অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সিংগাইর কলেজের ভিপি মিরুকে হত্যা

Loading

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ওরফে মিরুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১ মার্চ ২০২১) দিবাগত গভীর রাতে পৌর এলাকার কাজী মার্কেটের নিকটে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ভিপি মিরুর উপর হামলা চালায় নিজ দলের কর্মীরা ।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিকস (পঙ্গু) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সিংগাইর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ দুলাল ও ফারুক হোসেনের মধ্যে আধিপত্য নিয়ে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এ কোন্দলের জের ধরে দুলাল ও তার সহযোগীরা সোমবার সিংগাইর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ফারুককে কুপিয়ে আহত করে।

স্থানীয় এবং দলীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা মোহাম্মদ দুলাল ও তার সহযোগীরা ফারুক হোসেনকে মারধর করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কোন্দল দেখা দেয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কিলিং মিশনে দুটি সিএনজিতে থাকা পৃথক ৬ জন অংশ নেন। খুনের মোটিভ নিশ্চিত হলেও এখনও কেউ মামলা করেনি।

এছাড়া খুনের ঘটনার জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি।