প্রচ্ছদ অর্থনীতি কালিয়াকৈরে সরকারিভাবে ধান ও চাউল সংগ্রহ শুভ উদ্বোধন

কালিয়াকৈরে সরকারিভাবে ধান ও চাউল সংগ্রহ শুভ উদ্বোধন

Loading

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ ”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অভ্যাতরীণ বোরো ধান সংগ্রহ ২০২২ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও চাউল সংগ্রহ শুরু করা হয়।

ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্ত ফারজানা হক দিপু, খাদ্য গুদাম পরিদর্শক সোহেল রানা,দেওয়ান মোহাম্মদ আবু সায়েম,উপ পরিদর্শক,জুয়েল মৃধা,উপ খাদ্য পরিদর্শক সহ প্রমুখ।

ধান ও চাউল সংগ্রহের ব্যাপারে উপজেলা খাদ্য গুদাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এমদাদুল ইসলাম সিকদার বলেন, চলতি বছরে ২ হাজার ৪শত ৭৫ মে. ট. চাউল ও ১হাজার ২শত ৯৮মে.টন ধান কৃষকদের কাছ থেকে সরাসারি মূল্যে ক্রয় করা হবে।

প্রতি মন চাউল ১হাজার ৬শত টাকা ও ধান ১ হাজার ৮০ টাকা দরে। আজ প্রথম দিন আমরা সোহাগ এগ্রো লিমিটেডের কাছ থেকে ২০ মে.টন চাউল সরকারী মূল্যে ক্রয় করা হয়েছে ।

পর্যায় ক্রমে আমরা আমাদের লক্ষমাত্রা পূরণের সক্ষম হবো বলেমনে করছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এমদাদুল ইসলাম সিকদার ।