গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার ভোরে উপজেলাটির লালচামার বাজার এলাকা থেকে মাদক কারবারিদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন, উপজেলাটির শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মজিবর রহমানের পুত্র আনারুল ইসলাম ও ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের আলেক উদ্দিন প্রামাণিকের পুত্র সোহেল রানা প্রামাণিক।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে ।