ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর বুধবার চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
এছাড়া আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমনা করেছে। জরিমানা না দিলে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।
সাজাপ্রাপ্ত আকমাল হোসেন (৩৮) জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের জামুন মশালডাঙ্গী গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিতি ছিলেন।
২০১৪ সালের ৩ জানুয়ারি জামুন মাহিলাবস্তি গ্রামের ইসমাইল (১৮) হত্যা মামলায় আদালত এ রায় দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৪ সালের ৩ জানুয়ারি জামুন মাহিলাবস্তি গ্রামের কুমের আলীর ছেলে ইসমাইল জামুন বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে আকমাল তাকে পূর্বশত্রুতার জেরে বেধড়ক লাঠিপেটা করেন। ইসমাইল মাটিতে লুটিয়ে পড়লে খুর দিয়ে জখম করে পালিয়ে যান আকমাল হোসেন।
স্থানীয়রা তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইনজীবী হামিদ বলেন, ঘটনার দিনই নিহত ইসমাইলের বাবা কুমের আলী আকমালের বিরুদ্ধে হরিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা হরিপুর থানার এসআই নির্মলচন্দ্র দেব শর্মা তদন্ত শেষে একই বছর ৩০ এপ্রিল আকমালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলায় মোট ১৭ জনের সাক্ষী নিয়ে আদালত আকমালকে দোষী সাব্যস্থ করেছে বলে তিনি জানান।