এবার ডেঙ্গুতে প্রাণ হারালেন জাবি শিক্ষার্থী উ খেং নু ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ এবার ডেঙ্গুতে প্রাণ হারালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তনের (প্রথম বর্ষ) শিক্ষার্থী উ খেং নু রাখাইন।শনিবার সন্ধ্যা ৬টার দিকে প্রীতিলতা হলের আবাসিক এই ছাত্রী মারা যান।
উ খেং নুর  বাবার নাম মংবা অং মংবা। তিনি কক্সবাজার জেলা পরিষদের কর্মকর্তা। উ খেং  নু  তার একমাত্র কন্যা।
জানা যায়, কয়েকদিন আগে উ খেং  নু।  ক্যাম্পাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর সে কয়েকদিন এনাম মেডিকেলে ভর্তি ছিল। পরে অবস্থার অবনতি হলে বাসায় চলে আসে। সপ্তাহ খানেক আগে জ্বর না সারলে শনিবার তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকাল  ৫টার দিকে কক্সবাজারের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর খবরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে শুক্রবার রাতে একই রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফিরোজ কবীর স্বাধীন নিহত হন। বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ সেশনের ব্যবসায় অনুষদের ফিন্যান্স বিভাগের ছাত্র ছিলেন তিনি।