স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ছাত্র লীগের শ্রদ্ধানিবেদন।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের   প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

রোববার ১৬ই ডিসেম্বর ২০১৮ সকালে  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে  বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিকসহ সাভার-আশুলিয়া-ধামরাইয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।