ঠাকুরগাঁওয়ে“আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক বিশেষ র‌্যালীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

র‌্যালীটি ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে “আন্তর্জাতিক মানবাধিকার দিবস সফল হোক, সার্থক হোক” “আসক ফাউন্ডেশন সফল হোক, সার্থক হোক” এই স্লোগান নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মিলিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালি সুমন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি জহিরুল ইসলাম, সবুর আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, জেলা সমন্বয়ক কাজল রায়, মনিরুজ্জামান মনির, আইন সম্পাদক এ্যাড মোঃ আনোয়ার হোসেন, বন ও পরিবেশ সম্পাদক মাসহুরা বেগম হুরা,যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষা সম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এ্যাড মোঃ ইব্রাহিম,সহ দপ্তর সম্পাদক এ্যাড মোঃ আশিকুর রহমান রিজভী, প্রচার সম্পাদক সোহেল তানভীর, পরিকল্পনা সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, আমানতুল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব সামছুল ইসলাম সহ প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

আরো উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বাংলার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক প্রশান্ত কুমার দাস, ডেইলী সান এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নুরে আলম শাহ, চ্যানেল এস এর ঠাকুরগাঁও প্রতিনিধি,এশিয়া চ্ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় উপ-পরিচালক সাংবাদিক মাজেদুর রহমান, সাংবাদিক মজিবর রহমান শেখ, সাংবাদিক মজহারুল ইসলাম বাদল সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।

দিবসটি উপলক্ষে র‌্যালী শেষে আসক ফাউন্ডেশন’র সভাপতি এ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালি সুমন সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।