প্রচ্ছদ অপরাধ যশোরের বেনাপোলে ফেনসিডিল সহ আটক-২

যশোরের বেনাপোলে ফেনসিডিল সহ আটক-২

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া মন্দির রোড থেকে ১৫০ বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি।

বুধবার সকাল সাড়ে ৭ টার সময় ফেনসিডিলের এ চালানটি আটক হয়।

আটককৃতরা হলো বেনাপোল ভবেরবেড় গ্রামের বাবুল হাওলাদারের ছেলে রিপন ও একই গ্রামের সাকিল আহম্মেদ।

৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছোটআঁচড়া মন্দির রোডে অভিযান চালিয়ে উক্ত দুই আসামি সহ ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের ফেনসিডিল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।