মানিকগঞ্জ ২ আসনের বিএনপি প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

ধানের শীষ প্রতীক নিয়ে পথসভা করলেন সাবেক মন্ত্রী শামসুল ইসলাম খান নয়ামিয়ার সুযোগ্য পুত্র মইনুল ইসলাম খান (শান্ত)তিনি গতকাল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা জামিত্তা ইউনিয়নের পানিসাইল এন,এস,আই খান হাই স্কুল মাঠে জনগণ কে একত্ব হয়ে ধানের শীষ ভোট চাইলেন এসময় উপস্থিত ছিলেন এডভোকেট জামিল সভাপতি মানিকগঞ্জ বিএনপির আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক সাহেব এবং আব্দুল হাকিম আরো অন্যান্য নেতাকর্মী গন ও এলাকার মুরুব্বী জন  সভায় তুলে ধরা হয় স্বৈরাচারী সরকারের বিভিন্ন অপকর্ম এবং ব্যাংক লুট ও সোনা তামা হয়ে যাওয়ার ঘটনা মা বোনদের উপর বিভিন্ন রকমের অত্যাচার ও নিরীহ লোকদের অযথা হয়রানি এবং বিএনপি নেতাকর্মীদের পুলিশি হয়রানি এবং গ্রেফতার নিয়ে কথাবার্তা বলেন। তিনি প্রতিশ্রুতি দেন তার সরকার নির্বাচিত হলে তিনি এ অঞ্চলে ঘাসের ব্যবস্থা করে দেবেন আরো বলেন পূর্বের ন্যায় দেশের উন্নয়ন অব্যাহত রাখবেন এবং তিনি আরো বলেন তার বাবা এ অঞ্চলে যেমন রাস্তাঘাট  ধলেশ্বরী সেতু সিংগাইর মানিকগঞ্জ মহাসড়ক এবং বিদ্যুৎ এর উন্নয়নমূলক কর্মকান্ড করে গেছেন এবং তিনি একযোগে তার সরকার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান ।