ইবিথতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী।

Loading

আমিনুল ইসলাম, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক ৭ই মার্চথ দিবস উদ্যাপন উপলক্ষে ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।

কর্মসূচীর মধ্যে ৭ মার্চ রবিবার সকাল ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

একই সময়ে প্রভোস্টগণ স্ব-স্ব হলে জাতীয় পতাকা উত্তোলন করবেন।

পতাকা উত্তোলন শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিবথ ম্যুরাল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ফটকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষণ সম্বলিত ম্যুরাল ‘মুক্তির আহব্বান”-এ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

সাথে থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান । এছাড়া ‘ঐতিহাসিক ৭ই মার্চথ দিবস উপলক্ষে অন লাইন আলোচনাসভা (ওয়েবিনার) অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।