প্রচ্ছদ অপরাধ চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ১২ আগ্নেয়াস্ত্র গুলিসহ যুবক গ্রেপ্তার ।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ১২ আগ্নেয়াস্ত্র গুলিসহ যুবক গ্রেপ্তার ।

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭টি বিদেশী পিস্তল, ৫টি ওয়ান শ্যুটারগান, ১৩টি ম্যাগজিন, ৪০ রাউন্ডগুলিসহ আলামিন খন্দকার নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত যুবক মৃত হাফিজুর রহমানের ছেলে মো. আলামিন খন্দকার (২৫)। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাবের একটি অপারেশন দল রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর মহাসড়কের পাশে অভিযান চালিয়ে ৭টি বিদেশী পিস্তল, ৫টি ওয়ান শ্যুটারগান, ১৩টি ম্যাগজিন, ৪০ রাউন্ডগুলিসহ আলামিনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে। জেলায় র‌্যাবের মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান, সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন।

এ ঘটনায় আজ ৯ অক্টোবর বুধবার সকাল ৮টার সময় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে প্রেস-ব্রিফিং এ বিস্তারিত জানানো হবে বলে র‌্যাবের কন্ট্রোলরুম জানিয়েছে।