রাজশাহীতে শীতের সাথে যোগ হলো বৃষ্টি

Loading

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যাুরো প্রধানঃ এই তীব্র শীতের সাথে যোগ হয়েছে বৃষ্টি। শীতের জ্বালাই বাঁচিনা আবার বৃষ্টি যোগ হলো এবার পেটেও জ্বালা করছে । আরে মামু করবেনা কেন বৃষ্টির জন্য যে কাজে বের হতে পারচ্ছিনে বে।

এমন টা বলছিল দিনমজুর রইচ উদ্দিন। হঠাৎ করে শীতের সাথে বৃষ্টি নামায় জনজীবন বিপয্যস্ত হয়ে পড়েছে। এদিকে আজ সকালে রাজশাহীতে ৯.৭ মিলিমিটার বৃষ্টিপাত ও সর্বনিম্ম ১২.৭ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গত কয়েকদিন ধরে সারা দেশের ন্যায়  রাজশাহীতেও তীব্র শীত ও ঘন কুয়াশা অনুভূত হচ্ছে। তবে আজ ভোরে আকাশ কালো মেঘে ছেয়ে গেলে নেমে আসে অন্ধকার। এরপরই শুরু হয় বৃষ্টি।

হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। অনেকে গরম কাপড়ের অভাবে শীতের কষ্ট কমাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। বিশেষ করে দরিদ্র খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে। কাজে বের হতে না পারায় অনাহারে-অর্ধাহারে কাটাতে হচ্ছে সাধারন মানুষের জীবন।