে দেননি প্রধান শিক্ষক।হাজিরা খাতায় প্রধান শিক্ষক কয়টায় উপস্থিতি লিখলেন সেটাও তিনি সাংবাদিক কে দেখাতে রাজী হননি প্রধান শিক্ষক মোছাঃকহিনুর বেগম।

প্রধান শিক্ষক সাড়ে ১০টায় স্কুলে আসলে ও বাকী সহকারী শিক্ষক গন তখনো উপস্থিত হয়নি।এলাকার ছাত্র ছাত্রী কোন অভিভাবক তাদের বিরুদ্ধে কথা বললে ও কোন সাড়া পায়নি অভিভাবক গন।তাই শিক্ষকরা দিনের পর দিন সময় মত স্কুলে না এসে ছাত্র ছাত্রীরা সঠিক পাঠদান থেকে বঞ্চিত হয়েছেন।বিদ্যালয়ের মাঠে রয়েছে ধানের খরের স্তুপ মরিচ সুকা মাঠ সহ পরিচ্ছন্ন হীন।

সরেজমিনে দেখা যায়,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঐ ইউনিয়নের চ্যায়ারম্যানের বউমা।প্রধান শিক্ষক সাংবাদিক কে তথ্য না দিয়ে নিজে সাংবাদিকের ছবি তুলতে ব্যাস্ত থাকেন তার মোবাইলে।এবিষয়ে সেখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দেরীতে আসার কথা বলেলে তাদরকে কোন উত্তর দিতে রাজী নন।

অপরদিকে সুশীল সমাজের ব্যাক্তিবর্গের সাথে কথা হলে তিনারা বলেন আজকে শিক্ষকদের অবহেলার কারণে অভিভাবকরা বাচ্চাদের বিভিন্ন কিন্ডারগার্টেন ও কেজি স্কুলে টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছেন।

আরও জানা যায় শিক্ষকরা সকাল ৯টায় না আসে প্রায় সাড়ে ১০টা ১১টা হতে সাড়ে ১১টায় স্কুলে আসেন।তাদের বিষয়ে অবিভাবকেরা কথা বললে তাদেরকেই বিভিন্ন হুমকি দেন।অথচ সরকারি অর্থ প্রতিমাসে উত্তোলন করেন।শিক্ষকদের এহেন কার্যকলাপ থাকায়,অনেক অভিভাবক কেজি স্কুল,ও কিন্ডারগার্টেন স্কুলে টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছে তাদের সন্তানের।কিন্তু বিনা পয়সায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে চান না।শিক্ষকরা স্কুলে সময় মত না আসার কারনে জসাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান অভিভাবক ও সুশীল সমাজ প্রমুখগন।

এ বিষয়ে উপজেলা পীরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসিমুল বারী সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেট...